তুলার কারখানায় হলারে গামছা আটকে ফাঁস লেগে শ্রমিকের মৃত্যু
Published: 1st, December 2025 GMT
গোপালগঞ্জে তুলার কারখানায় হলারে গামছা আটকে গলায় ফাঁস লেগে মো. ফয়সাল নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার এক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মো. ফয়সাল গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের চর ভূইয়াপাড়া গ্রামের মো.
পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম জানিয়েছেন, চন্দ্রদিঘলিয়া এলাকার একটি তুলার কারখানায় ঝুট থেকে তুলা তৈরীর কাজ করতেন ফয়সাল। সকালে তুলা তৈরীর সময় গলায় থাকা গামছা হলারে আটকে গেলে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ফয়সালের মরদেহ নিয়ে গেছেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।
ঢাকা/বাদল/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ প লগঞ জ ফয়স ল
এছাড়াও পড়ুন:
আসছে আলোচিত সিনেমা–সিরিজ, কী দেখবেন ডিসেম্বরে
দেশি
‘অমীমাংসিত’, আইস্ক্রিন
অবশেষে খুলছে ‘অমীমাংসিত’র জট, ৪ ডিসেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত সিনেমাটি। নিজ বাসায় খুন হন এক সাংবাদিক দম্পতি। কারা তাঁদের খুন করল? কী তাদের উদ্দেশ্য? সেই সাংবাদিক দম্পতির মৃত্যুরহস্য ঘিরে ওয়েব ফিল্ম। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরের ২৯ ফেব্রুয়ারি। তবে তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির মুখে মুক্তি আটকে যায়। সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।