Risingbd:
2025-11-02@13:14:50 GMT

কচুয়ায় গাড়ি চাপায় ডাকাত নিহত

Published: 7th, February 2025 GMT

কচুয়ায় গাড়ি চাপায় ডাকাত নিহত

চাঁদপুরের কচুয়ায় মালবাহী পিকআপ ছিনতাই করতে গিয়ে গাড়ির চাপায় মহসিন (৩৮) নামের এক ডাকাত সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কে শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম জানান, ভোরে শিমুলতলী এলাকায় ঢাকা থেকে আসা মালবাহী পিকআপ গাড়ি ছিনতাই করতে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করে। এসময় তারা পিকআপ চালককে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে গেলে চালক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়ি উল্টে গেলে ডাকাত সদস্য মহসিন গাড়ির নিচে চাপা পড়ে। এ ঘটনায় তার মৃত্যু হয়।

ওসি এম আবদুল হালিম বলেন, “ডাকাতদলের সদস্য মহসিন কুমিল্লা জেলার তিতাস থানার রগুনাথপুর গ্রামের বাসিন্দা। ডাকাতির সময় কচুয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। নিহত ডাকাত সদস্যের মরদেহ কচুয়া থানায় আনার পর ময়নাতদন্তের জন্যে চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরো বলেন, “পিকআপচালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রামের বাসিন্দা। তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ডাকাতির ঘটনায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”

ঢাকা/অমরেশ/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সদস য

এছাড়াও পড়ুন:

ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল

ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ