টানা দুই জয়ে ফাইনালে নিউ জিল্যান্ড
Published: 10th, February 2025 GMT
পাকিস্তানের পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড।
আজ সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ভর করে প্রোটিয়াদের তারা হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করতে নেমে ম্যাথিউ ব্রিটজকের বিশ্বরেকর্ড ১৫০ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ৩০৪ রান করে। জবাবে উইলিয়ামসনের অপরাজিত ১৩৩ ও ডেভন কনওয়ের ৯৭ রানের ইনিংসে ভর করে ৬ উইকেট ও ৮ বল হাতে রেখে জয় পায় কিউইরা।
রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫০ তোলেন উইল ইয়াং ও কনওয়ে। দলীয় এই রানে ইয়াং ফিরেন ১৯ করে। সেখান থেকে উইলিয়ামসন ও কনওয়ে মিলে ১৫৫ বলে ১৮৭ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। কনওয়ে ও উইলিয়ামসন দুজনেই এগিয়ে চলছিলেন সেঞ্চুরির দিকে। ২৩৭ রানের মাথায় কনওয়ে সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে আউট হন। ৯টি চার ও ১ ছক্কায় ৯৭ রানের ইনিংস খেলে যান তিনি।
আরো পড়ুন:
অভিষেকে ১৫০ করে ব্রিটজকের বিশ্বরেকর্ড
ব্যথা পেয়ে অনুশীলন ছাড়লেন সৌম্য
নতুন ব্যাটসম্যান ড্যারিল মিচেল ১০ রানের বেশি করতে পারেননি। এরপর টম ল্যাথাম ফিরেন গোল্ডেন ডাক মেরে। তবে সরানো যায়নি উইলিয়ামসনকে। তিনি ১১৩ বলে ১৩টি চার ও ২ ছক্কায় অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ১টি চার ও ১ ছক্কায় অপরাজিত ২৮ রান করেন গ্লেন ফিলিপস।
বল হাতে দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুসামি ৮.
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন র ইন উইক ট
এছাড়াও পড়ুন:
চেন্নাইয়ের বিদায়, অবসরের ইঙ্গিত দিলেন ধোনি!
আইপিএল ২০২৫-এর প্লে-অফে জায়গা হলো না চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরে এবারের আসর থেকে ছিটকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ শেষ হওয়ার পর শুধু চেন্নাইয়ের বিদায়ই নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। শুরু হয়েছে জোর গুঞ্জন—এটাই কি তার শেষ আইপিএল?
ম্যাচ শুরুর আগেই টসের সময় ধোনিকে ঘিরে তৈরি হয় রহস্য। ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সরাসরি প্রশ্ন ছিল, ধোনি কি আগামী মৌসুমেও আইপিএলে দেখা যাবে? জবাবে হেসে ধোনি বলেন, ‘আমি তো জানি না পরের ম্যাচেই খেলব কি না।’ এই মন্তব্যেই ধোনির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। যদিও ম্যাচ শেষে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি ধোনি। তাকেও সে ব্যাপারে আর প্রশ্ন করেননি সঞ্চালক।
ধোনির মন্তব্যে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘ধোনি একজন চিরস্মরণীয় কিংবদন্তি। তার আর কিছু প্রমাণের নেই। সম্ভবত এবার সরে দাঁড়ানোর সময় এসেছে। যদিও ভক্তদের জন্য তা কষ্টদায়ক হবে।’
চেন্নাই প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে। স্যাম কারানের ৮৮ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে কেউই তেমন জ্বলে উঠতে পারেননি। শেষ দিকে যুজবেন্দ্র চাহালের হ্যাটট্রিকে মাত্র ৪ বল বাকি থাকতে গুটিয়ে যায় ইনিংস। চাহাল ৪ উইকেট নেন, জানসেন ও আর্শদীপ নেন ২টি করে।
জবাবে পাঞ্জাবের হয়ে ঝড়ো সূচনা এনে দেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং। প্রভসিমরান খেলেন ৩৬ বলে ৫৪ রানের দারুণ ইনিংস। এরপর শ্রেয়াস আইয়ারের ৭২ রানের অনবদ্য ইনিংস এবং শশাঙ্ক সিংয়ের শেষের ২৩ রানের ক্যামিওতে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাঞ্জাব। এই জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।