বাবা বলছেন ছেলে আমার। মা-ও বলছেন ছেলে তাঁর। ছেলে এখন কে পাবেন? মা ডাকলে ছেলে তাঁর কাছে যায়। বাবা ডাকলে যায় না। বাবাকে ডাকেও না। এ নিয়ে নানার কাছে নাতির দরবার। মঞ্চে এর সবকিছুই ঘটে রসালাপ, নৃত্য আর গানে গানে। রাজশাহী কলেজ মাঠে ‘লোকনাট্য সমারোহ’উৎসবে গত বৃহস্পতিবার রাতে জেলার তানোরের ‘আলকাপ রঙ্গরস গ্রাম থিয়েটার’-এর পরিবেশনা ছিল এটি।
বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী লোকনাট্য সমারোহ উৎসব শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ রাজশাহী কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
আলকাপ রঙ্গরসে নাতির চরিত্রে অভিনয় করেন আলতাফ হোসেন (৬২), নানা আকবর আলী (৬০), নানির চরিত্রে সোনিয়া খাতুন, নাতবউ বিউটি ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন তিথি হেমরম। দোহারসহ এই পালায় অংশগ্রহণ করেন মোট ১২ শিল্পী।
আলকাপ রঙ্গরস গ্রাম থিয়েটারের পরিবেশনার একটি দৃশ্য। বৃহস্পতিবার রাতে লোকনাট্য সমারোহ উৎসবে। নগরের রাজশাহী কলেজ মাঠে। ছবি: আবুল কালাম মুহম্মদ আজাদ।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকা চলচ্চিত্র উৎসবে আজ দেখা যাবে যেসব ছবি
বাংলাদেশ জাতীয় জাদুঘর (মূল মিলনায়তন)
‘আইল অব স্নেকস’, দক্ষিণ কোরিয়া (সকাল ১০টা ৩০ মিনিট), ‘কোরিওগ্রাফিস টুয়ার্ডস লস’, নরওয়ে (বেলা ১টা), ‘বেলাইন’, ভারত (বেলা ৩টা), ‘ইয়কিকো এ.কে.এ.’, জাপান (বিকেল ৫টা), ‘এখানে নোঙর’, বাংলাদেশ (সন্ধ্যা ৭টা)।
বাংলাদেশ জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
‘জকি’, ইরান (সকাল ১০টা ৩০ মিনিট), ‘কুমভা, উইচ কামস ফ্রম সাইলেন্স’, ফ্রান্স (বেলা ১টা), ‘দ্য ডেসটিনি অব আ ট্রাক’, বুরকিনা ফাসো (বেলা ৩টা), ‘দ্য রেলওয়ে’, রাশিয়া (বিকেল ৫টা)।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)
‘পোস্টমেকার্স’, রাশিয়া (সকাল ১০টা ৩০ মিনিট), ‘লাইফ অব লুও সাং’, চীন (বেলা ১টা), ‘উই শুড মেক মুভিজ অ্যাবাউট লাভ’, ভারত-রাশিয়া (বেলা ৩টা ৩০ মিনিট), ‘ইন ফ্লেমস’, কানাডা-পাকিস্তান (বিকেল ৫টা ৩০ মিনিট)।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা
‘দ্য লাস্ট পোস্টম্যান’, ইরাক (সকাল ১০টা ৩০ মিনিট), ‘ইন দ্য বেলি অব টাইগার’, ভারত (বেলা ২টা ৩০ মিনিট), ‘হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়েলো’ (বিকেল ৪টা ৩০ মিনিট)।