মঙ্গলবার (০৪ মার্চ, ২০২৫) বিকেলে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। কিন্তু এই ম্যাচের আগে বিরাট ধাক্কা খেল অজিরা। তাদের ডানহাতি ওপেনার ম্যাথিউ শর্ট ছিটকে গিয়েছেন চ্যাম্পিয়নস ট্রফি থেকে। গেল ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন শর্ট। আর সেই ইনজুরির কারণে তাকে ছিটকে যেতে হলো চ্যাম্পিয়নস ট্রফি থেকে।

তার পরিবর্তে অজিদের ১৫ সদস্যের দলে নেওয়া হয়েছে কুপার কনোলিকে। তার অন্তর্ভূক্তির বিষয়টিতে অনুমোদন দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি। বাহাতি ব্যাটসম্যান ও স্পিনার কনোলি অবশ্য অস্ট্রেলিয়া দলের সঙ্গে ট্রাভেল রিজার্ভ হিসেবে এতোদিন ছিলেন। কনোলি মাত্র তিনটি ওয়ানডে খেললেও দলে অফ স্পিনার কম থাকায় কনোলিকে চ্যাম্পিয়নস ট্রফির দলে রেখেছিল অস্ট্রেলিয়া।

কনোলিকে দলে নিলেও ধারনা করা হচ্ছে ভারতের বিপক্ষের ম্যাচে তাকে খেলানো হবে না। তার পরিবর্তে ট্র্যাভিস হেডের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে পারেন জ্যাক ফ্রাসার-ম্যাকগার্ক। তার বিস্ফোরক ব্যাটিং বৈশিষ্ট্যের কারণেই হয়তো সুযোগ দেওয়া হতে পারে ম্যাকগার্ককে। যাতে দুবাইর কন্ডিশনে অস্ট্রেলিয়া শুরুতে ভালো কিছু রান পেয়ে যায়।

আরো পড়ুন:

বিসিবির বোর্ড মিটিং
কেন্দ্রীয় চুক্তি, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতনবৃদ্ধিসহ আসছে যে সব সিদ্ধান্ত

‘ছাড় দিয়ে’ ঢাকা লিগে ক্রিকেটাররা

অবশ্য ম্যাকগার্কের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। তার সবশেষ সাত ম্যাচে ১৪ গড়ে রান করেছেন মাত্র ৯৮টি। নতুন বলে তাকে কিছুটা ধুকতেও দেখা গেছে। তারপরও নির্বাচকরা তার ওপর আস্থা রাখছেন। তাদের বিশ্বাস পাওয়ার প্লে’তে অস্ট্রেলিয়াকে একটি দুর্দান্ত সূচনা এনে দিতে পারবেন তিনি। আর সেটা যদি না হয় তাহলে মিডল অর্ডার থেকে কাউকে এসে ওপেনিং করতে হবে।

অস্ট্রেলিয়া ‘বি’ গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে শেষ চারে এসেছে। অন্যদিকে ভারত তিন ম্যাচের তিনটিতেই জিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে শেষ চারে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ