নিশিযাপনের জায়গা হিসেবে ব্যাংককের পরিচিতি আছে। সে দেশে নাইট ক্লাব, রেস্তোরাঁ, ক্যাসিনো, পানশালা, স্ট্রিপের জমাটি আসর বসে রাত গড়ালে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য তৈরি বিশেষ পানশালা স্ট্রিপ ক্লাব। অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়ে একবার ব্যাংককের এমনই এক স্ট্রিপ ক্লাবে হাজির হয়েছিলেন অ্যাকশন-থ্রিলার ‘এক আজনবি’ ছবির পরিচালক অপূর্ব লাখিয়া। সম্প্রতি ফ্রাইডে টকিজকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন তিনি। ২০০৫ সালে মুক্তি পেয়েছিল এই ছবি।

পরিচালক জানিয়েছেন, অমিতাভ অনিদ্রার রোগী, রাতে ঘুমোতে পারেন না। সে কারণেই প্রতি রাতে একটি সিনেমা দেখার পরিকল্পনা করতেন অভিনেতা। তবে একদিন ‘বিগ বি’ তাঁকে ব্যাংকক ঘুরিয়ে দেখাতে বলেন। অপূর্ব বলেন, ‘আমি বললাম, “স্যার, এটা পাটপং, এখানে লাইভ শো আছে; আমি যদি আপনাকে নিয়ে যাই, তাহলে গোল বেধে যাবে।” তিনি বললেন, “না, আমরা যাব।” তাই আমি বললাম, চলুন যাই।’

‘এক আজনবি’ সিনেমায় অমিতাভ বচ্চন। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অসুখবিসুখে কষ্ট পেয়ে, বিছানায় পড়ে বাঁচতে চাই না: ববিতা

জন্মদিনে দেশে নেই দেশবরেণ্য অভিনয়শিল্পী ববিতা। তিনি এখন আছেন কানাডায়, একমাত্র ছেলে অনিকের কাছে। চলতি মাসের প্রথম সপ্তাহে ছেলের কাছে উড়াল দিয়েছেন ববিতা। থাকবেন আগামী নভেম্বর পর্যন্ত। এরপর দেশবরেণ্যে এই অভিনয়শিল্পীর ঢাকায় ফেরার কথা। আজ বুধবার কানাডার স্থানীয় সময় সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে কথা প্রসঙ্গে জানালেন ববিতা।

আজ ৩০ জুলাই ববিতার জন্মদিন। কয়েক বছর ধরে এই দিনে ঢাকায় থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গুলশানের বাসায় গান শোনা, আড্ডা দেওয়া, খাওয়াদাওয়া হয়। এর বাইরে পরিচিতজনেরা শুভেচ্ছা জানান। এবার ওসব নেই, যেহেতু কানাডায় আছেন তিনি। ববিতা প্রথম আলোকে জানান, জন্মদিন নিয়ে সেভাবে কোনো ধরনের পরিকল্পনা নেই। কখনো এটা থাকেও না। বললেন, ‘আমার ছেলের আজকে অফিস আছে। বিকেল পাঁচটায় ওর অফিস শেষ হবে। এরপর মা–ছেলে দুজন মিলে ঘুরতে যাব। ছবি তুলব। রাতের খাবার খাব। কেক কাটব। তারপর দুজন মিলে বাসায় ফিরব। ছেলের কাছে আছি, এটাই সবচেয়ে বেশি ভালো লাগার।’

ফরিদা আক্তার ববিতা

সম্পর্কিত নিবন্ধ

  • সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত
  • গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার
  • এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের বয়স শনাক্ত করবে গুগল
  • ওয়েস্ট ইন্ডিজকে আবারও হতাশায় ডুবিয়ে এগিয়ে গেল পাকিস্তান
  • জুলাই অভ্যুত্থানের সময় ভিপিএনও বন্ধ করে দেওয়া হয়েছিল
  • রূপ নয়, সাহস দিয়ে জয় করা এক নায়িকা
  • টানা দুই জয়ের পর এবার হার বাংলাদেশের যুবাদের
  • ভারতের অর্থনীতি মৃত, ট্রাম্প ঠিকই বলেছেন: রাহুল
  • হেনরির ৬ উইকেটের পর দুই ওপেনারে নিউজিল্যান্ডের দিন
  • অসুখবিসুখে কষ্ট পেয়ে, বিছানায় পড়ে বাঁচতে চাই না: ববিতা