১ থেকে ৭ নভেম্বর সিটি ব্যাংকের অ্যামেক্স মেম্বার উইক
Published: 29th, October 2025 GMT
সিটি ব্যাংক বাংলাদেশে প্রথমবারের মতো ‘অ্যামেক্স মেম্বার উইক’ আয়োজন করছে। আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। সপ্তাহব্যাপী এই উদ্যাপনে আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ডধারীদের জন্য থাকছে বিশেষ সুবিধা, আকর্ষণীয় অফার ও এক্সক্লুসিভ প্রমোশন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিটি ব্যাংক। এতে বলা হয়, অ্যামেক্স মেম্বার উইকের মাধ্যমে সিটি ব্যাংক দেশের অ্যামেক্স কার্ডধারীদের দৈনন্দিন খরচের অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও ফলপ্রসূ করতে চায়।
সিটি ব্যাংক জানায়, সপ্তাহজুড়ে শপিং, খাওয়াদাওয়া, ইলেকট্রনিকস, এন্টারটেইনমেন্ট, জুয়েলারি, বিউটি স্যালন ও ফার্নিচারের মতো দেশের বিভিন্ন জনপ্রিয় মার্চেন্ট ক্যাটাগরিতে আমেরিকান এক্সপ্রেস কনজ্যুমার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। এই অফার দেশের সব কটি প্রধান শহরে কার্যকর থাকবে।
অ্যামেক্স মেম্বার উইকের অংশ হিসেবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারকারীদের জন্যও সিটি ব্যাংক এনেছে বিশেষ সুবিধা। অ্যামেক্স কার্ড ব্যবহার করে এমএফএস ওয়ালেটে অর্থ যোগ করলে মিলবে বোনাস মেম্বারশিপ রিওয়ার্ড পয়েন্ট ও বিশেষ ক্যাশব্যাক সুবিধা।
এ ছাড়া মার্চেন্ট পার্টনারদের জন্য সিটি ব্যাংক চালু করছে একটি ‘মার্চেন্ট ইনসেনটিভ প্রোগ্রাম’। এর মাধ্যমে মোটরবাইক, ইলেকট্রনিকস ও মোবাইল ফোন ক্যাটাগরির সেরা পারফর্মিং মার্চেন্টদের বিশেষভাবে স্বীকৃতি ও পুরস্কৃত করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি ব্যাংক দেশে আমেরিকান এক্সপ্রেস লাইসেন্সধারী একমাত্র প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে গ্রাহকদের জন্য বিশ্বমানের পেমেন্ট সলিউশন ও উন্নত সুবিধা প্রদান করছে। বর্তমানে ব্যাংকটি দেশের কার্ড ব্যবসায়ে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। পাশাপাশি ক্রমাগত উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও উন্নত করছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অ য ম ক স ম ম ব র উইক দ র জন য
এছাড়াও পড়ুন:
ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকের রিমান্ড চায় পুলিশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান এ আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আবদুল হান্নানকে আদালতে হাজির করে পুলিশ। এরপর পল্টন থানার এসআই শামীম হাসান আসামিকে জিজ্ঞাসাবাদের চারটি কারণে দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, মোটরসাইকেলে হেলমেট পরা অজ্ঞাতনামা দুজন সন্ত্রাসী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিতে ওসমান হাদি গুরুতর জখম হন। র্যাব-২ ক্যামেরার ভিডিও ফুটেজ যাচাই করে মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানের বিষয়ে জানতে পারে। ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি আসামি। এ ঘটনায় জড়িত সন্দেহে আসামিকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, আসামিদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম–ঠিকানা সংগ্রহসহ অবস্থান জানা, মূল রহস্য উদ্ঘাটন ও তথ্য-অর্থের সম্পর্ক সংগ্রহ এবং কোন স্থান থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করা হয়েছে, তার উৎস জানার জন্য পুলিশের নিজ হেফাজতে রেখে আবদুল হান্নানকে সাত দিন জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
এর আগে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের (রেজিস্ট্রেশন নম্বর) সূত্র ধরে গতকাল শনিবার আবদুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করে র্যাব-২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটি নিজের বলে স্বীকার করেছেন। পরে তাঁকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়।
গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করেন। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আরও পড়ুনওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক৫ ঘণ্টা আগে