জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার সঙ্গে সংসার ভাঙার পর দীর্ঘদিন একা জীবন পার করেছেন এই গায়ক। গত ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। বিয়ের খবর প্রকাশ্যে এনে রীতিমতো হইচই ফেলে দেন এই গায়ক।
অনেক দিন ধরেই পরস্পরকে চেনেন তাহসান খান ও রোজা আহমেদ। দুজনে পছন্দ করেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। তবে বিয়ের আনুষ্ঠানিকতা পারিবারিকভাবে সম্পন্ন করেন এই যুগল। বিয়ের পরই নবদম্পতি মধুচন্দ্রিয়ায় উড়ে যান মালদ্বীপে। সেখানে সময়টা দারুণ উপভোগ করেন। তাহসান খান শোবিজ অঙ্গনের তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব হলেও রোজা আহমেদ এই অঙ্গনের নন। যদিও মেকআপ আর্টিস্ট হিসেবে এই অঙ্গনের মানুষের সঙ্গে তার একটা যোগাযোগ রয়েছে। রোজা আহমেদ তার বর্তমান ক্যারিয়ার যে জায়গায় নিয়ে এসেছেন, তা অনেক সংগ্রামের পর সম্ভব হয়েছে।
আরো পড়ুন:
প্রিন্স মাহমুদের সুরে গাইলেন আনিসা-তাহসান
তাহসানের সঙ্গে সিঁথির ‘একা ঘর আমার’ (ভিডিও)
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন রোজা। কিন্তু তার আগে দীর্ঘ জার্নির গল্প রয়েছে রোজার। তার ভাষায়, “আমি বাবা-মায়ের প্রথম সন্তান তাই সব থেকে আদরের ছিলাম সবার। আর বাবা আমাকে সব সময় বলত, ‘আমার ছোট্ট পরিটা কইরে।’ সেই সময় বরিশাল শহরে আমাদের পরিবারের বেশ প্রভাব ছিল। ছোটবেলায় কখনো কমতি পাই নি। এর বাসায় দাওয়াত, তার বাসায় দাওয়াত আর যেতেই হবে কারণ আমাদের ছাড়া দাওয়াত অসম্পূর্ণ হবে। এমন দিন গিয়েছে দিনে ৪টা দাওয়াতেও অংশ নিয়েছি। শুধু দেখা করে আসার জন্য।”
বাবা মারা যাওয়ার পর রোজার অনেক আত্মীয়-স্বজনেরাও দূরে সরে যান। বাবার অনুপস্থিতিতে কাছের মানুষদের এমন আচরণে আবাক হন রোজা ও তার মা। এসব আচরণের কারণে অনেক কান্নাকাটি করতেন মা-মেয়ে। রোজার বাবা অনেক কিছুই রেখে গেছেন। তার দাদারও অনেক আছে কিন্তু কিছুই গোছানো ছিল না। কে জানতেন যে এত অকালে রোজার বাবা চলে যাবেন। আর রোজার দাদার সব সম্পত্তিতেই চাচা-ফুফুদের ভাগ আছে। তার মায়ের খুব অল্প বয়সেই বিয়ে হয়। পড়াশোনার সুযোগ পায়নি। এরই মাঝে রোজার জন্ম হয়। যার কারণে প্রতিবাদ করার সাহসও ছিল না তার মায়ের। অধিকার নিয়ে তার মা কথা না বলতে পারলেও প্রতিবাদ করতে শুরু করেন রোজা। ফলে, তার বাসায় আরো জটিলতা সৃষ্টি হয়। তার মধ্যে রোজাকে বিয়ে দেওয়ার চাপ দিতে থাকেন পরিবারের অন্য সদস্যরা।
রোজা স্কুলে ক্লাশের পাশাপাশি কোচিংয়েও পড়তেন। কিন্তু এক পর্যায়ে কোচিংয়ে পড়া বাদ দিয়ে টাকার জন্য টিউশন শুরু করেন রোজা। কারণ পরিবার থেকে যে টাকা দেওয়া হতো তা দিয়ে ছোট ভাইটিকেও কিছু কিনে দিতে পারতেন না। ফলে টিউশনের টাকা দিয়ে রোজা তার ভাইকে তার পছন্দমতো খাবার-পোশাক কিনে দিতেন। কয়েক মাস টিউশন করার পর খবরটি তার বাসায় জানতে পারে। এতে করে টিউশন-কোচিং উভয়ই বন্ধ করে দেন তার পরিবার।
স্কুল জীবন থেকেই সাজগোজের ব্যাপারে রোজার যেমন আগ্রহ ছিল, তেমনি দক্ষও ছিলেন তিনি। মেকআপ আর্টিস্ট হিসেবে যাত্রা শুরুর গল্প স্মরণ করে রোজা আহমেদ বলেন, “স্কুলে আমি অনেক পপুলার ছিলাম নাচের জন্য। ওহ ক্লাস থ্রিতে থাকতে নাচের জন্য আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম। আর তখন থেকেই একা একা সাজতাম আর যারা আমার সাথে নাচ করত ওদেরকেও সাজিয়ে দিতাম। আর সবাই আমার সাথে চলতে চাইত বিশেষভাবে মেয়েরা। কারণ আমি খুব ভালো সাজাতে পারি। আমার এক দূরের কাজিনের বিয়ের প্ল্যান ছিল ঢাকা থেকে আর্টিস্ট আনবে, তখন বরিশালে ফ্রিল্যান্সার আর্টিটিস্টের নামটার সাথে কেউ পরিচিত ছিল না। কিন্তু শেষ মুহূর্তে মেয়েটা ঢাকার আর্টিস্ট আনতে পারেনি। আমাকে কল দিয়ে খুব মন খারাপ করে বলল, ‘পরিবার বিয়েতে অনেক খরচ করছে, এত বড় আয়োজন। কিন্তু মেকআপের জন্য এত টাকা দিবে না আর বরিশালের কোনো পার্লারের সাজ আমার পছন্দ না, তোর সাজটা আমার খুব ভালো লাগে।’ আমি একটু চুপ থেকে বললাম, ‘আপু তোমার এত বড় বিয়ের আয়োজনে আমার কাছে সাজবা শিওর তুমি?’ বলল, ‘হ্যাঁ তোর মতো করে আমাকে সাজিয়ে দিস তাহলেই হবে।’ সেই থেকে মেকআপের প্রফেশনাল জার্নিটা শুরু।”
বউ সাজিয়ে পারিশ্রমিক নেওয়ার তথ্য উল্লেখ করে রোজা বলেন, “এরপর আপুকে সাজাতে খুব ভয় হচ্ছিল, আমি কি বিয়েতে যাব? কারণ কেমন না কেমন হয়েছে সাজ? মা জোর করে নিয়ে গেল। সবার প্রসংশা আর ফিডব্যাক পেয়ে আমি নিজেই হতভম্ব। এরপর থেকেই আপুর অনেক ফ্রেন্ড আমার কাছে সাজা শুরু করল। মাত্র ২০০০ টাকা করে নিতাম।”
মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ শুরুর পর যেসব আত্মীয়-স্বজন বিরোধিতা করেছিলেন, সুনাম ছড়ানোর পর তারাই প্রশংসা করেন। ব্রাইডের পরিমাণ বাড়তে থাকে। বরিশাল থেকে পুরো দেশে নাম ছড়িয়ে পড়ে রোজার। বাসায় অর্থনেতিকভাবে অংশগ্রহণ শুরু করেন তিনি। মজার বিষয় হলো, তার পরিবারের সবাই তাকে গর্ব করতে শুরু করেন। একেবারে সবার মধ্যমণি হয়ে যান রোজা।
যাহোক, বরিশাল থেকে ঢাকায় এসে কাজ করে ফের বরিশালে ফিরে যেতেন রোজা। সেই স্মৃতিচারণ করে তাহসানপত্নী বলেন, “ঢাকা থেকে ক্লায়েন্টের নক আসা শুরু করল। কিন্তু ঢাকাতে তো কারো বাসায় উঠব না, অন্যদিকে পরের দিন বরিশালে ৪-৫টা ক্লায়েন্ট তাই সারাদিন কাজ করে রাত ৯টায় লঞ্চে করে ঢাকা এসে সারাদিন কাজ করে আবার বরিশালে ব্যাক করি। এই যাতায়াতে করতে গিয়ে রাস্তাঘাটে কত মানুষের কথা শুনেছি, তবে আমাকে কেউ নারী বলে হেনস্তা করার সাহস পায়নি। কারণ আমার চোখ তাদের বলে দিত যে, আমি জীবনে কাউকে ছাড় দেই না, দেব না। তা বাসায় হোক আর বাহিরে হোক। ঢাকার ক্লায়েন্টের পরিমাণ বাড়ল, বাজেট বাড়ল। বিবিএ’র স্টুডেন্ট ছিলাম, কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া সব মিলিয়ে বেশ একটা কঠিন সময় যাচ্ছিল।”
বরিশাল থেকে ঢাকায় এসে স্টুডিও সেটআপ তৈরি করেন রোজা। পাশাপাশি নারীদের এ বিষয়ে প্রশিক্ষণও দিতে শুরু করেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার পূর্ব পর্যন্ত ৫ শতাধিক নারীকে দক্ষ করে তুলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তার মামা আবেদন করেছিলেন। এক পর্যায়ে ভিসা পেয়ে যান রোজা। সবকিছু বাংলাদেশে ফেলে উড়ে যান যুক্তরাষ্ট্রে। নতুন জায়গা, নতুন পরিবেশ। ফলে সেখানে গিয়েও নতুন করে সংগ্রাম শুরু করেন রোজা। নিজের কাজের প্রচার চালাতে থাকেন।
যুক্তরাষ্ট্রে যাওয়ার মাত্র ১৫ দিনের মাথায় ক্লায়েন্ট পেয়ে যান রোজা। আস্তে আস্তে ইন্ডিয়ান, পাকিস্তানি প্রবাসীরাও তার কাছে সাজা শুরু করেন। পাশাপাশি ক্লাস করাতে থাকেন। তা ছাড়াও কসমেটোলজির মাধ্যমে স্কিন, হেয়ার এবং মেকআপ রিলেটেড পড়াশোনা করেন কলেজে। এরপর গড়ে তুলেন স্টুডিও। কসমেটোলজির উপর নতুন করে আবার পড়াশোনা, লাইসেন্স নেয়া সব চ্যালেঞ্জ নতুন করে আবার ফেইস করেন রোজা। সবচেয়ে ব্যয়বহুল, কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে সাজিয়েছেন তার স্টুডিওয়ের পুরো সিস্টেম ম্যানেজমেন্ট।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর ন র জ র জন য পর ব র ক জ কর আহম দ ট উশন
এছাড়াও পড়ুন:
তাম্বুন পেরমাই থেকে বেগান সেরাই, এক দিনে ৮১ কিমি
গ্রামের ভেতরের সরু রাস্তা ধরে এগিয়ে চলেছি। রাস্তায় বাংলাদেশের পতাকা দেখে অনেক শ্রমিক ভাই আমাদের হাত উঠিয়ে শুভেচ্ছা জানাল। মুনতাসীর ভাইয়ের সাইকেলের পেছনে লাঠির মাথায় বাঁধা বাংলাদেশের পতাকা। দেশের পতাকা আর নিজের দেশের লোক অনুমান করলে এই দূর দেশে যে কোন প্রবাসীর মনে ডাক দিবে। তাদের অনেক কৌতূহল আমাদের ব্যাপারে। বাংলাদেশ থেকে কেউ এখানে সাইকেল চালাতে আসতে পারে এমন কিছু তারা ভাবতেও পারেনি!
বেলা তিনটার মধ্যে গ্যালাক্সি হোটেল পেয়ে গেলাম। বেশ পরিপাটি সুন্দর। এখন আমরা তিনজন, এক রুমে সবাই। ভোরবেলায় বের হওয়ার সুবিধাটা এখন বোঝা গেলো! গরমে বেশি ক্লান্ত হবার আগেই হোটেলে ঢুকে চিল করা যাচ্ছে। বিশ্রাম আমাদের পরদিনের রসদ যোগাবে।
যথারীতি ভোরবেলাতেই বের হলাম। প্রতিদিন বের হওয়ার সময় একটা আতঙ্কের মধ্যে কাটে। মালয়েশিয়াতে ওয়েদারের ঠিক-ঠিকানা নাই। এই ঝুম বৃষ্টি, আবার ফকফকা। আবার ভোরবেলা রাইড শুরু করতে হলে ঘুম থেকে উঠতে হয় আরো আগে। সব কিছু গুছিয়ে আবার সাইকেলে বাঁধো তারপর রওনা হও।
সকালের বেশ খানিকটা দূরত্ব অতিক্রম করে আসার পরে ‘নেবুঙ তাবাং’ নামে এক জায়গায় নাস্তার জন্য থামি। রাস্তার পাশেই খাবারের দোকান থেকে রোজ সকালে দুই পরোটা আর দুই ডিমে আমাদের প্রাতরাশ। খরচা বেশি নয়। তবে ডিম পোচটা একটু বুঝিয়ে দেওয়া লাগতো। আজকেও সেফকে বুঝিয়ে বলছিলাম, ইংরেজিতে তাদের বুঝতে কষ্ট হচ্ছিল, তখন দেখি বাঙালি এক ভাই আমাদের চিনতে পেরেছেন। সে এসে সহযোগিতা করল। তার নাম হাবিব, বাড়ি নওগাঁ। কয়েক বছর হলো এখানে কাজ করছে। কুয়ালালামপুর থেকে অনেক দূরে বাংলাদেশীরা কাজের জন্য এসেছে। সবারই ভিন্ন ভিন্ন গল্প।
দেশী মানুষের দেখা পেলাম প্রায় সব জায়গাতেই। সাইকেল চালাতে কেউ এত দূর পর্যন্ত চলে আসতে পারে তাদের মাথায় এটা ধরতেই চায় না। আর খাবারের ব্যাপারে বলতে গেলে বাংলাদেশীরা যে দেশেই যাক ভাত-মাছ মসলা দিয়ে মাংস এগুলো খোঁজে। মালয়েশিয়ান খাবারেও নানা বেচিত্র্য আছে। ঐতিহাসিক অভিবাসন, বিদেশী শক্তির উপনিবেশ স্থাপন এবং তার বৃহত্তর স্বদেশের মধ্যে এর ভৌগোলিক অবস্থানের ফলে, বর্তমান সময়ে মালয়েশিয়ার রন্ধনশৈলী মূলত মালয়, চীনা, ভারতীয়, ইন্দোনেশিয়ান, থাই, ফিলিপিনো এবং আদিবাসী বোর্নিয়ান এবং ওরাং আসলির ঐতিহ্যের মিশ্রণ, যার মধ্যে আরব, থাই, পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশ রন্ধনপ্রণালীর হালকা থেকে তীব্র প্রভাব রয়েছে। তবে মালয়েশিয়ানদের আমাদের মতো প্রধান খাদ্য হলো ভাত। বিদেশে এলাম একটু নতুন জিনিস ট্রাই করবো, এখানেও ভাত খেলে কি চলে! কিন্তু কিছুদিন পর সেই ভাতই খেতে মন চায়- কি জ্বালা!
নাস্তা শেষ করতেই ঝুম বৃষ্টি শুরু হলো। পথের পাশে আম গাছ থেকে কয়েকটা আম পেড়েছিলাম। নাস্তা করে সেগুলো লবণ দিয়ে খেতে বসলাম। বাকি পথ বৃষ্টি মাথায় নিয়েই চলতে হলো। ৪৭ কিলোমিটার চালিয়ে ‘বেগান সেরাই’তে চলে এলাম। আজকে থাকবো হোটেল কুলান ইন। মুসলিম হোটেল, খুব পরিপাটি সুন্দর। পাশেই একটা পাকিস্তানি রেস্তরাঁ- বিসত্রো জালেল। পেট ভরে ভাত মাছ মুরগি শাক-সবজি খেলাম। রাতে খেলাম সুপ। হোটেলের পেছনে একটা পেঁপে গাছ ছিল, পাখি পাকা পেঁপে খেয়ে খেয়ে বেশুমার। এরা গাছের ফল ছেড়ে না মনে হয়, আম গাছেও এত আম কেউ মনে হয় দেখেই না। একজনকে বলতেই বিশাল এক পেঁপে পেড়ে দিলো। সুইচ আর্মি নাইফটা দিয়ে কেটে কেটে খেয়ে আমরাও বেশুমার হলাম। কড়া মিষ্টি। মন তৃপ্ত হলো। সকাল থেকে বৃষ্টির পর সুন্দর রোদ উঠেছে। জামাকাপড় ধুয়ে শুকাতে দিলাম। এখন শুধু রিলাক্স।
পরদিন ভোর ৫টা ১০-এ শুরু করলাম। ভরের আলো ফোটার আগেই ১৫ কিলোমিটার চালিয়ে ফেলেছি, এরপর ২৭ কিলোমিটার পরে নাস্তার জন্য থামলাম। আজকের পথটা বেশ সুন্দর। অনেক গাছগাছালি আছে পথে। নাস্তার সময় একজন মালয় সাইক্লিস্টের সঙ্গে পরিচয় হলো, তিনি আমাদের সাইকেলের সাথে ব্যাগবোচকা দেখে বুঝতে পেরেছিলেন আমরা অনেক দূর থেকে এসেছি আর সঙ্গে বাংলাদেশের পতাকা। তারাও মালয়েশিয়াতে দল বেঁধে বিভিন্ন রুটে সাইকেল চালায়। আমাদের রুট সম্পর্কে জানতে চাইলে ম্যাপে দেখালাম। তিনি সহজ একটা রাস্তার কথা বললেন, তবে আমরা অপেক্ষাকৃত কম ট্রাফিক আছে এমন রুট বেছে নিলাম। এখানে মেইন রোডের সঙ্গে প্যারালালি গ্রামের রাস্তার মতো ছোট রাস্তা চলে গেছে। তারপর অনেক দূরে দূরে গিয়ে আবার সেই মেইন রোডের সঙ্গে মিলেছে। সুবিধা হলো সাইকেলের সঙ্গে বড় গাড়ির সংযোগ হচ্ছে না এবং গাছগাছালির ছায়া পাওয়া যাচ্ছে। মালয়েশিয়াতে পাম গাছের আধিক্য অনেক এবং মূল দেশীয় উপার্জনের একটা বড় অংশ আসে সয়াবিন ও পাম থেকে। দুই-ই তেলবীজ। তবে তেলের দাম কম বলে মনে হলো না। ১ লিটার তেলের দাম ২৪০ টাকারও বেশি। এর কোনো কারণ খুঁজে পেলাম না।
একটা সরু রাস্তায় উঠলাম একপাশে লম্বা ক্যানেল চলে গেছে, আর দুপাশে নানা ফলফলাদির গাছ। একটা কলাগাছে কলা পেকে আছে, ছিড়ে নিলাম কিছু। পেঁপে গাছে পাকা পেঁপে ঝুলে আছে নিলাম একটা। বড় বড় কাঁচা আম রাস্তার থেকে হাত দিলেই ছোঁয়া যায় তাও নিলাম। সাইকেলে এমনিতেই জিনিসপত্র বোঝাই করা, তার মধ্যে আর বেশি কিছু নেবার সুযোগ নেই। ফ্রেস জিনিস পথে বসে খাবো বলে সঙ্গে নিলাম। এখানে বাড়িঘরগুলো বেশি উঁচু না। একতলা বড়জোড় দোতলা। ভারত শ্রীলঙ্কাতে যেমন বাড়ির প্যাটার্ন হয় তেমন ধরনের বাড়ি দেখলাম এই অঞ্চলে। শহরের দিকে উঁচু দালানে ভরপুর। আরেক রাস্তায় উঠে একটা নারকেল গাছের বাগান দেখতে পেলাম। রাস্তার ধারেই সারি করে গাছ এবং মজার জিনিস হলো গাছগুলো এক মানুষ সমান। তাও আবার বোদকা বোদকা হলুদ ডাব। এমনভাবে ড্যাবড্যাব করে ডাবগুলো আমাদের দিকে চেয়ে আছে যে খুব লোভ হলো এবং জল তেষ্টাও পেলো। ততক্ষণে গগন তেঁতে উঠেছে।
চঞ্চলকে বললাম- এই দাঁড়া, চট করে ডাবের জল খেয়ে নেই। আশেপাশে এমন কাউকে দেখছিও না যার কাছে অনুমতি নিতে পারি। আবার পথে এতো বার বিরতি দিলে এই তেঁতে ওঠা আবহাওয়াতেই বেশিক্ষণ চালাতে হবে, তাই মুনতাসীর ভাইও তেমন একটা থামতে চায় না। সাইকেল সাইড করে বড়সড় একটা ডাব কান্ড থেকে মুচড়ে মুচড়ে আলাদা করলাম, এরপর কচি ডাবের গায়ে ছুরি চালিয়ে দিলাম আর ফিনকি দিয়ে ডাবের জল চোখ-মুখ ভিজিয়ে দিলো। মিষ্টি জলের স্বাদ পেলাম। চারকোনা করে কেটে একটা মুখ বানালাম এরপর ঢকঢক করে গিলে নিলাম। পরেরটা মিস ফায়ার, জল নেই। আরো কয়েকটা পেড়ে চঞ্চল আর মুনতাসিরকে দিলাম। মন ভরে উঠল। সারভাইভাল টেকনিক স্কিলও ঝালাই হলো। অন্যদিন পথের ধারে দোকানে ডাব খেয়েছিলাম ১৫ রিঙ্গিত দিয়ে, কি সুন্দর করে কেটে ডাবের পানি প্রথমে বড় সাইজের মগে নিলো, তাতে সুগার সিরাপ দিলো, আইস দিলো এবং ডাবের নরম শাঁস কুড়িয়ে সেই পানিতে ছেড়ে দিলো- কলিজা ঠান্ডা!
আরেকটা বড় রাস্তায় ওঠার পর এক এলাহী কাণ্ড দেখলাম। মটরবাইকের বহর যাচ্ছে, সামনে মালয় পুলিশের বাইকও রয়েছে বেশ কিছু। যেমন আমাদের দেশে রাজনৈতিক নেতারা কোথাও গেলে শোডাউন করে তেমন। আমরাও এমন কিছুই মনে করেছিলাম, ভিভিআইপি কেউ যাচ্ছে পেছনে মটরবাইকের বহর। স্পিড কমে হলেও ১২০ কিলোমিটার হবে। সেই বহর যাচ্ছে তো যাচ্ছেই, বিশ পঞ্চাশ একশ, দুইশো, চারশ পাঁচশ আরো বেশি হবে অনুমান করি। এ কি দেখলাম বাবা এক ঝলক! আমাদের রীতিমত পথের পাশে সাইড করে থামিয়ে দেওয়া হলো, বিপরীত পথের গাড়িগুলোকেও। পুরো রাস্তায় বাইক শুধু। কত মডেলের যে মটরবাইক এবং স্কুটি দেখলাম! ভাবলাম এতো জোরে জোরে যে চালাচ্ছে, একটা এদিক সেদিক হলে পেছনের গুলাও অক্কা পাবে নির্ঘাত। পরে লোক মুখে শুনলাম ছুটির দিনে বাইকার গ্রুপগুলো এমন দলবেঁধে লং ড্রাইভে বের হয়। পুলিশ তাদের রাস্তা খালি করার জন্য প্রটেকশন দেয়। এলাহি কারবার! সত্যিই বিদেশ বিভূঁইয়ে কত কিছু দেখার এবং জানার সৌভাগ্য হয়। এ জন্য ধর্মেও বলেছে ‘জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যাও’।
বেলা ৩টার মধ্যে আমরা হোটেল লাম সেং-এ উঠে গেলাম। এই পাড়াটা চাইনিজ অধ্যুষিত। হোটেলের উল্টা পাশে রেস্টুরেন্টে খেতে গিয়ে হলো আরেক বিপত্তি। এরা ইংরেজি কেউ বোঝে না। গুগলে ইংরেজি লিখে তার চাইনিজ তর্জমা করে আকারে ইঙ্গিতে দেখিয়ে এই বেলায় কিছু খাওয়া গেলো। সন্ধ্যায় অবশ্য অন্য এক চাইনিজ রেস্তোরাঁতে আমাদের খাবারের অর্ডার ঠিক ঠিক নিতে পেরেছিল। খাবারগুলো বেশ মজার। কালামারি ফ্রাই, কোয়েতাও সুপ, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিল্ড বিয়ার। সব মিলিয়ে আজকে ৮১ কিলোমিটার চালানো হলো।
তারা//