রাজধানীর মিরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
Published: 17th, February 2025 GMT
রাজধানী মিরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর ২ নম্বর সনি সিনেমা হল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নাহিদ কামাল (৩০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এ ঘটনায় সামান্য আহত হয়েছেন মোটরসাইকেলের পেছনে বসা তাঁর বন্ধু কাজী ফেরদৌস (৩১)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, এক বন্ধুসহ মোটরসাইকেলে করে মিরপুর ২ থেকে মিরপুর ১-এ যাচ্ছিলেন নাহিদ। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রাত একটার দিকে তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে মারা যান তিনি।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো.
পারিবারিক সূত্র জানায়, নাহিদের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার মুন্সিনগর গ্রামে। তিনি মিরপুরের দারুসসালামের লালকুঠি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
গাড়িচাপায় নারী নিহত
আজ সোমবার ভোরে রাজধানীর মগবাজার এলাকার ইনসাফ হাসপাতালের পাশে উড়ালসড়কের ওপর অজ্ঞাত গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।
হাতিরঝিল থানার এসআই আসাদুজ্জামান ভোর সাড়ে পাঁচটায় অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহটি উদ্ধার করেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন বলে পুলিশ জানতে পেরেছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ব র
এছাড়াও পড়ুন:
সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত
রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে একটি মোটরসাইকেল। এ ঘটনায় মোটরসাইকেলটির আরোহী কিশোর নিহত ও চালক আহত হয়েছেন।
রবিবার (২ নভেম্বর) সকালে রাজবাড়ী ফয়ার সার্ভিস অফিসের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, বাবা-মেয়ে নিহত
সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫
মারা যাওয়া কিশোরের নাম রিয়াদ আলী শেখ (১৪)। সে সদর উপজেলার দদশি ইউনিয়নের বড়দোয়াল গ্রামের রহমত আলী শেখের ছেলে। আহত রওনক সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের সব-স্টেশন কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “দ্রুত গতির মোটরসাইকেলটি আজ সকাল ৯টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। আমরা ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”
স্থানীয়দের বরাতে আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, রিয়াদ ও রওনক সকালে মোটরসাইকেল যোগে রাজবাড়ী বাজারে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস অফিসের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা দেয়। ফলে তারা আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/রবিউল/মাসুদ