পাকিস্তানের পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড।

আজ সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ভর করে প্রোটিয়াদের তারা হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করতে নেমে ম্যাথিউ ব্রিটজকের বিশ্বরেকর্ড ১৫০ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ৩০৪ রান করে। জবাবে উইলিয়ামসনের অপরাজিত ১৩৩ ও ডেভন কনওয়ের ৯৭ রানের ইনিংসে ভর করে ৬ উইকেট ও ৮ বল হাতে রেখে জয় পায় কিউইরা।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫০ তোলেন উইল ইয়াং ও কনওয়ে। দলীয় এই রানে ইয়াং ফিরেন ১৯ করে। সেখান থেকে উইলিয়ামসন ও কনওয়ে মিলে ১৫৫ বলে ১৮৭ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। কনওয়ে ও উইলিয়ামসন দুজনেই এগিয়ে চলছিলেন সেঞ্চুরির দিকে। ২৩৭ রানের মাথায় কনওয়ে সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে আউট হন। ৯টি চার ও ১ ছক্কায় ৯৭ রানের ইনিংস খেলে যান তিনি।

আরো পড়ুন:

অভিষেকে ১৫০ করে ব্রিটজকের বিশ্বরেকর্ড

ব্যথা পেয়ে অনুশীলন ছাড়লেন সৌম্য 

নতুন ব্যাটসম্যান ড্যারিল মিচেল ১০ রানের বেশি করতে পারেননি। এরপর টম ল্যাথাম ফিরেন গোল্ডেন ডাক মেরে। তবে সরানো যায়নি উইলিয়ামসনকে। তিনি ১১৩ বলে ১৩টি চার ও ২ ছক্কায় অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ১টি চার ও ১ ছক্কায় অপরাজিত ২৮ রান করেন গ্লেন ফিলিপস।

বল হাতে দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুসামি ৮.

৪ ওভারে ১ মেডেনসহ ৫০ রান দিয়ে ২টি উইকেট নেন। জুনিয়র ডালা ৮ ওভারে ৪৭ রান দিয়ে ১টি উইকেট নেন।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন র ইন উইক ট

এছাড়াও পড়ুন:

নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই ইংল্যান্ড, গড়ল বিব্রতকর রেকর্ডও

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে শেষ ওয়ানডেতেও হারল ইংল্যান্ড। ওয়েলিংটনে আজ আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে ২২৩ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল ইংল্যান্ড।

শেষ পর্যন্ত দুই কিউই পেসার জাকারি ফোকস ও ব্লেয়ার টিকনারের ব্যাটে ২ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এই জয়ে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই (৩–০) করল নিউজিল্যান্ড। ওয়ানডেতে এ নিয়ে ইংল্যান্ডকে দ্বিতীয়বার ধবলধোলাই করল কিউইরা। প্রথম ধবলধোলাই করেছিল ১৯৮৪ সালে।

হারের এই ম্যাচে বিব্রতকর এক রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। এই সিরিজে তিন ম্যাচ মিলিয়ে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যান মিলে মাত্র ৮৪ রান করেছেন। পুরুষদের ওয়ানডে সিরিজে বা টুর্নামেন্টে (যেখানে অন্তত তিনটি ইনিংসে ব্যাটিং করেছে) কোনো দলের প্রথম চার ব্যাটসম্যানের এটাই সর্বনিম্ন রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৯৮৮ এশিয়া কাপে, বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান মিলে করেছিলেন ৮৯ রান।

তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ভালো শুরু পেয়েছিল। ১২.৫ ওভারে ৭৮ রানের জুটি গড়েন দুই ওপেনার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। দুর্ভাগ্যজনকভাবে কনওয়ে ৩৪ রানে রানআউট হলে জুটিটি ভাঙে। রবীন্দ্রর শট বোলার জেমি ওভারটনের হাতে লেগে নন স্ট্রাইকের স্টাম্পে লাগে। তখন কনওয়ে ছিলেন ক্রিজের বাইরে। একইভাবে আউট হয়েছেন টম ল্যাথামও। দুটি রানআউট এবং ওভারটন ও স্যাম কারেনের দারুণ বোলিংয়ে একটা সময়ে ম্যাচে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড।

আরও পড়ুনরেকর্ড গড়া বাবরের রান পাকিস্তানের জয়ে কাজে লাগে না—কথাটি কতটুকু সত্য৩ ঘণ্টা আগে

নিউজিল্যান্ডের ১৯৬ রানে ৮ উইকেট তুলে নিয়েছিল ইংল্যান্ড। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ড্যারিল মিচেল আউট হলে ম্যাচ ইংল্যান্ডের দিকেই হেলে পড়ে। তবে নবম উইকেটে দুই পেসার ফোকস ও টিকনারের ৩৭ বলে অবিচ্ছিন্ন ৩০ রানের জুটিতে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডই জয় পায়। ২টি করে উইকেট নেন ওভারটন ও কারেন।

শেষ ম্যাচে নিউজিল্যান্ড জিতল ২ উইকেটে

সম্পর্কিত নিবন্ধ

  • নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই ইংল্যান্ড, গড়ল বিব্রতকর রেকর্ডও