সালমা জেতালেন মোহামেডানকে, গুলশানের প্রথম হার
Published: 28th, February 2025 GMT
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ওমেন্স ক্রিকেট লিগে শুক্রবার দিনের একমাত্র ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিশাল ব্যবধানে হারিয়েছে গুলশান ইয়ুথ ক্লাব ওমেন্স ক্রিকেট দলকে। আগে ব্যাটিং করে মোহামেডান ১৫৭ রানে গুটিয়ে গেলেও দারুণ বোলিং নৈপূণ্যে তারা গুলশানকে ইয়ুথ ক্লাবকে আটকে ফেলে ৬৭ রানে।
৯০ রানে লিগের তৃতীয় জয় তুলে নিয়েছে মতিঝিল পাড়ার দলটি। তাদের জয়ের নায়ক অধিনায়ক সালমান খাতুন। অলরাউন্ড পারফরম্যান্সে জ্বলে উঠেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। প্রথমে ব্যাট হাতে ৭৮ বলে ৬ চারে ৫০ রান করেন। পরে বল হাতে ৬ ওভার হাত ঘুরিয়ে ৮ রানে পেয়েছেন ৩ উইকেট।
টস হেরে ব্যাটিং করতে নেমে মোহামেডানের ব্যাটিং একদমই ভালো হয়নি। শুরু ছয় ব্যাটসম্যানের কেউই ত্রিশের ঘর পেরোতে পারেননি। সাতে নেমে সালমা দায়িত্বশীল ইনিংস খেলে দলের পুঁজি বাড়ান। তাকে সঙ্গ দেন আয়েশা রহমান শুকতারা। ২৬ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া ইনিংসের শুরুতে দলটির বিদেশী ক্রিকেটার জেসিয়া আক্তার করেন ২২ রান।
আরো পড়ুন:
বিবিএসের জরিপ
দেশের ৭০ শতাংশ নারী পুরুষ সঙ্গীর সহিংসতার শিকার
দরিদ্র নারীদের দক্ষতা উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান
গুলশান ইয়ুথ ক্লাবের হয়ে বল হাতে ৩২ রানে ৩ উইকেট নেন হাবিবা ইসলাম পিংকি।
জবাব দিতে নেমে মোহামেডানের বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ঞার তোপে এলোমেলো হয়ে যায় গুলশানের ব্যাটিং। ফারিহা ২২ রানে ৪ উইকেট নেন। এছাড়া সালমার ৩ এবং মেঘলা ও রুমানার ১ উইকেটে মোহামেডান অল্পতেই আটকে দেয় ক্লাবটিকে। রিতু মনি দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন।
চার ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে মোহামেডান। গুলশান ইয়ুথ ক্লাবের এটি পঞ্চম ম্যাচে প্রথম হার। আট পয়েন্ট নিয়ে তারা আছে শীর্ষে।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫