২০০০, ২০১৭ ও ২০২২—নারী ওয়ানডে বিশ্বকাপ  এত দিন এক স্বপ্ন ভঙ্গের মঞ্চ হয়েই ছিল দক্ষিণ আফ্রিকার জন্য। এর আগে তিনবার সেমিফাইনালে খেলেছেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা, তবে ফাইনাল খেলতে কেমন লাগে, সেই স্বাদ কখনো পাননি তারা।

এবার পাবেন। অবশেষে যে ফুরাচ্ছে দক্ষিণ আফ্রিকার মেয়েদের দীর্ঘ অপেক্ষা। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে লরা ভলভার্টদের দল উঠেছে ফাইনালে। আগামী ২ নভেম্বর নাবি মুম্বাইয়ের ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত কিংবা অস্ট্রেলিয়া।

দুর্দান্ত এই জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক ভলভার্ট, দারুণ সঙ্গ দিয়েছেন মারিজান কাপ।  
এই মাঠেই টুর্নামেন্টের শুরুর দিকে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬৯ রানে গুটিয়ে গিয়েছিল পুরো দল। এবার সেই ব্যর্থতার ছাই থেকে ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে দক্ষিণ আফ্রিকা। এবার উড়িয়ে দিয়েছে চারবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।

এ নিয়ে টানা তিনটি আইসিসি ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকার মেয়েরা—২০২৩ ও ২০২৪  টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার ওয়ানডে ফাইনাল। সেই দুই ফাইনালে শিরোপা হাতছাড়া হয়েছিল। এবার সুযোগ ইতিহাস বদলের, প্রথম কোনো আইসিসি ট্রফি জয়ের!

লরা ভলভার্ট আর তাজমিন ব্রিটস শুরু থেকেই দারুণভাবে সামলেছেন ইংল্যান্ডের বোলিং আক্রমণ। এই দুই ওপেনার গড়েন ১১৬ রানের জুটি। কিন্তু হঠাৎই ব্যাটিং ধস নামে—দ্রুত আউট হন ব্রিটস, সুনে লুস ও আনিকা বশ। চোট কাটিয়ে ফেরা ইংল্যান্ডের সোফি একলস্টন ২৩তম ওভারে নেন ২ উইকেট—ব্রিটসকে ফেরান ৪৫ রানে, শূন্য রানে বশকে। এরপর ন্যাট সিভার-ব্রান্ট ফেরান লুসকে।

১৪৩ বলে ১৬৯ রান করেন লরা ভলভার্ট.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভলভ র ট ফ ইন ল

এছাড়াও পড়ুন:

বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা, কী বললেন

ভারতীয় সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে এলেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। বুধবার দিল্লিতে অ্যামাজন সম্ভাব সম্মেলনে হাজির হন তিনি। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ভারত জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরও।

প্রায় পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন স্মৃতি ও পলাশ। গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতির বাড়িতে ঘটা করে বিয়ের আয়োজনও করা হয়। তবে গায়েহলুদের পর বিয়ের দিন সকালে স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়লে বিয়ে স্থগিত ঘোষণা করা হয়। পরদিন অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় পলাশকেও। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে পলাশের অন্য নারীর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

৭ ডিসেম্বর স্মৃতি ও পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তাঁরা বিয়ে বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। তবে কারণ সম্পর্কে কিছু জানাননি।

বিয়ে ভেঙে যাওয়ার তিন দিন পর অ্যামাজন সম্ভাব সম্মেলনের মঞ্চে উপস্থিত হন স্মৃতি। তবে স্পর্শকাতর বিবেচনায় সঞ্চালক মন্দিরা বেদি তাঁকে বিয়ে নিয়ে সরাসরি কোনো প্রশ্ন করেননি।

পলাশ মুচ্ছল ও স্মৃতি মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • মালদ্বীপ থেকে ফিরে বড় ঘোষণা, চরকিতে প্রথমবার মিম
  • বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা, কী বললেন