ব্যাংককে প্রাপ্তবয়স্কদের ক্লাবে গিয়েছিলেন অমিতাভ, এরপর...
Published: 16th, February 2025 GMT
নিশিযাপনের জায়গা হিসেবে ব্যাংককের পরিচিতি আছে। সে দেশে নাইট ক্লাব, রেস্তোরাঁ, ক্যাসিনো, পানশালা, স্ট্রিপের জমাটি আসর বসে রাত গড়ালে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য তৈরি বিশেষ পানশালা স্ট্রিপ ক্লাব। অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়ে একবার ব্যাংককের এমনই এক স্ট্রিপ ক্লাবে হাজির হয়েছিলেন অ্যাকশন-থ্রিলার ‘এক আজনবি’ ছবির পরিচালক অপূর্ব লাখিয়া। সম্প্রতি ফ্রাইডে টকিজকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন তিনি। ২০০৫ সালে মুক্তি পেয়েছিল এই ছবি।
পরিচালক জানিয়েছেন, অমিতাভ অনিদ্রার রোগী, রাতে ঘুমোতে পারেন না। সে কারণেই প্রতি রাতে একটি সিনেমা দেখার পরিকল্পনা করতেন অভিনেতা। তবে একদিন ‘বিগ বি’ তাঁকে ব্যাংকক ঘুরিয়ে দেখাতে বলেন। অপূর্ব বলেন, ‘আমি বললাম, “স্যার, এটা পাটপং, এখানে লাইভ শো আছে; আমি যদি আপনাকে নিয়ে যাই, তাহলে গোল বেধে যাবে।” তিনি বললেন, “না, আমরা যাব।” তাই আমি বললাম, চলুন যাই।’
‘এক আজনবি’ সিনেমায় অমিতাভ বচ্চন। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভাড়া বাসায় একা থাকতেন বৃদ্ধা, তার অর্ধগলিত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ কবরস্থান পাড়ায় বাসা থেকে গুলশান আরা চমন (৬৫) নামে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি ঝিনাইদহের শৈলকুপার উপজেলার দামুদহ গ্রামের মৃত আবুক কাশেমের স্ত্রী।
আজ সোমবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার
গাজীপুরে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, নদীতে মিলল লাশ
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, শয়ন কক্ষের মেঝে থেকে গুলশান আরা চমনের লাশ উদ্ধার করা হয়। ঘরের ভেতর থেকে দরজা লাগনো ছিল। চমন হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বাড়ির মালিকের স্ত্রী রেহেনা খাতুন বলেন, ‘‘দীর্ঘ সাত বছর বাসা ভাড়া নিয়ে চমন একাই বসবাস করছিলেন। তিন মাস আগে তিনি স্ট্রোক করলে তাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে পরামর্শ দেওয়া, ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে। যেন প্রয়োজনে সাহায্য করতে যায়। কিন্তু উনি দরজা দিয়ে ঘুমাতেন।’’
বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তিনি পুলিশে খবর দেন।
গুলশান আরা চমনের ছোট বোন খুশি বলেন, ‘‘গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চমনকে সঙ্গে নিয়ে বাজার করে তাকে বাড়ি রেখে যাই। এরপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি।’’
ঢাকা/মামুন/বকুল