কলকাতা বইমেলা শেষ হলো, বিক্রি ২৫ কোটি ২০ লাখ রুপির বই
Published: 9th, February 2025 GMT
আজ রোববার রাতে শেষ হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা। এবারের বইমেলায় ২৫ কোটি ২০ লাখ রুপির বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে মেলার আয়োজক সংস্থা।
এ বইমেলার উদ্বোধন হয়েছিল ২৮ জানুয়ারি। উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ছিল এই বইমেলার ৪৮তম বর্ষ। এবারের বইমেলার থিম কান্ট্রি ছিল জার্মানি।
এবারের এই বইমেলায় বাংলাদেশ যোগ না দেওয়ায় বইমেলায় আসা বাংলাভাষী বইপ্রেমিকেরা হতাশ হয়েছেন।
এবার বইমেলার সেরা বিদেশি প্যাভিলিয়ন হিসেবে পুরস্কার পেয়েছে জার্মানি আর দেশের সেরা প্যাভিলিয়নের পুরস্কার পায় আজকাল পাবলিশার্সের প্যাভিলিয়ন। বিকেলে সমাপ্তি অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বইমেলার আয়োজক সংস্থা বুক সেলার্স ও পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় প্রথম আলোকে বলেছেন, আজ রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে এই বইমেলার শেষ ঘণ্টা বাজবে। তিনি আরও বলেছেন, এই বইমেলায় এখন পর্যন্ত ২৭ লাখ বইপ্রেমী মেলা দেখেছে। আর এখন পর্যন্ত বই বিক্রি হয়েছে ২৫ কোটি ২০ লাখ রুপির।
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বই দেখছে এক শিশু.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য ৩ চিকিৎসকের
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়।
এ দিন শিশুকে চিকিৎসা প্রদানকারী তিন চিকিৎসক সাক্ষ্য দেন। তারা হলেন– মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ডা. সোহাস হালদার, নাকিবা সুলতানা এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ইসরাত জাহান। তারা সবাই শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল মর্মে সাক্ষ্য প্রদান করেন।
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে মামলার ৪ আসামিকে আদালতে হাজির করা হয়। বাদীপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল জানান, বিগত চার কার্যদিবস একটানা সাক্ষ্য গ্রহণ চলেছে। এ নিয়ে মোট ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলায় মোট ৩৭ জনের সাক্ষ্য নেওয়া হবে। আগামী রোববার মামলার তদন্ত কর্মকর্তা বাদে অন্য সব সাক্ষী সাক্ষ্য দেবেন। বুধবার আসামিপক্ষের আইনজীবী স্বাধীনভাবে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেছেন। তিনি আদালতে আসামিরা নির্দোষ বলে যুক্তি উপস্থাপন করেন। আসামিরাও নিজেদের নির্দোষ দাবি করেছেন।
বেড়াতে এসে ৬ মার্চ রাতে মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখের দ্বারা ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি। এই ধর্ষণের ঘটনা দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করে। মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে ঢাকা সিএমএইচে তাকে ভর্তি করা হয়েছিল। ১৩ মার্চ শিশুটি সেখানে মারা যায়। এ ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বড় মেয়ের শ্বশুর হিটু শেখসহ চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেন। রিমান্ডে হিটু শেখ ধর্ষণের কথা স্বীকার করেছে।