সিটি ব্যাংক বাংলাদেশে প্রথমবারের মতো ‘অ্যামেক্স মেম্বার উইক’ আয়োজন করছে। আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। সপ্তাহব্যাপী এই উদ্‌যাপনে আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ডধারীদের জন্য থাকছে বিশেষ সুবিধা, আকর্ষণীয় অফার ও এক্সক্লুসিভ প্রমোশন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিটি ব্যাংক। এতে বলা হয়, অ্যামেক্স মেম্বার উইকের মাধ্যমে সিটি ব্যাংক দেশের অ্যামেক্স কার্ডধারীদের দৈনন্দিন খরচের অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও ফলপ্রসূ করতে চায়।

সিটি ব্যাংক জানায়, সপ্তাহজুড়ে শপিং, খাওয়াদাওয়া, ইলেকট্রনিকস, এন্টারটেইনমেন্ট, জুয়েলারি, বিউটি স্যালন ও ফার্নিচারের মতো দেশের বিভিন্ন জনপ্রিয় মার্চেন্ট ক্যাটাগরিতে আমেরিকান এক্সপ্রেস কনজ্যুমার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। এই অফার দেশের সব কটি প্রধান শহরে কার্যকর থাকবে।

অ্যামেক্স মেম্বার উইকের অংশ হিসেবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারকারীদের জন্যও সিটি ব্যাংক এনেছে বিশেষ সুবিধা। অ্যামেক্স কার্ড ব্যবহার করে এমএফএস ওয়ালেটে অর্থ যোগ করলে মিলবে বোনাস মেম্বারশিপ রিওয়ার্ড পয়েন্ট ও বিশেষ ক্যাশব্যাক সুবিধা।

এ ছাড়া মার্চেন্ট পার্টনারদের জন্য সিটি ব্যাংক চালু করছে একটি ‘মার্চেন্ট ইনসেনটিভ প্রোগ্রাম’। এর মাধ্যমে মোটরবাইক, ইলেকট্রনিকস ও মোবাইল ফোন ক্যাটাগরির সেরা পারফর্মিং মার্চেন্টদের বিশেষভাবে স্বীকৃতি ও পুরস্কৃত করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি ব্যাংক দেশে আমেরিকান এক্সপ্রেস লাইসেন্সধারী একমাত্র প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে গ্রাহকদের জন্য বিশ্বমানের পেমেন্ট সলিউশন ও উন্নত সুবিধা প্রদান করছে। বর্তমানে ব্যাংকটি দেশের কার্ড ব্যবসায়ে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। পাশাপাশি ক্রমাগত উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও উন্নত করছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য ম ক স ম ম ব র উইক দ র জন য

এছাড়াও পড়ুন:

প্রাথমিক উপবৃত্তির টাকা বিতরণে নতুন ব্যবস্থা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এখন থেকে তাদের অভিভাবকদের পছন্দের মোবাইল ব্যাংকিং হিসাবে যাবে। আগে পুরো অর্থ যেত শুধু নগদের হিসাবে। নগদের সঙ্গে আগের একক চুক্তিটি বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পাশাপাশি দেশের মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ, রকেট, উপায় ও এমক্যাশের মাধ্যমে উপবৃত্তির টাকা বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে উপবৃত্তি বিতরণে এমএফএস প্রতিষ্ঠানগুলোর সবার সমান সুযোগ নিশ্চিত হবে।

দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও শিক্ষার প্রতি তাদের আগ্রহ ধরে রাখতে উপবৃত্তি দেয় সরকার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে চালু হওয়া নগদ লিমিটেডের হিসাবের মাধ্যমে এই বৃত্তি দেওয়া বাধ্যতামূলক করা হয়। এতে বড় ধরনের অনিয়ম হয় বলে বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে উঠে আসে। আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে নগদ লিমিটেডের উদ্যোক্তারা পালিয়ে যান। এরপর নগদের দায়িত্ব নেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি সরকারি অর্থ বিতরণে স্বচ্ছতা আনতে নানা উদ্যোগ নেওয়া হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ২৯ সেপ্টেম্বর চিঠিতে বলা হয়, ডাক অধিদপ্তর ও ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেডের সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তিটি বাতিল করা হলো। অর্থ বিভাগের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য না থাকা ও নগদ লিমিটেড চুক্তিপত্রের সব শর্ত যথাযথভাবে পালন করতে না পারার কারণে চুক্তি বাতিল করা হয়েছে।

এদিকে উপবৃত্তির টাকা বিতরণে সুষ্ঠুভাবে পরিচালনায় পরবর্তী করণীয় ঠিক করতে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ১৩টি এমএফএস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২৬ অক্টোবর থেকে দেশের সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি বিতরণের নির্দেশনা প্রদান করে। ফলে এখন থেকে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকেরা তাঁদের পছন্দের মোবাইল ব্যাংকিং হিসাবে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবেন। চিঠিতে উপবৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে সুবিধাভোগী শিক্ষার্থীদের অভিভাবকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দ্বারা মোবাইল সিম ও এমএফএস হিসাব নিবন্ধন নিশ্চিত করতে বলা হয়। নতুন এই সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের জানানোর জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই চিঠিতে।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রাথমিক উপবৃত্তির টাকা বিতরণে নতুন ব্যবস্থা