ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে জুরি হিসেবে বাংলাদেশ থেকে থাকছেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। ফিপ্রেসি জুরি হিসেবে উৎসবের প্যানারোমা বিভাগের বিচারক থাকবেন তিনি। আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে খবরটি জানিয়েছেন বিধান। জানান, উৎসবে অংশ নিতে আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন তিনি।

আরও পড়ুন২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব০৯ জানুয়ারি ২০২৫

এর আগে বিধান রিবেরু ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসি জুরি হিসেবে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন।

বিধান বলেন, ‘চলচ্চিত্রকে ভালোবাসার জায়গা থেকে চলচ্চিত্র দেখা। এ ধরনের উৎসবে অংশ নেওয়ার মাধ্যমে চলচ্চিত্র সম্পর্কে অন্য মানুষের মতামত জানা যেমন যায়, তেমনি নিজের মতামতকেও ঝালাই করে নেওয়া যায়। এত বড় উৎসবে আমি যখন যাচ্ছি, এর মাধ্যমে নিজের যেমন অংশগ্রহণ হচ্ছে, ঠিক তেমনি বাংলাদেশেরও প্রতিনিধিত্ব করছি। এটা একটা বড় ব্যাপার এই কারণে যে বাংলাদেশ থেকে একজন চলচ্চিত্র সমালোচক বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, জুরি হিসেবে কাজ করছে আন্তর্জাতিক পর্যায়ে। আমি মনে করি যে এটা আমার জন্য আনন্দের, ভালো লাগার ব্যাপার। তবে দেশের মানুষ কীভাবে দেখে, সেটা অবশ্য আমি জানি না।’

কথায় কথায় বিধান রিবেরু জানান, এ ধরনের উৎসবে অংশ নেওয়ার মধ্য দিয়ে ব্যক্তিগতভাবেও লাভবান হয়ে থাকেন।

তিনি বলেন, ‘চলচ্চিত্রজগতে নতুন যেসব ছবি আসছে, বিশ্বের খ্যাতনামা সব নির্মাতাদের, একেবারে ক্ল্যাসিক ঘরানার ছবি, সেসব ছবির প্রথম প্রদর্শনী হয় এ ধরনের বড় সব উৎসবে। সবার আগে এসব ছবি জুরি হিসেবে দেখার একটা সুযোগ তৈরি হয়। আরেকটা বিষয় হচ্ছে, এ বছর ফিপ্রেসি ১০০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এই দীর্ঘ সময়ে অনেক বড়মাপের চলচ্চিত্র নির্মাতাও বেরিয়ে এসেছে ফিপ্রেসি পুরস্কারের মাধ্যমে। এই পুরস্কারের মধ্য দিয়ে আগামীতেও ভালো ও প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতারা উঠে আসবেন—যা কোনো একদিন হয়তো আমিও বলতে পারব। ফিল্মের প্রতি যেহেতু আমার ভালোবাসা আছে, এতে করে আমারও একধরনের সন্তুষ্টি ঘটে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকা চলচ্চিত্র উৎসবে যে ছবিগুলো আজ দেখা যাবে

৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে গত শনিবার থেকে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবটির আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। আজ উৎসবের তৃতীয় দিনে রয়েছে নানা আয়োজন।

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন

সকাল সাড়ে ১০টায় রয়েছে কোরিয়ান সিনেমা ‘আইল অফ স্ন্যাকস’। ১১৫ মিনিট ব্যাপ্তির এ সিনেমাটি পরিচালনা করেছেন ইউ-মিন কিম। দুপুর ১টায় রয়েছে নরাওয়ের সিনেমা ‘কোরিওগ্রাফি টুওয়ার্ডস লস’। ৬১ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন আইরিন মার্গ্রেথ কালটেনবর্ন। বেলা ৩টায় থাকছে ভারতের সিনেমা ‘বেলাইন’। ৮৫ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন সৌমিক রায়। সন্ধ্যা ৫টায় থাকছে জাপানের সিনেমা ‘ইউকিকো এ.কে.এ’। ৯৮ মিনিটের এ সিনেমাটি বানিয়েছেন নাওয়া কুসাবা। রাত ৭টায় দেখানো হবে বাংলাদেশের সিনেমা ‘এখানে নোঙ্গর’। ১১৭ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন মেহেদী রনি। 

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন

সকাল সাড়ে ১০টায় দেখানো হবে ইরানের দুটি সিনেমা। এগুলো হলো– ‘চবোকসাভার’। ৩২ মিনিটের এই সিনেমাটি বানিয়েছেন হাদি শরিয়তি। এ সিনেমার পর থাকছে ৮৯ মিনিটের ‘ইরান নওরোজ’। এটি পরিচালনা করেছেন সোহেল মোভাফফগ। দুপুর ১টায় দেখানো হবে ফ্রান্সের সিনেমা ‘কুমাভা: হোয়াট কামস ফ্রম, সাইলেন্স’। ১০৯ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন সারাহ মালগোলে। বেলা ৩টায় থাকছে বুরকিনা ফাসোর ‘দ্য ডেসটিনি অব এ ট্রাক ড্রাইভার’। ৭৮ মিনিটের এ সিনেমার নির্মাতা কাউসে ইসুফ। বিকেল ৫টায় দেখানো হবে রাশিয়ার ‘দ্য রেলওয়ে’। ১০৩ মিনিটের এ সিনেমা পরিচালনা করেছেন আলেক্সি ফেড্রোচেঙ্কো। রাত ৭টায় দেখানো হবে বাংলাদেশের চারটি স্বল্পর্দৈঘ্য সিনেমা। এগুলো হলো– ‘ফুলের পোশাক পোড়ান’, ‘নিষ্প্রাণ’, ‘সেনাপতি দীঘি’ এবং ত্রিরাশ। 
জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমি

সকাল সাড়ে ১০টায় দেখানো হবে রাশিয়ান সিনেমা ‘ফিলাটিলিয়া’। ১১৩ মিনিটের এ সিনেমা পরিচালনা করেছেন নাটালিয়া নাজারোভা। দুপুর ১টায় প্রদর্শিত হবে চায়নার ‘লাইফ অব লুও সাং’। ৯৫ মিনিটের এ সিনেমা নির্মাণ করেছেন ঝাং গুওডং। বেলা সাড়ে ৩টায় দেখানো হবে ইরানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আই পলিথ্রোনা স্টো পেজোড্রোমিও’ এবং ‘গ্রিস স্টপ ইট’। এরপর থাকছে ভারত ও রাশিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘উই শুড মেক মুভিস এবাউট লাভ’। ৭৪ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন রোমান মিখাইলভ। রাত ৯টায় থাকছে পাকিস্তানের ‘ইন ফ্লেমস’। ৯৮ মিনিটের এ সিনেমাটি বানিয়েছেন জারার কান। 

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা

সকাল সাড়ে ১০টায় থাকছে ইরাকের ‘দ্য লাস্ট পোস্টম্যান’। ৮৮ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন সাদ আলেসামি। দুপুর ২টা ৪০ মিনিটে থাকছে ভারতের ‘ইন দ্য বেলি অব অ্যা টাইগার’। ৯২ মিনিটের এ সিনেমার নির্মাতা জটলা সিদ্ধার্থ। বেলা সাড়ে ৪টায় থাকছে তুর্কির ‘হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়োলো’। ১০১ মিনিটের এ সিনেমার নির্মাতা মেহমেত আলী কোনার। 

সম্পর্কিত নিবন্ধ

  • টাঙ্গাইলে ৩ দিনব্যাপী পিঠা উৎসব শুরু
  • সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীদের পৌষ উৎসব উদযাপন
  • বেনু ভিটায় চন্দ্রোৎসব
  • পইলের মাছের মেলায় মানুষের ঢল
  • ঢাকা উৎসবে ‘শরতের জবা’, আরও যেসব সিনেমা দেখতে পারেন
  • ইবিতে শিবিরের ৫ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু
  • মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী মাছের মেলা
  • মেলায় ১০০ কেজির বাগাইড় মাছের দাম উঠল সাড়ে ৩ লাখ টাকা
  • ‘তোমায় আর একবার দেখার জন্য সব করতে পারি বাবা’
  • ঢাকা চলচ্চিত্র উৎসবে যে ছবিগুলো আজ দেখা যাবে