আসছে আলোচিত সিনেমা–সিরিজ, কী দেখবেন ডিসেম্বরে
Published: 1st, December 2025 GMT
দেশি
‘অমীমাংসিত’, আইস্ক্রিন
অবশেষে খুলছে ‘অমীমাংসিত’র জট, ৪ ডিসেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত সিনেমাটি। নিজ বাসায় খুন হন এক সাংবাদিক দম্পতি। কারা তাঁদের খুন করল? কী তাদের উদ্দেশ্য? সেই সাংবাদিক দম্পতির মৃত্যুরহস্য ঘিরে ওয়েব ফিল্ম। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরের ২৯ ফেব্রুয়ারি। তবে তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির মুখে মুক্তি আটকে যায়। সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘ক্রিটিক্যাল কন্ডিশনে’ খালেদা জিয়া: আযম খান
ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার রাত থেকে তিনি ‘ক্রিটিক্যাল কন্ডিশনে’ আছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আহমদ আযম খান বলেছেন, খালেদা জিয়া ফিরে আসার জন্য ‘ফাইট’ করছেন।
তিনি আরো বলেন, “বলা যায় ওনি খুব ডিপ কন্ডিশনে আছেন। ডিপ কন্ডিশনের ব্যাখ্যা দিতে চাই না। এটুকু বলতে চাই ডিপ কন্ডিশনে আছেন। এটাকে ভেন্টিলেশন বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন।”
‘এ মুহুর্তে জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই” বলেন তিনি।
এদিকে দুপুর ২টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়।
বহু বছর ধরেই বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। সর্বশেষ গত ২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে।
গত বৃহস্পতিবার থেকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটাময়’ বলে জানিয়েছিলেন বিএনপির মহাসচিব।
ঢাকা/ইভা