ইংল্যান্ডকে উড়িয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
Published: 29th, October 2025 GMT
২০০০, ২০১৭ ও ২০২২—নারী ওয়ানডে বিশ্বকাপ এত দিন এক স্বপ্ন ভঙ্গের মঞ্চ হয়েই ছিল দক্ষিণ আফ্রিকার জন্য। এর আগে তিনবার সেমিফাইনালে খেলেছেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা, তবে ফাইনাল খেলতে কেমন লাগে, সেই স্বাদ কখনো পাননি তারা।
এবার পাবেন। অবশেষে যে ফুরাচ্ছে দক্ষিণ আফ্রিকার মেয়েদের দীর্ঘ অপেক্ষা। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে লরা ভলভার্টদের দল উঠেছে ফাইনালে। আগামী ২ নভেম্বর নাবি মুম্বাইয়ের ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত কিংবা অস্ট্রেলিয়া।
দুর্দান্ত এই জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক ভলভার্ট, দারুণ সঙ্গ দিয়েছেন মারিজান কাপ।
এই মাঠেই টুর্নামেন্টের শুরুর দিকে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬৯ রানে গুটিয়ে গিয়েছিল পুরো দল। এবার সেই ব্যর্থতার ছাই থেকে ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে দক্ষিণ আফ্রিকা। এবার উড়িয়ে দিয়েছে চারবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।
এ নিয়ে টানা তিনটি আইসিসি ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকার মেয়েরা—২০২৩ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার ওয়ানডে ফাইনাল। সেই দুই ফাইনালে শিরোপা হাতছাড়া হয়েছিল। এবার সুযোগ ইতিহাস বদলের, প্রথম কোনো আইসিসি ট্রফি জয়ের!
লরা ভলভার্ট আর তাজমিন ব্রিটস শুরু থেকেই দারুণভাবে সামলেছেন ইংল্যান্ডের বোলিং আক্রমণ। এই দুই ওপেনার গড়েন ১১৬ রানের জুটি। কিন্তু হঠাৎই ব্যাটিং ধস নামে—দ্রুত আউট হন ব্রিটস, সুনে লুস ও আনিকা বশ। চোট কাটিয়ে ফেরা ইংল্যান্ডের সোফি একলস্টন ২৩তম ওভারে নেন ২ উইকেট—ব্রিটসকে ফেরান ৪৫ রানে, শূন্য রানে বশকে। এরপর ন্যাট সিভার-ব্রান্ট ফেরান লুসকে।
১৪৩ বলে ১৬৯ রান করেন লরা ভলভার্ট.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সালমান শাহ হত্যা মামলা: প্রথমবার কথা বললেন শাবনূর
ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। মাত্র ৪ বছরের অভিনয়জীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাতেও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন সালমান। পরদিন সকালে ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যু সংবাদ। ২৯ বছর আগে সালমান শাহর অকালমৃত্যুর খবর দেশের বিনোদন অঙ্গনে এক অমোচনীয় ক্ষতি হিসেবে থেকে গেছে। এই ঘটনায় আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি জানতে পেরেছেন শাবনূর, মামলার সঙ্গে তাঁর নাম জড়ানোকে ‘ভিত্তিহীন গুজব’ বলছেন।
সালমান শাহ ঢাকাই চলচ্চিত্রে এক অপ্রতিদ্বন্দ্বী নায়কের নাম। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে তাঁর অভিষেক। প্রথম সিনেমার নায়িকা মৌসুমী হলেও সালমানের অধিকাংশ ছবিরই নায়িকা ছিলেন শাবনূর। বর্তমানে সপরিবার অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি। শাবনূরের সঙ্গে সালমানের প্রথম দেখাটা হয় এফডিসিতে।
একটি সিনেমার দৃশ্যে সালমান শাহ ও শাবনূর