চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক তরুণীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল আমিন (সৈকত) ফরিদগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম তাঁকে গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

অভিযোগকারী তরুণীর বাড়ি জেলার কচুয়া উপজেলায়। তাঁর দাবি, একই দলের কর্মী হওয়ায় আল আমিনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ৫ অক্টোবর তিনি বিয়ের দাবিতে আল আমিনের বাড়িতে অনশনে বসেন। দুদিন অনশনের পর এনসিপির জেলার নেতারা সমাধানের চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত সমাধান হয়নি।

পুলিশ জানায়, পরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ২৬ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে চাঁদপুর আদালতে মামলার আবেদন করেন ওই তরুণী। আদালত মামলাটি আমলে নিয়ে এনসিপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আজ সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানা-পুলিশ।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মূলে আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে এনসিপির চাঁদপুর জেলা সমন্বয়ক মাহবুব আলম ঘটনাটি মিথ্যা দাবি করে ওই নেতাকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি গত মাসে তাঁদের জানানো হলে উভয় পক্ষকে নিয়ে আলোচনা হয়। সেখানে অন্তত ১০ জন আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উভয়ের কথা শুনে কোনো তথ্যপ্রমাণ না পাওয়ায় মেয়ের অভিভাবক তাঁকে বাসায় ফেরত নিয়ে যান। কিন্তু কোনো তদন্ত ছাড়াই মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর এনস প

এছাড়াও পড়ুন:

অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ৫ শিক্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এনামুল হকের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন পাঁচ শিক্ষার্থী।

টানা ২১ ঘণ্টা ধরে অনশন থাকায় অসুস্থ হয়ে পড়েছেন তারা। এর মধ্যে, গুরুতর অসুস্থ হওয়ায় দুই শিক্ষার্থীকে স্যালাইন দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

বাকসু অকার্যকর থাকায় সাঁটানো হলো ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ লেখা ব্যানার

টিউশনিতে গিয়ে শ্লীলতাহানির শিকার জবি ছাত্রী, অভিযুক্ত পলাতক

এর আগে, টানা চারদিন ক্লাস-পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করেন তারা।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে অনশনরত শিক্ষার্থীদের স্যালাইন দেওয়া হয়। এ সময় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এসে তাদের খোঁজ নেন। দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন তাদের।

এদিকে, শিক্ষার্থীরা বলছেন প্রশাসন শুধু আমাদের আশ্বাসই দিচ্ছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ তারা নিচ্ছে না।

অনশনরত শিক্ষার্থীরা হলেন, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের মো. সুমন আলী, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইকরা, হুমাইরা, ২০২১-২২ শিক্ষাবর্ষের ইমন ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাদিক।

এ সময় শিক্ষার্থী রাইসুল আহমেদ বলেন, “আমাদের এক দফা দাবি ছিল, বহিরাগত সভাপতির অপসারণ। আমরা চাই, বিভাগ থেকেই বিভাগের সভাপতি করতে হবে। গতকাল প্রশাসনের সঙ্গে বসেছিলাম। কিন্তু তারা বহিরাগত চেয়ারম্যানকে বহাল রাখতে চায়। এজন্য গতকাল থেকে আমরা অনশনে বসেছি।”

তিনি বলেন, “আমাদের কয়েকজন অনশনরত অবস্থা অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে দুইজনকে স্যালাইন দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত তাকে অপসারণ করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলবে।”

২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জান্নাত জামান বলেন, “আমরা গতকাল প্রশাসনের সঙ্গে বসেছিলাম। কিন্তু তারা আমাদের কোনো আশ্বাস দেয়নি, আরো সময় চেয়েছেন। তারা আমাদের বলেছে বর্তমান সভাপতি সঙ্গে নিগোশিয়েট করে তাকে মেনে নেওয়ার কথা বলেছেন। কিন্তু আমরা তাকে চাই না। যেহেতু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না, তাকে অপসারণ না করা পর্যন্ত অনশন চলবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমার দায়িত্ব সব বিভাগ যেন ভালোভাবে চলে, সেটা দেখা। সেটার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আমরা সমাধান বের করার চেষ্টা করছি। একটা সমাধান বের হবে দ্রুতই। এখন এই কাজগুলো করতে গেলে যে সময়টুকু লাগে, সেটা তো আমাদের দিতে হবে।”

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে এক আলোচনায় বসেন শিক্ষার্থীরা। তবে কোনো রকম আশ্বাস না পাওয়ায় তারা আমরণ অনশনে বসেছেন বলে জানিয়েছেন তারা। প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশনের ঘোষণা দেন চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের রাইসুল মাহমুদ।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আইনের অনুমোদন
  • বাকসু নির্বাচনের রোডম্যাপ দাবিতে অনশনে শিক্ষার্থী
  • রাবি উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত, শাটডাউন বহাল
  • অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ৫ শিক্ষ
  • বিএম কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এক শিক্ষার্থীর অনশন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় সভাপতির পদত্যাগ দাবিতে অনশনে ৬ শিক্ষার্থী, অসুস্থ দুজন