৮ নভেম্বর হঠাৎ করেই ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথীর ফোনে নির্মাতা আদনান আল রাজীবের মেসেজ, ‘কী করছ?’

সাফিয়া লিখলেন, ‘নুসরাত ফারিয়ার সঙ্গে আছি। একটা প্রোগ্রামে যাচ্ছি।’

এরপর ফোন করে আদনান তাঁকে একটা পেট্রোলিয়াম জেলির বিজ্ঞাপনের কস্টিউম ডিজাইন করার প্রস্তাব দিলেন। ১৩ নভেম্বর সাফিয়ার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। সেটিও পিছিয়ে দিতে বললেন।

সাফিয়া বললেন, ‘আদনান ভাইয়ের সঙ্গে কথা বলে মনে হলো, তিনি কাজটার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। সবকিছু গুছিয়ে নিয়েছেন। আমিও যুক্ত হয়ে গেলাম।’

শাকিবের আপত্তি ছিল না

৯ নভেম্বর বিজ্ঞাপনের গল্প শুনে পোশাকের আইডিয়া নিয়ে সদলবলে মুডবোর্ড আর প্রেজেন্টেশন তৈরি করতে করতেই পার হয়ে গেল। সেদিনই দেখিয়ে নিলেন নির্মাতাকে। কিছু পরামর্শ নিয়ে রিভিউ করলেন। পরদিন দেখালেন এই বিজ্ঞাপনের প্রধান মুখ অভিনেতা শাকিব খানকে।

সাফিয়া সাথীর ডিজাইন করা কোনো পোশাকে কোনো আপত্তি বা সংশোধন ছিল না শাকিব খানের.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আসছে আলোচিত সিনেমা–সিরিজ, কী দেখবেন ডিসেম্বরে

দেশি
‘অমীমাংসিত’, আইস্ক্রিন
অবশেষে খুলছে ‘অমীমাংসিত’র জট, ৪ ডিসেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত সিনেমাটি। নিজ বাসায় খুন হন এক সাংবাদিক দম্পতি। কারা তাঁদের খুন করল? কী তাদের উদ্দেশ্য? সেই সাংবাদিক দম্পতির মৃত্যুরহস্য ঘিরে ওয়েব ফিল্ম। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরের ২৯ ফেব্রুয়ারি। তবে তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির মুখে মুক্তি আটকে যায়। সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।

আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী

সম্পর্কিত নিবন্ধ