চ্যাম্পিনয়স ট্রফির প্রস্তুতিতে পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের দারুণ শুরু
Published: 8th, February 2025 GMT
এক সময় নিয়মিতই অনুষ্ঠিত হওয়া তিন জাতির টুর্নামেন্ট এখন বিলুপ্ত প্রায়। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্যই মূলত ছয় বছর পর আবার ফেরানো হয়েছে ত্রিদেশীয় সিরিজের লড়াই। লাহোরে আজ শনিবার লড়াইয়ের শুরুতেই বাজিমাত করেছেন নিউজিল্যান্ড। স্বাগতিক পাকিস্তানকে সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। প্রথম ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪৭.
টস জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের রানের চাকা শুরুতে ঘুরেছে ধীর গতিতে। ৪৫.৪ ওভারে ২৫৪ রানে ৬ উইকেট হারানোর সময়ও মনে হয়নি কিউদের রান ৩০০ ছাড়াবে। কিন্তু সব অনুমান ভুল প্রমাণ করেছেন গ্লেন ফিলিপস। তাঁর ঝোড়ো গতির ৭৪ বলে ৬ চার ও ৭ ছক্কায় করা ১০৬ রানের কল্যাণেই নিউজিল্যান্ডের রান ৫০ ওভার শেষে ৩৩০ স্পর্শ করেছে।
নিজের প্রথম সেঞ্চুরি করার পথে শেষ ৫ ওভারে মিশেল ব্রেসওয়েলকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ফিলিপস। এই ৩০ বলে দুজন মিলে করেছেন ৮৪ রান। এমনকি ফিলিপসের শেষ ৫৬ রান এসেছে মাত্র ১৯ বলে। শেষ ওভারে সেঞ্চুরি পূরণ করার পথে শাহিন শাহ আফ্রিদির এক ওভারেই ফিলিপস করেছেন ২৫ রান। অন্য প্রান্তে অপরাজিত থাকা ব্রেসওয়েল করেছেন ২৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩১ রান।
ফিলিপসের আগে ৩৯ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। দুজন মিলে গড়েন ১১২ বলে ৯৫ রানের জুটি। উইলিয়ামসন ৮৯ বলে ৫৮ আর মিচেল করেন ৮৪ বলে ৮১ রান। পাকিস্তানের হয়ে শাহিন ৩ উইকেট নিলেও ১০ ওভারে দিয়েছেন ৮৮ রান। ৪১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আবরার আহমেদ।
জবাব দিতে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন ফখর জামান। তবে তাঁকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ২০১৫ সালের পর প্রথম ওপেন করতে নামা বাবর আজম। ফিরে যান ২৩ বলে ১০ রান করে। ফখর এক প্রান্তে ঝোড়ো ব্যাটিংয়ে দলের সম্ভাবনা বাঁচিয়ে রাখলেও অন্য প্রান্তে উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। তবে দারুণ ব্যাট করতে থাকা ফখর দলীয় ১১৯ রানে ফিরে গেলে বড় ধাক্কা খায় পাকিস্তান। ৬৯ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করেন এ ওপেনার।
ফখরের বিদায়ের পর সালমান আগা (৪০) ও তায়াব তাহির (৩০) কিছুটা আশা জাগিয়েছিলেন বটে। যদিও তা মিলিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। শেষ পর্যন্ত ২৫৪ রানের বেশি আর করতে পারেনি পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট করে নিয়েছেন ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার। সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব য ট কর কর ছ ন প রথম উইক ট
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। পরিবার বলছে, পুলিশ দেখে পালাতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে পুলিশ বলছে, তারা অন্য কাজে এলাকায় গিয়েছিল, ওই কাউন্সিলরকে ধরতে যায়নি। গতকাল বুধবার দিবাগত রাতে নগরের দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই কাউন্সিলরের নাম কামাল হোসেন (৫৫)। তিনি নগরের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দাসপুকুর এলাকার বাসিন্দা। একসময় বিএনপির রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে দলে তাঁর কোনো পদ–পদবি ছিল না।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কামাল হোসেনের নামে চারটি মামলা হয়। তিনি এলাকায় থাকলেও গা ঢাকা দিয়ে থাকতেন। পরিবারের ধারণা, মামলা থাকায় পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
কামালের ছেলে সোহান শাকিল প্রথম আলোকে বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। শুনেছি রাতে তিনি মারা গেছেন।’
ওসি বলেন, রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামালকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হৃদ্রোগে তাঁর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছে।