বগুড়ার শিবগঞ্জে বিএনপির হুমকি উপেক্ষা করে সমাবেশ করলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার উপজেলার শহীদ মুগ্ধ স্কয়ারে নাগরিক সমাবেশে মান্না বলেন, দেড় হাজার মানুষকে হত্যা করেও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেননি। ২০ দিনের আন্দোলনে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এ থেকে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। কেউ মন্দ কাজ করলে এমন পরিণতিই হবে।

মান্না বলেন, প্রশাসন জনগণের সেবক, অথচ থানা পুলিশ এখনও কোনো বিনিময় ছাড়া মামলা নেয় না। ২১ ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম বাড়ি ফেরার সময় তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ওসি মামলা নেননি। অথচ অন্য একটি ঘটনায় নাগরিক ঐক্যের নেতাদের নামে মামলা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না এমন হুংকার দেওয়া হয়েছে। আমার বাড়ি শিবগঞ্জ, আমি এখানে এসেছি। আমি যদি হুংকার দিই, তাহলে এলাকায় ভূমিকম্প হবে।’ মান্না আরও বলেন, ‘দেশে সঠিক সময়ে নির্বাচন না হলে মার্শাল ল হবে। তাই সবাইকে ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে এক হয়ে কাজ করতে হবে।’

পৌর নাগরিক ঐক্যের সভাপতি রুহুল আমিনের পরিচালনায় ও তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ বগঞ জ শ বগঞ জ

এছাড়াও পড়ুন:

যৌন হেনস্তার অভিযোগ, মুখ খুললেন ‘৯৬’ তারকা বিজয়

বড় পর্দায় খলনায়ক হিসেবে পরিচিত দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় সেতুপতিকে এবার বাস্তবেও ভিলেন বানানোর চেষ্টা চলছে—এমনটাই দাবি করছেন তিনি নিজেই। সম্প্রতি রাম্যা মোহন নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তা ও আর্থিক লেনদেন ঘিরে গুরুতর অভিযোগ আনেন। তবে সেই পোস্ট এখন মুছে ফেলা হয়েছে। এত দিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন বিজয়।

‘ডেকান ক্রনিকল’-এর সঙ্গে এক আলাপচারিতায় বিজয় সেতুপতি জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। অভিনেতা বলেন, ‘যাঁরা আমাকে একটুও চেনেন, তাঁদের কাছে এই অভিযোগ নিছক হাস্যকর মনে হবে। আমি জানি আমি কে। এমন কুরুচিকর অভিযোগে বিচলিত হই না। তবে আমার পরিবার ও কাছের বন্ধুরা এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন। আমি তাঁদের আশ্বস্ত করেছি—চিন্তার কিছু নেই।’

সিনেমার দৃশ্যে বিজয় সেতুপতি। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ