ভয়ংকর সল্ট রেঞ্জ পেরিয়ে ‘আতঙ্কে’র লিবার্টি চকে
Published: 2nd, March 2025 GMT
হঠাৎই থেমে গেল ফয়সাল মুভার্স। ইসলামাবাদ টু লাহোর বিশাল মোটরওয়ে দিয়ে এতক্ষণ যে মসৃণ গতিতে ছুটছিল বাসটি, তাতে এই থেমে যাওয়া কৌতূহল জাগাতে বাধ্য।
চ্যাম্পিয়নস ট্রফির রাওয়ালপিন্ডি পর্ব শেষ হওয়ার পরদিন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আকোরা খট্টক শহরে আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। ইসলামাবাদ থেকে আকোরা খট্টক সড়কপথে মাত্র দুই ঘণ্টা দূরে। পাকিস্তানের রাজধানীবাসীকে ভালোই নাড়া দিয়েছে ওই ঘটনা।
এর পরদিনই ইসলামাবাদ থেকে লাহোর যাওয়ার পথে আকস্মিক যাত্রাবিরতি মনে প্রশ্নের উদ্রেক করবেই, বিশেষ করে চ্যাম্পিয়নস ট্রফি কাভার করতে পাকিস্তানে আসা বাংলাদেশি সাংবাদিকদের মতো যাঁরা এই সড়কের নিয়মিত যাত্রী নন, তাঁদের মনে। আবার কোনো অঘটন নয় তো!
বাসের অ্যাটেনডেন্টকে কারণ জিজ্ঞাসা করে কিছুটা স্বস্তি বোধ হলো। তাঁর উর্দু ও ইংরেজি মেশানো উত্তরে তাৎক্ষণিক ধরে নিলাম, কোনো একটা ভিআইপি মুভমেন্ট হবে সম্ভবত। তাঁর প্রটোকল রক্ষার্থেই এই বিরতি।
অনুমান কিংবা তাঁর কথার অনুবাদটা যে ভুল ছিল, তা বোঝা গেল প্রায় মিনিট তিরিশেক পর বাস আবার চলতে শুরু করলে। ততক্ষণে ফয়সাল মুভার্সের পেছনে আরও অনেক বাসের দীর্ঘ সারি। বিলাসবহুল বাস ফয়সাল মুভার্সের সামনে অবশ্য আর একটিই মাত্র বাস, আর তার সামনে ধীরগতিতে চলছে মোটরওয়ে পুলিশের একটি গাড়ি।
মহাসড়কের ডান দিক দিয়ে সাঁই সাঁই করে অন্য যানবাহন চলে যাচ্ছে, কিন্তু বাঁ দিকের লেন ধরে যাত্রীবাহী বাসের লম্বা বহরটাকে বেশ ধীরগতিতে চলতে হচ্ছে পুলিশের গাড়ি অনুসরণ করে। মোটরওয়ে পুলিশের গাড়ি কি তাহলে বাসগুলোকেই ‘ভিআইপি প্রটোকল’ দিচ্ছে! ব্যাপার অনেকটা সে রকমই, তবে ঠিক ‘ভিআইপি প্রটোকল’ নয়। আসলে দিচ্ছিল পাহারা।
পুলিশি প্রহরায় সল্ট রেঞ্জ পার হওয়ার অপেক্ষায় ইসলামাবাদ-লাহোর মটরওয়েতে বাসের দীর্ঘ সারি।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসল ম ব দ
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫