নারায়ণগঞ্জ জেলায় নবাগত জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। ২৫ নভেম্বর-২০২৫ ইং, মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে বই দিয়ে স্বাগত জানান এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা, যানজট নিরসন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহআলম, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, প্রমুখ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে ‘চোর’ আখ্যা দিয়ে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে ‘চোর’ আখ্যা দিয়ে মো. পারভেজ (৩২) নামের এক নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার ভোরে উপজেলার সোনাচড়া এলাকার একটি বাড়ির সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত পারভেজ নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকার প্রয়াত তারা মিয়ার ছেলে। তিনি বন্দরের ঢাকেশ্বরী এলাকার একটি বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন।

পারভেজের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামী পারভেজ নির্মাণশ্রমিক। তাঁকে রাতে ধরে এনে বিদ্যুতের তার চুরির মিথ্যা অভিযোগে মারধর করে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, রোববার রাতে চুরির অভিযোগে পারভেজকে আটকে মারধর করে এলাকার লোকজন। আজ সকালে আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সোনাচড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি আরও বলেন, নিহত পারভেজের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আছে। তাঁকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আছাউল হক ভূঁইয়া স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • নারায়ণগঞ্জে ‘চোর’ সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি
  • যাত্রী ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতের হানা
  • মামুন মাহমুদের বিরুদ্ধে রবির বক্তব্য উদ্দেশ্য  প্রণোদিত, সত্যতা নেই : বিডিআর রফিক 
  • ভূমিকম্প–ঝুঁকি মোকাবিলায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠক
  • প্রয়াত ডেভিডের কবরে জেলা ও মহানগর বিএনপি’র শ্রদ্ধা ও দোয়া
  • ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে কাজ করতে সিদ্ধিরগঞ্জ যুবদল অঙ্গীকারবদ্ধ
  • বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মহানগর যুবদল ঐক্যবদ্ধ
  • নারায়ণগঞ্জে ‘চোর’ আখ্যা দিয়ে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ