রাজবাড়ী ও কুষ্টিয়ার পরিবহনশ্রমিকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনার দুই দিন পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল ছয়টা থেকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে বাস চলাচল পুরোদমে স্বাভাবিক হয়। গত শনিবার দুপুরে এ পথে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এতে ভোগান্তিতে পড়েছিলেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

আজ সোমবার সকালে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক (লিটন) প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে রাজবাড়ী জেলার শেষ সীমানা পাংশার মাছপাড়ায় রাজবাড়ী ও কুষ্টিয়া পরিবহন মালিক গ্রুপ, মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার সকাল থেকে পুরোদমে বাস চলাচল শুরু হয়েছে। তবে বৈঠকের পর গতকাল রাত থেকে কিছু বাস চলাচল করেছে।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে রাজবাড়ী শহরের মুরগির ফার্ম এলাকায় রাজবাড়ী ও কুষ্টিয়া এই দুই জেলার পরিবহনশ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর প্রতিবাদে ওই দিন দুপুরের পর থেকে রাজবাড়ী-কুষ্টিয়া পথে বাস চলাচল বন্ধ হয়। এতে রাজবাড়ী থেকে প্রায় ৫০টি আন্তজেলা ও ৩০টি দূরপাল্লার বাস সরাসরি চলাচল বন্ধ ছিল। আন্তজেলা বাসগুলো রাজবাড়ী জেলার সীমান্তবর্তী পাংশার শিয়ালডাঙ্গা পর্যন্ত গিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। অন্যদিকে কুষ্টিয়ার বাসগুলো জেলার সীমান্তবর্তী এলাকায় এসে যাত্রী নামিয়ে দেয়। ফলে দুর্ভোগ পোহান যাত্রীরা।

রাজবাড়ীর সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গতকাল সন্ধ্যায় দুই জেলার পরিবহনশ্রমিক-মালিক নেতাদের সঙ্গে বসে সমস্যা সমাধান হওয়ার পর থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুনপরিবহনশ্রমিকদের হাতাহাতির ঘটনায় রাজবাড়ী-কুষ্টিয়ায় বাস বন্ধ, দুর্ভোগ২১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএমএল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের প্রতিনিধি দল। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমএলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি নাসিম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেজওয়ান মর্তুজা ও যুগ্ম মহাসচিব সাকিব খান।

সাক্ষাতের সময় প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে ডিসেম্বরের মধ্যে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করে। এ সময় দলটির পক্ষ থেকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ