ফাইনালে দুইশ’ রানের পথে ছুটছে চট্টগ্রাম
Published: 7th, February 2025 GMT
বিপিএলের ফাইনালে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। শুরুতে ব্যাটিং করছে চট্টগ্রাম কিংস। দুই ওপেনার খাজা নাফি ও পারভেজ ইমনের ব্যাটে ঝড়ো শুরু করে চট্টগ্রাম। তারা দু’জনই ফিফটি করে দলকে দুইশ’ রানের পুঁজি পাওয়ার মতো ভিত্তি এনে দিয়েছেন।
চট্টগ্রাম ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩০ রান তুলেছে। বাঁ-হাতি ওপেনার পারভেজ ইমন ৩৫ বলে ৫৫ রান করেছেন। তার সঙ্গী গ্রাহাম ক্লার্ক। খাজা নাফি ৪৪ বলে ৬৬ রান করে ফিরেছেন। সাতটি চার ও তিনটি ছক্কা মেরেছেন তিনি।
বিদেশি ক্রিকেটারের তারার মেলা বসিয়েছে ফরচুন বরিশাল। ফাইনালে ‘কাকে রেখে কাকে খেলাব’ এমন অবস্থা তামিম ইকবালের দলের। তবে ডেভিড মালান, মোহাম্মদ নবী ও কাইল মেয়ার্সের সঙ্গে পেসার মোহাম্মদ আলীকে একাদশে নিয়েছে তারা। ফাইনালের জন্য জেমি নিশামকে ডেকে আনলেও খেলায়নি।
ফাইনালের জন্য চট্টগ্রাম কোন কোন বিদেশি তারকা আনবে কিনা তা নিয়ে আলোচনা ছিল। তবে কোয়ালিফায়ারের একাদশেই আস্থা রেখেছে তারা। শুধু আলিস আল ইসলাম ইনজুরিতে পড়ায় নাইম ইসলাম একাদশে ঢুকেছেন।
বরিশালের একাদশ: তামিম ইকবাল, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, এবাদত হোসেন, মোহাম্মদ আলী।
চট্টগ্রাম কিংস: খাজা নাফি, পারভেজ ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন, হুসেইন তালাত, নাইম ইসলাম, শামীম পাটোয়ারি, আরাফাত সানি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, বিনোরা ফার্নান্দো।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত