নিউ জিল্যান্ডের জন্য দুঃসংবাদ, ছিটকে গেলেন বেন সিয়ার্স
Published: 14th, February 2025 GMT
নিউ জিল্যান্ডের তারকা পেসার বেন সিয়ার্স ছিটকে গেছেন চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে জ্যাকব ডাফিকে।
করাচিতে ত্রিদেশীয় সিরিজে অনুশীলনের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন সিয়ার্স। সেটা থেকে সেরে উঠতে তার কমপক্ষে দুই সপ্তাহ লাগবে। সেক্ষেত্রে তিনি গ্রুপপর্বের শেষ ম্যাচ অর্থাৎ ভারতের বিপক্ষে খেলতে পারবেন। কিন্তু সেটা নিয়ে ঝঁকি নিতে চায়নি নিউ জিল্যান্ড। তাই তাকে দল থেকে সরিয়ে ডাফিকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
তবে সিয়ার্স ইনজুরিতে পড়ায় বেশ হতাশ হয়েছেন প্রধান কোচ গ্যারি স্টিড, ‘‘বেন সিয়ার্সের জন্য আমাদের সবার খুব খারাপ লাগছে। শেষ মুহূর্তে এসে কোনো বড় একটি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া সব সময়ই কঠিন। তার ওপর এটা হতে যাচ্ছিল তার জন্য প্রথম কোনো আইসিসি ইভেন্ট। সে দারুণ সম্ভাবনাময় একজন খেলোয়াড়।’’
আরো পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফি: ৮ দলের মধ্যে অষ্টম হলেও বাংলাদেশ পাবে সাড়ে ৩ কোটি
সর্বনিম্ন রানের লজ্জায় ডুবে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া
ডাফি ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তিনি এর আগে নিউ জিল্যান্ডের হয়ে ওয়ানডেতে ২৫.
নিউ জিল্যান্ড দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুরকে, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং ও জ্যাকব ডাফি।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫