লিটন–মিরাজদের ছায়াসঙ্গী হয়ে থাকবেন মনোবিদ
Published: 16th, August 2025 GMT
এশিয়া কাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ দলে যোগ হয়েছেন আরও একজন বিশেষজ্ঞ কোচ। সেই বিশেষজ্ঞ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড কাল থেকেই কাজ শুরু করেছেন জাতীয় দলের সঙ্গে। ২৮ দিনের চুক্তি শেষে উড ৩ সেপ্টেম্বর চলে গেলেও মনোবিদ ডেভিড স্কটের সঙ্গে পথচলাটা লম্বাই হওয়ার কথা বাংলাদেশের। কবে আসবেন, সেই দিনক্ষণ ঠিক না হলেও আগামী মাসের এশিয়া কাপ পর্যন্ত দলের সঙ্গে থাকা চূড়ান্ত স্কটের।
বাংলাদেশ ক্রিকেট দলে মনোবিদ নতুন কোনো ঘটনা নয়। ২০০৩ সালের বিশ্বকাপের আগে প্রথমবার এসেছিলেন এক অস্ট্রেলিয়ান মনোবিদ, এরপরও নানা সময়ে কাজ করেছেন দেশি-বিদেশি কয়েকজন। তাঁদের বেশির ভাগই ছিলেন স্বল্প সময়ের জন্য।
মনোবিদ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাজ করেছেন অস্ট্রেলিয়ার ফিল জনসি। ২০১৫-এর বিশ্বকাপ থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত চারটি সিরিজে তিনি দলের সঙ্গে ছিলেন। এবার আবার স্থায়ী মনোবিদের পথে হাঁটতে যাচ্ছে বিসিবি। কিছুদিন আগে বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে কাজ করা স্কটের সঙ্গে শুধু এশিয়া কাপ নয়, আগামী এক বছরের চুক্তি নিয়েও আলোচনা শুরু হয়েছে।
জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন জুলিয়ান উড.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মন ব দ
এছাড়াও পড়ুন:
অরুণ আলোয় শরৎ এল
প্রকৃতির যাত্রা আটকে রাখা যায় না। সেই চিরন্তন নিয়মের পথ ধরে বাংলার ঋতুচক্রে আবার এল শরৎ। আজ ভাদ্রের প্রথম দিন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি/ ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি।’ রূপের রানি শরতের আগমন মানেই আকাশে সাদা মেঘ আর স্তিমিত হয়ে আসা রোদের গল্প।
শরতের প্রকৃতি আসলে কেমন? অনেকেই আছেন, যাঁরা শরৎকে আলাদা করে খুঁজে পান না। তাঁদের কাছে শরৎ অদেখা ঋতু। অনুভূতিপ্রবণ প্রকৃতিসখা মানুষের কাছেও কি তাই! হয়তো নয়। আসলে বাংলার প্রকৃতি যেন নিজেই সাজিয়ে তোলে শরৎকালকে।
শরতের সকালগুলো আলাদা এক স্বাদ নিয়ে আসে—ভোরের শিশিরে ভেজা ঘাস, বাতাসে শিউলির টাটকা সুবাস আর ঘরের আঙিনায় পাতাঝরা নীরবতা। নুয়ে পড়া ধানের শিষ যেন কৃষকের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রস্তুতি নেয়।
শিউলি প্রধানত শরতের ফুল। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে তোলা