মুশফিক-মাহমুদউল্লাহকে নিয়ে সালাহউদ্দীন: 'শেষ ম্যাচ কি না আপনারাই লিখে দেন'
Published: 26th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের হয়ে দুই ম্যাচে মুশফিকুর রহিমের স্কোর ০ ও ২। মাহমুদউল্লাহ খেলেছেন এক ম্যাচ। ১৪ বলে ৪ রানে আউট হন। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে এ দুটি ম্যাচ হেরে এই টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকেও পড়েছে বাংলাদেশ। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে হারে ব্যাটিং–ব্যর্থতায় মুশফিক ও মাহমুদউল্লাহর তুমুল সমালোচনা হচ্ছে। বাজে শট খেলে তাঁরা খুব অল্প সময়ের মধ্যে আউট হওয়ায় বড় স্কোর পায়নি বাংলাদেশ।
মুশফিক ও মাহমুদউল্লাহকে নিয়ে তাই আজ রাওয়ালপিন্ডিতে সংবাদ সম্মেলনেও কথা উঠল। জানতে চাওয়া হয়েছিল, আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মুশফিক ও মাহমুদউল্লাহ শেষ ম্যাচ খেলবেন, এমন কোনো আলোচনা ড্রেসিংরুমে হয়েছে কি না?
আরও পড়ুনতাহলে কি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ব্যর্থতার জন্য বিপিএলই দায়ি১৯ মিনিট আগেনিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর মুশফিক ও মাহমুদউল্লাহর সমালোচনায় তাঁদের অবসর নেওয়ার গুঞ্জন শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রশ্নকর্তা সাংবাদিক সেই গুঞ্জনের প্রসঙ্গ তুলেই প্রশ্নটি করেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীনকে। কোচের উত্তর, ‘গুঞ্জন আপনারা যেহেতু শুনেছেন, আপনারাই ফলটা দিয়ে দিয়েন। আমরা তো কোনো কিছু শুনিনি। আপনারা যেহেতু শুনেছেন, আমার মনে হয় আপনারাই পত্রিকার জন্য লিখে দিয়েন। আমরা এখান থেকে কিছু বলতে পারব না। আমরা এমন কিছু শুনিনি।’
রাওয়ালপিন্ডিতে সংবাদ সম্মেলনে মোহাম্মদ সালাহউদ্দীন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আপন র
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫