কারও অজান্তে কিংবা ঘটনাক্রমে কিছু ঘটলে অনাকাঙ্ক্ষিত ভুল বলে চালিয়ে দেওয়া যায়। কিন্তু আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচের পর ম্যাচ যা হচ্ছে, সেগুলোকে অনাকাঙ্ক্ষিত ভুল বলা হবে কি না, প্রশ্ন উঠেছে তা নিয়েই। টুর্নামেন্টের একেকটা ম্যাচ যে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে।

দুবাইয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত ম্যাচ সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির লোগো থেকে আয়োজক পাকিস্তানের নাম উধাও হয়ে যায়। এ ভুলকে আইসিসি বলেছে ‘কারিগরি ত্রুটি’।

লাহোরে গতকাল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে ঘটেছে আরেক কাণ্ড। অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে কয়েক সেকেন্ড বাজানো হয়েছে ভারতের জাতীয় সংগীত। এ ঘটনায় আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার পরিবর্তে ভারতের জাতীয় সংগীত বেজে ওঠার ২-৩ সেকেন্ড পরেই তা বন্ধ করা হয়। এরপর বাজানো হয় অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত। অনেকে ভাবতে পারেন, চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক যেহেতু পাকিস্তান, তাই প্লে–লিস্টে জাতীয় সংগীত রাখা ও বাজানোর দায়িত্বও পিসিবির।

আরও পড়ুনপাকিস্তানের মাঠে ভারতের পতাকা না থাকার ব্যাখ্যা দিল পিসিবি১৮ ফেব্রুয়ারি ২০২৫

কিন্তু পিসিবির এক কর্মকর্তা ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, বৈশ্বিক ইভেন্ট হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া দলগুলোর জাতীয় সংগীতের প্লে–লিস্ট আইসিসিই বানিয়েছে এবং ম্যাচের আগে তা বাজানোর দায়িত্ব আইসিসির নিয়োগ করা ব্যক্তিকেই দেওয়া হয়েছে।

ক্রিকইনফো আরও জানিয়েছে, অস্ট্রেলিয়ার পরিবর্তে ভারতের জাতীয় সংগীত বেজে ওঠায় পিসিবি অসন্তুষ্ট এবং এর জন্য তারা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকেই দায়ী করেছে। লাহোরের ম্যাচের প্লে–লিস্টে ভারতের জাতীয় সংগীত রাখা নিয়েও তারা প্রশ্ন তুলেছে।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দলের জাতীয় সংগীত গাওয়ার মুহূর্ত। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইস স

এছাড়াও পড়ুন:

ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানি জার্সি নিয়ে বিতর্ক: খাজার প্রশ্ন, জার্সি ঢাকতে বলাটা কি বৈধ

সর্বশেষ ৬ বছরে অস্ট্রেলিয়ার জার্সিতে শুধু টেস্ট খেলারই সুযোগ পেয়েছেন উসমান। এই তথ্যে খাজার ব্যাটিংকে রক্ষণাত্মক মনে হতে পারে, তবে চিন্তা-ভাবনায় অস্ট্রেলিয়ান ওপেনার বেশ প্রতিবাদী। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চলাকালীন ফিলিস্তিনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় চাকরি হারান অস্ট্রেলিয়ার রেডিও স্টেশন এসইএনের সাংবাদিক পিটার লালোর। এর প্রতিবাদে খাজা  গত মাসে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরেরর সময় সেই সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেননি। শুধু কী তা–ই, লালোর চাকরি হারানোর পর পাকিস্তানি বংশোদ্ভূত খাজা তাঁর সমর্থনে ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন। এবার খাজা প্রতিবাদী হয়ে উঠলেন ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে বিতর্কিত এক ঘটনায়।

ইংল্যান্ড-ভারত সিরিজে ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্ট গত রোববার ড্র হয়। এই ম্যাচের কোন দিন ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত করতে পারেনি ইএসপিএনক্রিকইনফো, তবে ক্রিকেটবিষয়ক এই ওয়েব পোর্টাল গতকাল জানায়, গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরে এসেছিলেন এক দর্শক। মাঠের নিরাপত্তাকর্মী তাঁকে জার্সিটি ঢেকে ফেলতে বলেন। সেটি না করে স্টেডিয়াম ছেড়ে চলে যান সেই সমর্থক। এ ঘটনায় তদন্তে নেমেছে কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ার। ওল্ড ট্র্যাফোর্ড ল্যাঙ্কাশায়ারের ঘরের মাঠ।

পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সেই দর্শকের নাম ফারুক নজর। গালফ নিউজ জানিয়েছে, ধর্মীয় একটি টিভি চ্যানেলে সাংবাদিক তিনি। সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানের সবুজ জার্সি পরে ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে গিয়েছিলেন ফারুক নজর। শুরুতে মাঠের নিরাপত্তারক্ষীদের এক সদস্য ফারুককে জার্সি ঢেকে রাখার অনুরোধ করেন, ‘আমাকে কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে, আপনি যদি ওই শার্টটা ঢেকে রাখতে পারেন, ভালো হয়।’ পরে আরেকজন স্টুয়ার্ড এসে বলেন, ‘জার্সিটা “জাতীয়তাবাদী” হিসেবে বিবেচিত হতে পারে।’

জার্সি ঢেকে ফেলার নির্দেশ পাওয়ার প্রমাণ রাখতে ফারুক এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, জার্সি ঢাকার নির্দেশ পাওয়ার পর ফারুক নজর পাল্টা বলেন, ‘আপনারা কি লিখিত নির্দেশ দেখাতে পারেন? অর্থ খরচ করে টিকিট কিনেছি। এটা মেনে নিতে হলে আমার লিখিত (আদেশ) প্রয়োজন।’

আরও পড়ুনওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানি জার্সি পরা নিয়ে বিতর্ক, তদন্তে ল্যাঙ্কাশায়ার২৮ জুলাই ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের জার্সি ঢাকার এই আদেশের ভিডিও ভাইরাল হতে দেরি হয়নি। খাজা সেই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে খাজা ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবের নাম একপাশে রেখে বড় করে লেখেন, ‘এটা বৈধ হতে পারে না...?’

ওল্ড ট্রাফোর্ডে দর্শকের কমতি ছিল না

সম্পর্কিত নিবন্ধ

  • ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানি জার্সি নিয়ে বিতর্ক: খাজার প্রশ্ন, জার্সি ঢাকতে বলাটা কি বৈধ