বিএনপি নেতার ইটভাটায় অভিযান, দুই ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ
Published: 12th, February 2025 GMT
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে নেমে বাধার মুখে পড়েছে প্রশাসন। সেখানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ দুই ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বুকশুলা এলাকায় এমজেএ ব্রিকস-২-এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, ইটভাটার মালিক জেলা বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান। অভিযান চলাকালে তিনি বৈধ কাগজপত্র দেখাতে না পারলেও রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এস এম শাফায়াত আখতার নুর, রাকিবুল ইসলাম এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক গোলাম আসিফ রহমান।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার কালীগঞ্জে অভিযান পরিচালিত হয়। এ সময় একটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দ্বিতীয় অভিযানে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের এমজেএ ব্রিকস-২-এ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে নেতার লোকজন ভ্রাম্যমাণ আদালতকে গালাগাল করেন। এক পর্যায়ে পরিবেশ কর্মকর্তা ও দুই ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জের ইউএনও সিফাত আনোয়ার তুমপা বলেন, সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধের অভিযান চলছে। এর ধারাবাহিকতায় উপজেলায় ইটভাটায় অভিযান পরিচালনা করে জরিমানাও করা হয়েছে। এমজেএ ব্রিকস-২-এর শুরু থেকে কোনো বৈধ কাগজপত্র নেই। সেখানে অভিযানে গেলে প্রথমে বাধা দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের অবরুদ্ধ করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে এমজেএ ব্রিকস-২-এর মালিক উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ অবর দ ধ উপজ ল ব এনপ ইটভ ট
এছাড়াও পড়ুন:
‘বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার পাবে সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণ’
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘‘বিশ্বব্যাংকের সহায়তায় বেশ কয়েকটি বন্দর করা হয়েছে। পরবর্তীতে যদি বিশ্বব্যাংকের কোনো প্রকল্প থাকে—তাহলে এ বন্দর সম্প্রসারণের সুবিধা হবে।’’
শুক্রবার (১ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের স্থানীয় প্রশাসন, কাস্টমস ও ট্রেড ইউনিয়নের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা তিনি।
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘‘সোনামসজিদ স্থলবন্দরের সমস্যাগুলো দেখার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকে বলেছি। এর মধ্যে, আড়াই থেকে তিন কিলোমিটারের একটি রাস্তার প্লানের জন্য বলা হয়েছে। আর বন্দরের ইয়ার্ড তৈরির জন্য আমারা কিছু খাস এবং কিছু ব্যক্তি মালিকাধীন জমি দেখেছি। এগুলো নিয়ে একটি প্লান তৈরি করে পাঠালে আমরা বুঝতে পারব, কতখানি জমি আছে; আর কতখানি জমি লাগবে এবং জমি নিতে আমাদের কতটুকু বাজেটের ব্যবস্থা করতে হবে।’’
আরো পড়ুন:
সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে আরো জনশক্তি নেওয়ার আহ্বান নৌপরিবহন উপদেষ্টার
বিআইডব্লিউটিসির সব নৌযান ধূমপানমুক্ত করার ঘোষণা
তিনি আরো বলেন, ‘‘সোনামসজিদ স্থলবন্দর অনেক গুরুত্বপূর্ণ ও পুরাতন বন্দর। ভবিষ্যতে এই বন্দর লিংকআপ হতে পারে। সে কারণে বন্দরটি আরেকটু সম্প্রসারণ করা দরকার।’’
ঢাকা/শিয়াম/রাজীব