বাংলাদেশের ম্যাচ কখন-কোথায়-কাদের বিপক্ষে
Published: 25th, November 2025 GMT
ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ে জমকালো এক আয়োজনে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতিযোগিতার ফিক্সচার ও গ্রুপিং প্রকাশ করেছে।
২০ দলের বিশ্বকাপে সি গ্রুপে আছে বাংলাদেশ। লাল-সবুজের জার্সিধারীরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপালকে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইতালি। এছাড়া বাকি তিন দলের বিপক্ষে আগে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের।
আগামী ৭ ফেব্রুয়ারি প্রতিযোগিতার পর্দা উঠবে। ফাইনাল হবে ৮ মার্চ। সব মিলিয়ে মোট ম্যাচ হবে ৫৫টি। ভারতের আহমেদাবাদ, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাইতে ম্যাচ অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কায় ম্যাচ হবে কলম্বোর আরপিএস ও এসএসসি গ্রাউন্ডে এবং ক্যান্ডিতে।
গ্রুপিং
গ্রুপ এ: ভারত, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস ও পাকিস্তান
গ্রুপ বি: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান
গ্রুপ সি: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, ইতালি ও নেপাল
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত
বাংলাদেশের খেলার সূচি
৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা) (দুপুর ৩টা)
৯ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ইতালি (কলকাতা) (সকাল ১১টা)
১৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ইংল্যান্ড (কলকাতা) (দুপুর ৩টা)
১৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নেপাল (মুম্বাই) (সন্ধ্যা ৭টা)
আগের বিশ্বকাপের মতো এবারও ২০ দল ৪টি গ্রুপে ভাগ হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে, এরপর ফাইনাল।
ভারত ও পাকিস্তান একই গ্রুপে আছে। কলম্বোর প্রেমাদাসায় দুই দলের ম্যাচ আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পাকিস্তান ভারত ভ্রমণ করবে না তা আগে থেকেই জানা। এজন্য সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের সূচি ঠিক হলেও ভেন্যু ঠিক হয়নি।
৭ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে পাকিস্তান-নেদারল্যান্ডস, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হবে ২০ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া ও ওমানের ম্যাচ দিয়ে। সুপার এইটের খেলা হবে ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত।
৪ মার্চ প্রথম সেমিফাইনাল কলম্বো নয়তো কলকাতায় হবে। পাকিস্তান সেমিফাইনালে উঠলে ম্যাচ কলম্বোতে হবে। পাকিস্তান না উঠলে কলকাতায়। দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ মুম্বাইতে অনুষ্ঠিত হবে। ৮ মার্চ ফাইনাল কলম্বো নয়তো আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।
সকাল ১১টা, দুপুর ৩টা এবং সন্ধ্যা ৭টা এই তিন সময়ে গ্রুপ পর্ব ও সুপার এইটের ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে।
ঢাকা/ইয়াসিন/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ম ফ ইন ল ল দ শ বন ম ব শ বক প সন ধ য কলক ত কলম ব
এছাড়াও পড়ুন:
ইথিওপিয়া থেকে দিল্লিতে উড়ে যাচ্ছে আগ্নেয়গিরির ছাই
ইথিওপিয়া থেকে আগ্নেয়গিরির ছাই ওমান ও ইয়েমেন হয়ে লোহিত সাগর পেরিয়ে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছে। মঙ্গলবার ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) এ তথ্য জানিয়েছে।
ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরিটি কয়েক হাজার বছর ধরে সুপ্ত ছিল। রবিবার সকালে এটি অগ্নুৎপাত শুরু করে। এর ফলে বায়ুমণ্ডলে হাজার হাজার ফুট উপরে ছাইয়ের স্তম্ভ ছড়িয়ে পড়ে।
ছাইয়ের কারণে ভারতে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল, বিলম্বিত বা রুট পরিবর্তন করা হয়েছে। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বিমান সংস্থাগুলোকে প্রভাবিত এলাকাগুলো ‘কঠোরভাবে এড়িয়ে চলতে’ বলেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ছাই দূষণের মাত্রা স্পষ্ট নয়। তবে এটি দিল্লির বায়ুর গুণমানকে প্রভাবিত করার সম্ভাবনা কম।
আগ্নেয়গিরির ছাই হল অগ্ন্যুৎপাতের সময় বায়ুমণ্ডলে নির্গত ক্ষুদ্র, ঘর্ষণকারী কণার মেঘ। এটি বিমানের ইঞ্জিনগুলোকে ক্ষতি করতে পারে এবং দৃশ্যমানতা হ্রাস করতে পারে, যা বিমান পরিচালনাকে বিপজ্জনক করে তোলে।
আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বিবিসিকে বলেন, “সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৫ কিলোমিটার থেকে ১৫ কিলোমিটার উচ্চতায় প্রভাব পড়েছে। এটি সাময়িকভাবে স্যাটেলাইটের কার্যকারিতা এবং বিমান চলাচলের উপর প্রভাব ফেলবে। তবে আবহাওয়া বা বাতাসের গুণমানে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম। এটি গত রাতে উত্তর ভারতে পৌঁছেছে এবং মনে হচ্ছে চীনের দিকে এগিয়ে যাচ্ছে।
বেসরকারি সংস্থা স্কাইমেট ওয়েদারের মতে, ছাই ছড়িয়ে যেতে কতক্ষণ সময় লাগবে তা ভবিষ্যদ্বাণী করা কঠিন।
ঢাকা/শাহেদ