আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ডে উপলক্ষে ম্যারাথন দৌড়ের আয়োজন করবে সনদপ্রাপ্ত হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ঢাকা আঞ্চলিক কমিটি (ডিআরসি)। আগামী ৭ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে ‘অ্যাকাউন্টিং ডে রান ২০২৫’ শীর্ষক এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীদের সব মিলিয়ে সাড়ে সাত কিলোমিটার দৌড়াতে হবে।

আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানায় আইসিএবি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিএবির সভাপতি এন কে এ মবিন; ম্যারাথনের পরিচালক আসিফুর রহমান ও আহ্বায়ক এস কে মো.

তারিকুল ইসলাম; ঢাকা আঞ্চলিক কমিটির (ডিআরসি) চেয়ারম্যান মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক মো. আকিফুর রহমান এবং সদস্য মো. কামরুজ্জামান, মো. মাকসুদুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ম্যারাথনটি ৭ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারের সামনে থেকে শুরু হবে। এরপর পুরো হাতিরঝিল ঘুরে আবার অ্যাম্ফিথিয়েটারের সামনে এসে শেষ হবে। মোট দুই ক্যাটাগরিতে আয়োজিত হবে এই ম্যারাথন। সব মিলিয়ে ১ হাজার ৮০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। প্রথম ক্যাটাগরিতে মোট ৭ দশমিক ৫ কিলোমিটারের দৌড় আয়োজন করা হবে। সেখানে অংশগ্রহণ করবেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ব্যবসায়ী, করপোরেট ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও সাধারণ অংশগ্রহণকারীরা। দ্বিতীয় ক্যাটাগরিতে এক কিলোমিটার দূরত্বের দৌড় আয়োজন করা হবে। এতে মায়েদের সঙ্গে ২০০ শিশুও অংশ নেবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ৫ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘কিট এক্সপো’ অনুষ্ঠিত হবে, যেখানে ম্যারাথন দৌড়ের কিট ব্যাগ বিতরণ করা হবে।

আইসিএবির সভাপতি এন কে এ মবিন বলেন, এ বছর ১০ নভেম্বর আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ডে উদ্‌যাপনে একটু ভিন্ন আয়োজন করা হবে। সেদিন দিনব্যাপী বিভিন্ন আয়োজন থাকবে। এর মূল লক্ষ্য হচ্ছে অ্যাকাউন্টিং পেশা নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে এটির গুরুত্ব তুলে ধরা। যেখানে সকাল থেকে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে। সেখানে পুরো দেশ থেকে অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেবেন।

আইসিএবির ঢাকা আঞ্চলিক কমিটির চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশে দিবসটি প্রথম উদ্‌যাপন শুরু হয় ২০১৭ সালে। তবে এ উপলক্ষে দেশে এবারই প্রথমবারের মতো ম্যারাথন দৌড় আয়োজন করা হচ্ছে। এই আয়োজনে ওয়েলনেস প্রোগ্রাম, কুইজ প্রতিযোগিতা, ক্রিকেট টুর্নামেন্টসহ নানা কর্মসূচি থাকবে।

ম্যারাথনের পরিচালক আসিফুর রহমান বলেন, এই আয়োজনের দুটি মূল উদ্দেশ্য হচ্ছে—পেশাগত একতা ও সামাজিক সচেতনতা। মূলত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে পারস্পরিক ঐক্য এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন।

সম্মেলন শেষে ম্যারাথনের টি-শার্ট ও মেডেল উন্মোচন করা হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য ক উন ট র রহম ন

এছাড়াও পড়ুন:

ঢাবিতে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলা

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি স্থানে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ‘দুর্যোগ ও সংকটকালে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা’ প্রতিপাদ্যে ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি যৌথভাবে এ মেলার আয়োজন করে।

আরো পড়ুন:

আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ঢাবির দুই সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাবিতে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, গণতান্ত্রিক ছাত্র জোটের ৫ দাবি

বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, টিএসসি, ডাকসু, হলপাড়া ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে এ মেলা অনুষ্ঠিত হয়।

ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এমএস, এমফিল ও পিএইচডি গবেষকগণ বিভাগীয় শিক্ষকদের তত্ত্বাবধানে মেলায় ফ্রি মেন্টাল হেলথ্ অ্যাসেসমেন্ট ও কাউন্সেলিং সেবা প্রদান করেন।

এ মানসিক স্বাস্থ্য মেলায় প্রায় ৫০০ জন মানুষকে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।

মেলায় জানানো হয়েছে, বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার প্রধান দুইটি বাধা হলো- স্টিগমা ও মানসিক স্বাস্থ্য সেবার অপ্রতুলতা। এটি দূর করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি ১৯৯৭ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দেশের সব সরকারি হাসপাতালে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৩টায় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে ‘দুর্যোগ ও সংকটকালে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • মৃত্যুর কাছাকাছি পৌঁছানোর অভিজ্ঞতা কেমন, জানালেন বিজ্ঞানীরা
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  • গ্রামীণফোনের ডিজিটাল প্রশিক্ষণে রাজশাহীর শ্রাবণী, মল্লিকাদের আয়ের পথ খুলছে
  • আমি একদিন সন্তান নেব, এটা ঘটবেই: রাশমিকা
  • কারাবন্দী সাংবাদিক মনজুরুল আলমকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান আরএসএফের
  • ঢাবিতে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলা
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে ফ্রী মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচী পালন
  • সলভিও এআই হ্যাকাথন ২০২৫: বাংলাদেশের প্রযুক্তিবিপ্লবের দিকে এক নতুন পদক্ষেপ
  • রাবিতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালন