স্পেনের ফুটবলে নতুন মৌসুম শুরু হয়ে গেছে গতকালই। তবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা মাঠে নামছে আজ। মায়োর্কার মাঠে আজ রাত ১১-৩০ মিনিটে ম্যাচ দিয়ে কাতালানরা শুরু করবে শিরোপা ধরে রাখার মিশন।

লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে—হান্সি ফ্লিকের দল গত মৌসুমে এই তিন শিরোপা জিতে ঘরোয়া ট্রেবল নিশ্চিত করলেও চ্যাম্পিয়নস লিগে বাদ পড়েছিল সেমিফাইনাল থেকে, ইন্টার মিলানের কাছে হেরে। এবার গ্রীষ্মকালীন দলবদলে হোয়ান গার্সিয়া ও মার্কাস রাশফোর্ডকে দলে নিয়ে আরও শক্তিশালী হয়েছে বার্সা। স্বাভাবিকভাবেই ক্লাবের প্রত্যাশা এবার আরও বেশি। বেশি মানে লা লিগার শিরোপা ধরে রাখা আর চ্যাম্পিয়নস লিগের সিংহাসনে আবারও আসীন হওয়া।

ফ্লিক নিজেও খুব ভালো করে জানেন, ইউরোপ-সেরার স্বীকৃতি না পেলে চূড়ান্ত বিচারে তিনি বার্সেলোনার ইতিহাসে স্রেফ অন্য একজন কোচ হিসেবেই থেকে যাবেন।

আরও পড়ুনকখনো আন্তর্জাতিক ফুটবল না খেলা বিশ্বের একমাত্র দেশের অবশেষে অভিষেক১৩ ঘণ্টা আগেএবার কারা এসেছেন

গোলকিপার হোয়ান গার্সিয়াকে বার্সা এনেছে প্রতিবেশী এসপানিওল থেকে—২ কোটি ৫০ লাখ ইউরোর রিলিজ ক্লজ শোধ করে। ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে আনা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে, এক মৌসুমের ধারে। ডেনিশ ক্লাব কোপেনহেগেন থেকে মাত্র ২০ লাখ ইউরোয় আনা হয়েছে ১৯ বছরের উইঙ্গার রুনি বার্দগজিকে। গত মৌসুমের শুরুতে জরুরি পরিস্থিতিতে আসা ভয়েচেক শেজনিও চুক্তি নবায়ন করে এবার থাকছেন বিকল্প গোলকিপার হিসেবে।

মার্ক-আন্দ্রে টের স্টেগেনের উত্তরসূরি হিসেবে বার্সেলোনা কিনেছে হোয়ান গার্সিয়াকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অরুণ আলোয় শরৎ এল 

প্রকৃতির যাত্রা আটকে রাখা যায় না। সেই চিরন্তন নিয়মের পথ ধরে বাংলার ঋতুচক্রে আবার এল শরৎ। আজ ভাদ্রের প্রথম দিন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি/ ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি।’ রূপের রানি শরতের আগমন মানেই আকাশে সাদা মেঘ আর স্তিমিত হয়ে আসা রোদের গল্প।

শরতের প্রকৃতি আসলে কেমন? অনেকেই আছেন, যাঁরা শরৎকে আলাদা করে খুঁজে পান না। তাঁদের কাছে শরৎ অদেখা ঋতু। অনুভূতিপ্রবণ প্রকৃতিসখা মানুষের কাছেও কি তাই! হয়তো নয়। আসলে বাংলার প্রকৃতি যেন নিজেই সাজিয়ে তোলে শরৎকালকে।

শরতের সকালগুলো আলাদা এক স্বাদ নিয়ে আসে—ভোরের শিশিরে ভেজা ঘাস, বাতাসে শিউলির টাটকা সুবাস আর ঘরের আঙিনায় পাতাঝরা নীরবতা। নুয়ে পড়া ধানের শিষ যেন কৃষকের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রস্তুতি নেয়।

শিউলি প্রধানত শরতের ফুল। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে তোলা

সম্পর্কিত নিবন্ধ