অ্যাশেজ ২০২৫-২৬ সিরিজের শুরুটা ইংল্যান্ডের জন্য ভয়াবহ হয়েছে। প্রথম টেস্টে মাত্র দুই দিনেই অস্ট্রেলিয়া তাদের উড়িয়ে দিয়েছে আট উইকেটে। দ্বিতীয় টেস্টে সিরিজ সমতায় ফেরাতে মরিয়া বেন স্টোকসের দল। কিন্তু ব্রিসবেনের গাবায় তাদের স্বপ্নে পানির ঢালার মতোই অবস্থা দেখা যাচ্ছে।

গাবায় সবুজ পিচ-ইংল্যান্ডের জন্য দুঃস্বপ্নের ইঙ্গিত?
ব্রিসবেনের গাবা স্টেডিয়ামের পিচের যে প্রথম ছবি প্রকাশ পেয়েছে, তা সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। ছবিতে স্পষ্ট দ্বিতীয় টেস্টে সম্ভবত সবুজের আধিপত্যই থাকবে পিচে। যেখানে পেস বোলারদের জন্য থাকবে অতিরিক্ত সুবিধা এবং সুইং-সিমের মজা।

আরো পড়ুন:

৩৪৯ রান তাড়া করে ১৭ রানে হারল দ.

আফ্রিকা

এনামুল-মোসাদ্দেকদের ছাড়া বিপিএল ‘অনেক বেশি নিরাপদ’: মার্শাল

পার্থে প্রথম টেস্টে কথিত ‘বাজবল’ দাপট একদমই দেখা যায়নি। মিচেল স্টার্কদের আগুনে পেসে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে ব্রিসবেনেও সবুজ উইকেট তৈরি হলে ইংলিশ ব্যাটাররা অস্ট্রেলিয়ার ‘গতি শত্রুতার’ সামনে টিকে থাকতে পারবে, এমন আত্মবিশ্বাস খুব একটা দেখা যাচ্ছে না।

গাবার পিচ, কি থাকতে পারে সামনে?
দ্বিতীয় টেস্ট শুরুর এখনো তিন দিন বাকি। তাই কিছুটা ঘাস কাটা হলেও সাধারণত গাবার উইকেট পেসারদের ল্যাটেরাল মুভমেন্ট এবং প্রচুর বাউন্স উপহার দেয়। যা ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়।

পার্থে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া যেমন ইংলিশ পেসারদের মোকাবিলায় পথ খুঁজে পেয়েছিল, ইংল্যান্ড কিন্তু দুই ইনিংসেই ছিল পুরোপুরি নিষ্ক্রিয়। তাই ব্রিসবেনের পরিস্থিতি তাদের ব্যাটারদের টিকে থাকার ক্ষমতাকে আরও পরীক্ষায় ফেলে দিতে পারে। সেক্ষেত্রে তারা আক্রমণাত্মক ধারা বদলে পরিস্থিতি অনুযায়ী খেলতে পারে।

ব্রিসবেনে ভয়ংকর রেকর্ড, ইংল্যান্ডের আশা আরও কম:
সবুজ পিচের সম্ভাবনা ছাড়াও ইংল্যান্ডের জন্য দুশ্চিন্তার বড় কারণ হলো তাদের ভয়াবহ রেকর্ড। সাতটি ডে-নাইট টেস্টের পাঁচটিতেই ইংল্যান্ড হেরেছে। গাবায় তাদের শেষ জয় এসেছে ১৯৮৬ সালে, মানে প্রায় চার দশক আগে।

সব মিলিয়ে, অতিথিদের সামনে চ্যালেঞ্জের শেষ নেই। এখন দেখার বিষয় এত প্রতিকূলতার মাঝেও তারা কিভাবে জয়ের পথ খুঁজে নিতে পারে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব র সব ন র জন য

এছাড়াও পড়ুন:

মেট্রোরেলের ছাদে কিশোর উঠে পড়া স্যাবোটাজ কি না, তদন্ত চলছে: ডিএমটিসিএল

মেট্রোরেলের ছাদে কিশোর উঠে পড়ার ঘটনা ‘স্যাবোটাজ’ কিনা তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ। তিনি বলেন, ছাদে ওঠার ঘটনায় একজনকে পাওয়া গেলেও আরও কেউ সঙ্গে ছিল কি না—তা জানতে পুলিশ তদন্ত করছে।

আজ সোমবার সকালে উত্তরার দিয়াবাড়িতে ডিএমটিসিএলের কার্যালয়ে প্রতিষ্ঠানটির মাসিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনমেট্রোরেলের ছাদে উঠল এক কিশোর, ট্রেন চলাচল বন্ধ১৭ ঘণ্টা আগে

নিরাপত্তা বাড়াতে মেট্রোরেলের স্টেশনগুলোর নিচে সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা করা হয়েছে বলেও জানান ফারুক আহমেদ। এ বিষয়ে তিনি বলেন, এতে কোনো ঘটনার উৎস বোঝা যাবে। স্যাবোটাজ আছে কি না-সেটাও বোঝা যাবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ

সম্পর্কিত নিবন্ধ