ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের এবারের বিপিএল যাত্রার মূল লক্ষ্য শিরোপা ধরে রাখা। তবে এ পথ মোটেও সহজ নয়। প্রতিটি ধাপে মনোযোগ দিয়ে এগোতে হবে। গ্রুপ পর্ব পেরিয়ে প্লে-অফ এবং সেখান থেকে ফাইনাল-এই ধাপে ধাপে লক্ষ্য পূরণের পরিকল্পনায় এগোচ্ছে দলটি।  

দলটির অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি মিরপুর একাডেমি মাঠে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান বরিশালের বর্তমান লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তিনি বলেন, ‘আমাদের এখনও চারটি ম্যাচ বাকি রয়েছে। আমাদের মূল লক্ষ্য এই ম্যাচগুলো জিতে পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করা।’  

তামিম ইকবালের নেতৃত্বে বরিশাল বর্তমানে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা প্লে-অফের খুব কাছাকাছি। শীর্ষ দুইয়ে থাকার সুবিধা নিয়ে নবি বলেন, ‘প্লে-অফ ফরম্যাটের কারণে সেরা দুইয়ে থাকা খুব গুরুত্বপূর্ণ। শীর্ষ দুইয়ে থাকা মানে প্লে-অফে একটি ম্যাচ জিতেই সরাসরি ফাইনালে জায়গা নিশ্চিত করা। ঠাসা সূচিতে একটি ম্যাচ কম খেলার সুযোগ যে কোনো দলের জন্য বড় স্বস্তি।’  

দলীয় কৌশলের অন্যতম প্রধান দিক হিসেবে সঠিক কম্বিনেশন খুঁজে বের করার ওপর জোর দেন নবি। তিনি বলেন, ‘প্রতিটি দলের নিজস্ব কম্বিনেশন থাকে। কেউ আসছে, কেউ যাচ্ছে। আমাদেরও লিগ পর্বের বাকি চার ম্যাচের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে বের করতে হবে এবং প্লে-অফের জন্য সেরা কম্বিনেশন গড়তে হবে। এটি দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি ম্যাচের জন্য সঠিক পরিকল্পনা করাটা আমাদের জন্য জরুরি।’  

তিনি আরও যোগ করেন, ‘এই টুর্নামেন্টে প্রতিটি খেলোয়াড়ই তাদের দেশের প্রতিনিধিত্ব করছে এবং জয়টাই সবার লক্ষ্য। আমাদেরও সেই একই প্রক্রিয়া ধরে রাখতে হবে। প্রতিটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল র জন য স

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ