কুমিল্লা মহানগর বিএনপি কমিটি গঠিত
Published: 25th, February 2025 GMT
কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সম্মেলনে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে মহানগর বিএনপির নেতা নির্বাচিত হওয়ার কথা থাকলেও তিনপদে কোনো প্রতিদ্বন্দ্বিতায় না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা।
এদিন বিকালে সম্মেলনে বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস এই তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নেতৃবৃন্দদের নাম ঘোষণা করেন।
দলীয় সূত্র বলেছে, ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হলেও ২০২২ সালের ৩০ মে প্রথমবারের মতো মহানগর বিএনপির ৪৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। এতে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামানকে আহ্বায়ক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লাকে সদস্যসচিব করা হয়।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, এবং মনোনয়ন ফরম বিক্রি ও জমার দিন ছিল ২০ ফেব্রুয়ারি। ২১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রত্যাহারের দিন ছিল ২২ ফেব্রুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৩ ফেব্রুয়ারি। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া কথা ছিল ২৪ ফেব্রুয়ারি। আর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ মঙ্গলবার।
এতে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজিউর রহমান একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
ঢাকা/রুবেল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ