ব‌্যাটিং ব‌্যর্থতায় বাংলাদেশের আরেকটি ম‌্যাচ হার। প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে ম‌্যাচ হারের পর দ্বিতীয় ম‌্যাচে ১৪ রানে হারল বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র ১৪৯ রানের পুঁজি নিয়ে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এক ম‌্যাচ আগেই সিরিজ জিতে দারুণ খুশি ক‌্যারিবীয়ানরা। 

তাদের উল্লাসের রাতে বাংলাদেশ শিবিরে পিনপতন নীরবতা। গ‌্যালারিতে ভুয়া ভুয়া স্লোগান। যা নিশ্চিতভাবেই কানে গেছে ক্রিকেটারদের। টানা দুই ম‌্যাচে ব‌্যাটসম‌্যানদের ব‌্যর্থতায় সামর্থ‌্য নিয়ে প্রশ্ন উঠছে। 

আরো পড়ুন:

ওমরজাই, মুজিব ও জাদরান ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে

দায়িত্বহীন, ব‌্যাখ‌্যাতীত পরাজয়ে সিরিজ হাতছাড়া

অধিনায়ক লিটন ম‌্যাচ শেষে নিজের ওপরেই সব দায় নিলেন। ক্রিজে গিয়ে তিন চার মেরে দারুণ ছন্দ পাওয়ার ইঙ্গিত দিলেন। এরপর আরো একটি চার আসে তার ব‌্যাটে। কিন্তু মুহূর্তেই সব ওলটপালট। এলোমেলো শটে ২০ রানে জীবন পান। ৩ রান যোগ করে আকিল হোসেনের বলে আউট হন।

ওয়েস্ট ইন্ডিজের ভালো বোলিং আক্রমণ সামলে থিতু হতে সময় নেননি তিনি। অথচ উইকেটের বলে বোল্ড হয়ে ম‌্যাচটা ডুবিয়ে আসেন তিনি। পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেছেন, ‘‘১৫০ রান বড় স্কোর নয়। যখনই আমরা রান নিতে ভুগেছি তখনই আমরা উইকেট হারিয়েছি। আমাকে ১৩-১৪ ওভার পর্যন্ত সেখানে থাকতে হতো। আমার নিজেকে আরো উন্নত করতে হবে। যদি আমি থাকতাম, তাহলে ম্যাচটি আগেই শেষ হয়ে যেত। তবে তারা সত‌্যিই ভালো বোলিং করেছে।’’

উইকেট ছিল ব‌্যাটিংব‌ান্ধব। ওয়েস্ট ইন্ডিজ শুরুতে বড় কিছুরই ইঙ্গিত দেয়।  ১১.

১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১০৬। ততক্ষণে ফিফটি তুলে নিয়েছেন হোপ ও আথানজে। এরপরই নাটকীয় বিপর্যয়। পরের ২০ বলে রান উঠলো কেবল ১২। উইকেট হারাল ৫টি। নাসুম ও রিশাদ নিজেদের ওভারে জোড়া উইকেট পান। মোস্তাফিজুর রহমান তুলে নেন অপরটি। তাতে ক‌্যারিবীয়ানদের ব‌্যাটিংয়ের মিডল অর্ডার ভেঙে চুরমার হয়ে যায়।

বোলাররা দারুণভাবে দলকে ম‌্যাচে ফেরালেও ব‌্যাটসম‌্যানদের দায়িত্বহীন ব‌্যাটিংয়ে আরেকটি ব‌্যর্থতা যোগ হলো। বোলারদের জন‌্য হৃদয় পুড়ছে লিটনের, ‘‘যদি দেখেন, গত দুই থেকে তিনটি সিরিজে আমাদের বোলাররা সত্যিই ভালো করেছে। আমি সব বোলারদের জন্য খুবই দুঃখিত। কারণ, তারা সত্যিই ভালো কাজ করেছে।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকের রিমান্ড চায় পুলিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান এ আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আবদুল হান্নানকে আদালতে হাজির করে পুলিশ। এরপর পল্টন থানার এসআই শামীম হাসান আসামিকে জিজ্ঞাসাবাদের চারটি কারণে দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, মোটরসাইকেলে হেলমেট পরা অজ্ঞাতনামা দুজন সন্ত্রাসী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিতে ওসমান হাদি গুরুতর জখম হন। র‍্যাব-২ ক্যামেরার ভিডিও ফুটেজ যাচাই করে মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানের বিষয়ে জানতে পারে। ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি আসামি। এ ঘটনায় জড়িত সন্দেহে আসামিকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, আসামিদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম–ঠিকানা সংগ্রহসহ অবস্থান জানা, মূল রহস্য উদ্‌ঘাটন ও তথ্য-অর্থের সম্পর্ক সংগ্রহ এবং কোন স্থান থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করা হয়েছে, তার উৎস জানার জন্য পুলিশের নিজ হেফাজতে রেখে আবদুল হান্নানকে সাত দিন জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

এর আগে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের (রেজিস্ট্রেশন নম্বর) সূত্র ধরে গতকাল শনিবার আবদুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করে র‍্যাব-২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটি নিজের বলে স্বীকার করেছেন। পরে তাঁকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়।

গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করেন। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আরও পড়ুনওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ