শুরু হলো অগ্নিঝরা মার্চ। মহান স্বাধীনতার মাস। ১৯৭১ সালের এ মাসে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুরু হয় মুক্তিযুদ্ধ, অচিরেই যা জনযুদ্ধের রূপ লাভ করে। ওই বছরেরই ১৬ ডিসেম্বর সফল পরিণতিস্বরূপ জন্ম হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের। তাই ১৯৭১ সালের মার্চ মাসের প্রথম দিনটিকে বলা যায় আমাদের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়ের সূচনার দিন।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সংঘটিত আন্দোলনকে বলা হয় আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রভাতকাল।
১৯৫২ সালে এ আন্দোলন চূড়ান্ত রূপ পেলেও তার সূচনা হয় ১৯৪৮ সালের ১১ মার্চ হরতালের মাধ্যমে। অনেক লড়াই-সংগ্রামের পরিণতিতে মাত্র কয়েক মাস আগে–১৯৪৭ সালের ১৫ আগস্ট–প্রতিষ্ঠিত পাকিস্তানে সেটিই ছিল প্রথম হরতাল। ওই আন্দোলনেই এ ভূখণ্ডের বাঙালি মুসলমান তার জাতিগত পরিচয় সম্পর্কে সম্বিৎ ফিরে পায়, অনুভব করে ধর্মীয় সাজুয্য সত্ত্বেও পাকিস্তানের অন্যান্য জাতিগোষ্ঠী থেকে তারা প্রায় সব অর্থেই স্বতন্ত্র। বাঙালি হিন্দুর সঙ্গে যৌথ পথচলাও শুরু হয় তখন থেকে। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান পেরিয়ে এ দেশের মানুষ মুখোমুখি হয় ১৯৭০ সালের জাতীয় নির্বাচনের।
যদি বলা হয় এ নির্বাচনই ছিল অগ্নিঝরা মার্চ তথা স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্বের ভিত্তি তাহলে ভুল হবে না। এই নির্বাচনটিই স্পষ্ট করে দেয় ছয় দফার ভিত্তিতে বাংলার মানুষ নিজের ভাগ্য নিজে গড়তে চায়। পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে সংলাপ বা লড়াইয়ে কে বা কোন দল প্রতিনিধিত্ব করবে তাও এতে নির্ধারিত হয়। ওই নির্বাচনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালির অবিসংবাদিত নেতার স্বীকৃতি দেয়।
তৎকালীন সামরিক শাসক ইয়াহিয়া খানের অধীনে অনুষ্ঠিত ওই নির্বাচনে আওয়ামী লীগ পাকিস্তানি শাসকদের হতবাক করে দিয়ে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দকৃত পাকিস্তান জাতীয় পরিষদের ১৬২ আসনের মধ্যে ১৬০টিতে জয় পায়। ৩০০ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের মর্যাদা লাভ করে। সংখ্যলঘু দল হয় জুলফিকার আলি ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি–পিপিপি, যদিও তারা ছিল পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল।
কথা ছিল, নির্বাচনে বিজয়ী দলের কাছে ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর করবেন, সেই দল অন্যদের সঙ্গে নিয়ে পাকিস্তানের জন্য সংবিধান বানাবে। কিন্তু ইয়াহিয়ার পাশাপাশি পিপিপি সংসদের অধিবেশন নিয়ে টালবাহানা শুরু করে।
বলে রাখা দরকার, নির্বাচনটি নিয়েও সরকার ও আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দলগুলো নানা টালবাহানা করে। এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৯৭০ সালের ৫ অক্টোবর; কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা উপেক্ষা করে বন্যার উছিলা দিয়ে ইয়াহিয়া তাঁর নতুন তারিখ ৭ ডিসেম্বর ঠিক করেন। ডিসেম্বরে ভোলায় প্রলঙ্করী এক ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে প্রচুর হতাহতের পরিপ্রেক্ষিতে সরকার আবারও নির্বাচনটি পিছিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শেখ মুজিবের কড়া হুঁশিয়ারির পর সে চেষ্টা ব্যর্থ হয়, শুধু সিদ্ধান্ত হয় দুর্গত এলাকার ভোট হবে জানুয়ারিতে।
সুতরাং জাতীয় পরিষদের অধিবেশন নিয়ে সরকার তথা পশ্চিম পাকিস্তানের এস্টাবলিশমেন্টের গড়িমসি বিচিত্র কিছু ছিল না। শেখ মুজিব ১৫ ফেব্রুয়ারি পরিষদের প্রথম অধিবেশন চেয়েছিলেন। কিন্তু ইয়াহিয়া জানালেন, দুই অঞ্চলের নেতাদের মধ্যে শাসনতন্ত্রের মৌলিক ধারা নিয়ে সমঝোতা না হলে তিনি অধিবেশন ডাকবেন না। শেখ মুজিব বলে দিলেন, সংসদের সভাতেই দুই অঞ্চলের সদস্যরা ওই আলোচনার সুযোগ পাবেন। ভুট্টো জানালেন, মার্চ মাসের প্রথম সপ্তাহের আগে তাঁর দলের পক্ষে সংসদ অধিবেশনে উপস্থিত থাকা সম্ভব নয়। ইয়াহিয়া এ প্রস্তাব গ্রহণ করে ৩ মার্চ সংসদের প্রথম অধিবেশনের তারিখ ঘোষণা করলেন।
কিন্তু ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খান এক বেতার ভাষণে ৩ মার্চের গণপরিষদের অধিবেশন স্থগিত করেন। তাঁর যুক্তি, পিপিপি ও অন্য কয়েকটি দল এতে যোগদান করবে না বলায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এ ঘোষণায় পুরো ঢাকা প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ে। ঢাকা স্টেডিয়ামে পাকিস্তান বনাম বিশ্ব একাদশের ক্রিকেট খেলা চলছিল। সেখানকার দর্শকরাও খেলা পণ্ড করে যোগ দেন পল্টন-গুলিস্তানে বিক্ষোভরত হাজার হাজার মানুষের সঙ্গে। সেদিন দিলকুশার পূর্বাণী হোটেলে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক ছিল। জনতা সেখানে গিয়ে জোরদার কর্মসূচি দাবি করেন। পূর্বাণী হোটেলেই শেখ মুজিব দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে ২ ও ৩ মার্চ সারাদেশে সর্বাত্মক হরতালের ডাক দেন। তিনি জানিয়ে দেন, ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) জনসভা হবে, যেখানে মূল ঘোষণা দেবেন।
সাইফুর রহমান তপন: সহকারী সম্পাদক, সমকাল
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত
ইউরোপে সবচেয়ে বেশি বেতনের পেশার মধ্যে অন্যতম একটি হচ্ছে পাইলট। ফ্রান্সে এটি পঞ্চম সর্বোচ্চ মাসিক বেতনের পেশা। জার্মানিতে জটিল ভূমিকার পাইলটেরা মাসে ২৮ হাজার ৯৬ ইউরো উপার্জন করেন। যুক্তরাজ্যে পূর্ণকালীন পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা মধ্যম আয়ে পঞ্চম স্থানে। ডেনমার্কে ২০২৩ সালে মাসিক বেতন ১৩ হাজার ৫২৩ ইউরো, দেশটির হিসাবে সপ্তম সর্বোচ্চ বেতন।
অভিজ্ঞতা অনুযায়ী বেতনের বৈচিত্র্য
পাইলটদের বেতন দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। যুক্তরাজ্যে বেতন শুরু হয় বছরে ৫৪ হাজার ২৮৩ ইউরো (৪৭,০০০ পাউন্ড) থেকে, অভিজ্ঞ পাইলটদের জন্য এটি প্রায় ১ লাখ ৭৩ হাজার ২৪৩ ইউরো (১ ইউরো সমান ১৪১ টাকা ৭৭ পয়সা, ২২ অক্টোবর ২০২৫ হিসাবে) পর্যন্ত হতে পারে, জানিয়েছে ব্রিটিশ ন্যাশনাল ক্যারিয়ার্স সার্ভিস।
ইআরআই অর্থনৈতিক গবেষণা ইনস্টিটিউট জানায়, আট বছরের বেশি অভিজ্ঞতার পাইলটরা এক থেকে তিন বছরের অভিজ্ঞ পাইলটের চেয়ে ৬০ থেকে ৮০ শতাংশ বেশি আয় করেন। অর্থাৎ অভিজ্ঞ পাইলটরা প্রায় তিন গুণ বেশি উপার্জন করেন।
আরও পড়ুনফ্রিল্যান্সিংয়ে নামার আগে এ পাঁচটি বিষয় ভাবুন১৯ অক্টোবর ২০২৫দেশভিত্তিক তথ্যযুক্তরাজ্য
২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এএনএসের তথ্যানুসারে, পূর্ণকালীন ‘এয়ারক্রাফট পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলার’-এর বার্ষিক আয় প্রায় ৯৫ হাজার ২৪০ ইউরো (৮০,৪১৪)। ইআরআইয়ের মতে, গড় বার্ষিক বেতন ৯০ হাজার ২৫৩ ইউরো (৭৮,১৪৬ পাউন্ড), লন্ডনের জন্য ১ লাখ ১৫ হাজার ৫৬২ ইউরো (১০০,০৬০ পাউন্ড)।
জার্মানি
জার্মানির ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিসের তথ্যমতে, গড় মাসিক বেতন ১২ হাজার ৫৬৬ ইউরো (বার্ষিক ১,৫০,৭৯২ ইউরো)। মধ্যম আয় ১০ হাজার ২০৭ ইউরো (বার্ষিক ১,২২,৪৮৪ ইউরো), অভিজ্ঞ ও বিশেষায়িত পাইলটদের ক্ষেত্রে তা ৩ লাখ ৪২ হাজার ৭২ ইউরো পর্যন্ত হতে পারে। ইআরআইয়ের তথ্য অনুসারে, এক থেকে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন পাইলটের গড় বেতন ৭৩,৭৮৫ ইউরো, আট বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন পাইলটদের জন্য ১ লাখ ৩২ হাজার ১১৭ ইউরো।
ফ্রান্স
INSEE জানায়, ‘সিভিল এভিয়েশন টেকনিক্যাল ও কমার্শিয়াল ফ্লাইট অফিসার’দের গড় মাসিক বেতন ৯ হাজার ৩০০ ইউরো (বার্ষিক ১,১১,৬০০ ইউরো)। ERI অনুসারে, অভিজ্ঞ পাইলটদের জন্য গড় বেতন ১ লাখ ৯ হাজার ২৯২ ইউরো।
ছবি: এমিরেটসের ওয়েবসাইট থেকে নেওয়া