পাকিস্তানের মাঠে একটা আইসিসির টুর্নামেন্ট হচ্ছে। অথচ ঘরের মাঠেই কিনা পাকিস্তান খেলতে পারল একটি ম্যাচ! ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে হয়েছে আরব আমিরাতে। ঘরের মাঠের দুই ম্যাচের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে খেললেও আজ রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি হতে পারেনি বৃষ্টিতে।

দুটি ম্যচ খেলে দুটিতেই হার, গ্রুপ পর্ব থেকেই বিদায়—এই হলো ‘ঘরের মাঠে’ পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি। তবে মাঠের ক্রিকেট থেকে চোখ সরিয়ে নিলে এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু পাওয়ার দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আজ পিসিবির মিডিয়া ডিরেক্টর সামিউল হাসান সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছেন, ‘আইসিসি ইভেন্ট হলো ভবিষ্যতের জন্য বিনিয়োগ। পিসিবির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ছিল, কারণ ২৯ বছরের মধ্যে এই প্রথম এ রকম একটা ইভেন্ট পাকিস্তানে হচ্ছে। এটি আয়োজনের জন্য আমরা সবাই অনেক পরিশ্রম করেছি।’

আরও পড়ুনবাংলাদেশ–পাকিস্তান কেউই খালি হাতে ফিরল না৩৯ মিনিট আগে

স্বাগতিক পাকিস্তান ছাড়াও বিশ্বের আরও সাতটি শীর্ষ দলের অংশগ্রহণে হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টে তাই বিশ্বকে পাকিস্তানের দেখানোর ছিল, বড় টুর্নামেন্ট আয়োজন করতে তারা সক্ষম। সামিউল হাসানও সেটাই বলেছেন, ‘আমাদের সবাইকে দেখানোর ছিল যে আমরা সফলভাবে আইসিসির ইভেন্ট আয়োজন করতে পারি। পাকিস্তান সম্ভবত ২৯ বছরের মধ্যে এই প্রথম এটি আয়োজন করছে। অন্য টেস্ট খেলুড়ে দেশগুলো এর মধ্যে অনেকবার আইসিসি টুর্নামেন্ট আয়োজন করেছে।’

রাওয়ালপিন্ডিতে বৃষ্টি উপেক্ষা করেও বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ দেখতে এসেছিল দর্শকরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইস স

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ