সালমা জেতালেন মোহামেডানকে, গুলশানের প্রথম হার
Published: 28th, February 2025 GMT
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ওমেন্স ক্রিকেট লিগে শুক্রবার দিনের একমাত্র ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিশাল ব্যবধানে হারিয়েছে গুলশান ইয়ুথ ক্লাব ওমেন্স ক্রিকেট দলকে। আগে ব্যাটিং করে মোহামেডান ১৫৭ রানে গুটিয়ে গেলেও দারুণ বোলিং নৈপূণ্যে তারা গুলশানকে ইয়ুথ ক্লাবকে আটকে ফেলে ৬৭ রানে।
৯০ রানে লিগের তৃতীয় জয় তুলে নিয়েছে মতিঝিল পাড়ার দলটি। তাদের জয়ের নায়ক অধিনায়ক সালমান খাতুন। অলরাউন্ড পারফরম্যান্সে জ্বলে উঠেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। প্রথমে ব্যাট হাতে ৭৮ বলে ৬ চারে ৫০ রান করেন। পরে বল হাতে ৬ ওভার হাত ঘুরিয়ে ৮ রানে পেয়েছেন ৩ উইকেট।
টস হেরে ব্যাটিং করতে নেমে মোহামেডানের ব্যাটিং একদমই ভালো হয়নি। শুরু ছয় ব্যাটসম্যানের কেউই ত্রিশের ঘর পেরোতে পারেননি। সাতে নেমে সালমা দায়িত্বশীল ইনিংস খেলে দলের পুঁজি বাড়ান। তাকে সঙ্গ দেন আয়েশা রহমান শুকতারা। ২৬ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া ইনিংসের শুরুতে দলটির বিদেশী ক্রিকেটার জেসিয়া আক্তার করেন ২২ রান।
আরো পড়ুন:
বিবিএসের জরিপ
দেশের ৭০ শতাংশ নারী পুরুষ সঙ্গীর সহিংসতার শিকার
দরিদ্র নারীদের দক্ষতা উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান
গুলশান ইয়ুথ ক্লাবের হয়ে বল হাতে ৩২ রানে ৩ উইকেট নেন হাবিবা ইসলাম পিংকি।
জবাব দিতে নেমে মোহামেডানের বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ঞার তোপে এলোমেলো হয়ে যায় গুলশানের ব্যাটিং। ফারিহা ২২ রানে ৪ উইকেট নেন। এছাড়া সালমার ৩ এবং মেঘলা ও রুমানার ১ উইকেটে মোহামেডান অল্পতেই আটকে দেয় ক্লাবটিকে। রিতু মনি দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন।
চার ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে মোহামেডান। গুলশান ইয়ুথ ক্লাবের এটি পঞ্চম ম্যাচে প্রথম হার। আট পয়েন্ট নিয়ে তারা আছে শীর্ষে।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘অসাবধানতাবশত ভুল শব্দ চয়ন’, জামায়াত আমিরের দুঃখ প্রকাশ
নারী বিষয়ক কমিশনের রিপোর্টকে শরীয়তবিরোধী ও অগ্রহণযোগ্য রিপোর্ট উল্লেখ করে এর ওপর বুধবার প্রদত্ত বক্তব্যের এক পর্যায়ে একটি শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে অসাবধানতাবশত ভুল শব্দ চয়ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১ মে) নিজের ও দলের ফেসবুক পেজে এ কথা বলেন তিনি।
এতে তিনি জানান, অসাবধানতাবশত ভুল শব্দ চয়ন হয়েছে, যা একান্তই অনিচ্ছাকৃত। এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।
আরো পড়ুন:
প্রতিহিংসার রাজনীতিতে শান্তি আসতে পারে না: জামায়াত আমির
দেশকে যে ভালোবাসে, সে দেশ ছেড়ে পালায় না: শফিকুর রহমান
জামায়াত আমির বলেন, “রেইপ হচ্ছে বিবাহবহির্ভূত এক ধরনের জোরপূর্বক শারীরিক সম্পর্ক, যা সাধারণত বৈবাহিক সম্পর্কের বাইরে ঘটে, যেখানে অপরাধী ব্যক্তিটি অসৎ ও দোষী, কিন্তু ভিকটিম সম্পূর্ণ নিরপরাধ।”
“আমি এটাও মনে করি যে, বৈবাহিক সম্পর্কের মধ্যে ‘রেইপ' এর মতো জঘন্য শব্দকে প্রবেশ করানো পবিত্র এই সম্পর্কের জন্য অবমাননাকর এবং দীর্ঘ মেয়াদে দাম্পত্য সম্পর্কের জন্য ক্ষতিকর। স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতার ক্ষেত্রে কারো দ্বারা সীমালঙ্ঘন বা জুলুম সংঘটিত হলে তা স্বাভাবিক বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। কিন্তু বৈবাহিক সম্পর্কের মধ্যকার কোনো অনাকাঙ্খিত বিষয়কে রেইপ বা ধর্ষণের মতো জঘন্য অপরাধের সাথে তুলনা করা অবাঞ্ছণীয় এবং দীর্ঘ মেয়াদে সমস্যাজনক।”
“আমার এই অনিচ্ছাকৃত শব্দ চয়নের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইসলামের দৃষ্টিতে নারীর মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার সর্বোচ্চ অগ্রাধিকার পায় এবং জামায়াতে ইসলামীর অবস্থান সর্বদা সেই মূলনীতির ওপরই প্রতিষ্ঠিত,” বলেও দাবি করেন তিনি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ