নিউ জিল্যান্ডের পরে ভারতের কাছেও হার মেনেছে পাকিস্তান। টানা দুই হারে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আয়োজকরা। আর সে কারণে ঘরে-বাইরে তুমুল সমালোচনার শিকার হচ্ছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরা।

গতকাল রোববার হাইভোল্টেজ ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হার মানে পাকিস্তান। এই ম্যাচের হারের দায়ের বড় অংশ বর্তাচ্ছে তারকা ব্যাটসম্যান বাবর আজমের ওপর। যিনি ২৬ বলে ২৪ রান করে আউট হন দৃষ্টিকটুভাবে।

এরপর থেকে সাবেক ক্রিকেটাররা বাবর আজমের সমালোচনায় সরব। বিশেষ করে শোয়েব আখতার। সাবেক এই তারকা পেসার বাবরকে জোচ্চর বলতেও দ্বিধাবোধ করেননি।

আরো পড়ুন:

ফারজানার ব্যাটে প্রথম সেঞ্চুরি

সেরা বোলিং ফিগারে ২৭ বছরের রেকর্ড ভাঙলেন ব্রেসওয়েল

‘‘আসুন বিরাট কোহলিকের দিকে নজর দেওয়া যাক। কোহলির হিরো কে? শচীন টেন্ডুলকার। যার সেঞ্চুরির সংখ্যা ১০০। এখন কোহলি তার সেই ১০০ সেঞ্চুরি তাড়া করছে। শচীনের লিগ্যাসি তাড়া করছে।’’

‘‘বাবর আজমের হিরো কে? টুক টুক (নির্দিষ্ট করে কারও নাম বলেননি)। তুমি ভুল হিরোকে বেছে নিয়েছ। তোমার চিন্তার প্রক্রিয়াটা ভুল। তুমি শুরু থেকেই একজন জোচ্চর। তুমি শুরু থেকেই ধরা খেয়েছ। আর সেটা এবার চ্যাম্পিয়নস ট্রফিতে পরিস্কার হয়ে গেল।’’

শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। তারা দুই ম্যাচ হেরে ইতোমধ্যে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে। টানা দুটি করে জয় তুলে নিয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউ জিল্যান্ড।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ