যাঁরা বিদেশে পড়াশোনা করতে চান, তাঁদের অনেকেরই অন্যতম পছন্দের দেশ নেদারল্যান্ডস। দেশটি ইউরোপের প্রায় সব দেশের রাজধানীর সঙ্গে সংযুক্ত। জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী দেশ নেদারল্যান্ডস। দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোয়ও কাজের সুযোগ পেয়ে থাকেন। ইংরেজির ব্যাপক প্রচলন, ক্রমবর্ধমান অর্থনীতি, সহজে বসবাসের অনুমতি, কোর্স বেছে নেওয়ার স্বাধীনতা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির বৈশ্বিক মানদণ্ডের কারণেও দেশটির প্রতি আগ্রহ অনেক শিক্ষার্থীর।

বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ করে দিচ্ছে নেদারল্যান্ডস। ‘এরিক ব্লুমিঙ্ক স্কলারশিপ’ নামের এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। বাংলাদেশসহ ৬৯টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুনচীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, মিলবে বই কেনারও অর্থ, আইইএলটিসে ৭ হলে আবেদন০৭ মে ২০২৫সুযোগ–সুবিধা

সম্পূর্ণ টিউশন ফি মিলবে।

ভ্রমণ খরচ।

জীবনযাপন ব্যয় নির্বাহের খরচ।

স্বাস্থ্যবিমা।

বই কেনার জন্য অর্থ মিলবে।

আবেদনের যোগ্যতা

প্রার্থীদের একাডেমিক রেকর্ড ভালো থাকতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুনবিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর২৩ জুলাই ২০২৫

আবেদনের পদ্ধতি

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ

আগামী ১ ডিসেম্বর ২০২৫।

আবেদনের পদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুনযুক্তরাজ্যের চেভেনিং বৃত্তি, ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়তে চাইলে করুন আবেদন১০ আগস্ট ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কারিগরির ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন ও প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম পর্ব শিক্ষার্থীদের শিক্ষাক্রমের সরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদন ও শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো: রুহুল আমিনের স্বাক্ষর করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সগুলো হলো—

এসব কোর্সের মধ্যে কারিগরি বোর্ডের চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন- মেরিন ইঞ্জিনিয়ারিং, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা- ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক রয়েছে।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়—

ভর্তি পরীক্ষা ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার, সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার তারিখ ও সময়  অপরিবর্তিত থাকবে।

শিক্ষার্থীদের আবেদনের বর্ধিত নতুন তারিখ —    

১. পরিবর্তিত নতুন তারিখ ও সময়: ১৭ আগস্ট ২০২৫, রোববার  রাত ১২টা পর্যন্ত।
২. শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সময়: ২৩ আগস্ট হতে ২৮ আগস্ট, ২০২৫ পর্যন্ত।

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর–এ খণ্ডকালীন চাকরি, ৫ ঘণ্টা অফিস
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ আগস্ট ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (১৫ আগস্ট ২০২৫)
  • শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার কারিগর ছোটবেলার শিক্ষকেরা
  • ‘ভূমি জোনিং ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ, আইন চূড়ান্ত হ‌চ্ছে’
  • ডাকসু নির্বাচন: তৃতীয় দিনে মনোনয়ন ফরম নিলেন ২২ জন
  • দুলালের জাতীয় যুব পুরস্কার স্থগিত
  • আবারও রেকর্ড গড়ল বিটকয়েন, দাম ১ লাখ ২৪ হাজার ডলার
  • কারিগরির ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন ও প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি