বাবরকে ‘জোচ্চর’ বললেন শোয়েব আখতার
Published: 24th, February 2025 GMT
নিউ জিল্যান্ডের পরে ভারতের কাছেও হার মেনেছে পাকিস্তান। টানা দুই হারে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আয়োজকরা। আর সে কারণে ঘরে-বাইরে তুমুল সমালোচনার শিকার হচ্ছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরা।
গতকাল রোববার হাইভোল্টেজ ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হার মানে পাকিস্তান। এই ম্যাচের হারের দায়ের বড় অংশ বর্তাচ্ছে তারকা ব্যাটসম্যান বাবর আজমের ওপর। যিনি ২৬ বলে ২৪ রান করে আউট হন দৃষ্টিকটুভাবে।
এরপর থেকে সাবেক ক্রিকেটাররা বাবর আজমের সমালোচনায় সরব। বিশেষ করে শোয়েব আখতার। সাবেক এই তারকা পেসার বাবরকে জোচ্চর বলতেও দ্বিধাবোধ করেননি।
আরো পড়ুন:
ফারজানার ব্যাটে প্রথম সেঞ্চুরি
সেরা বোলিং ফিগারে ২৭ বছরের রেকর্ড ভাঙলেন ব্রেসওয়েল
‘‘আসুন বিরাট কোহলিকের দিকে নজর দেওয়া যাক। কোহলির হিরো কে? শচীন টেন্ডুলকার। যার সেঞ্চুরির সংখ্যা ১০০। এখন কোহলি তার সেই ১০০ সেঞ্চুরি তাড়া করছে। শচীনের লিগ্যাসি তাড়া করছে।’’
‘‘বাবর আজমের হিরো কে? টুক টুক (নির্দিষ্ট করে কারও নাম বলেননি)। তুমি ভুল হিরোকে বেছে নিয়েছ। তোমার চিন্তার প্রক্রিয়াটা ভুল। তুমি শুরু থেকেই একজন জোচ্চর। তুমি শুরু থেকেই ধরা খেয়েছ। আর সেটা এবার চ্যাম্পিয়নস ট্রফিতে পরিস্কার হয়ে গেল।’’
শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। তারা দুই ম্যাচ হেরে ইতোমধ্যে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে। টানা দুটি করে জয় তুলে নিয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউ জিল্যান্ড।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট