ভারতের বিপক্ষে সেমিফাইনালে আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া
Published: 3rd, March 2025 GMT
মঙ্গলবার (০৪ মার্চ, ২০২৫) বিকেলে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। কিন্তু এই ম্যাচের আগে বিরাট ধাক্কা খেল অজিরা। তাদের ডানহাতি ওপেনার ম্যাথিউ শর্ট ছিটকে গিয়েছেন চ্যাম্পিয়নস ট্রফি থেকে। গেল ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন শর্ট। আর সেই ইনজুরির কারণে তাকে ছিটকে যেতে হলো চ্যাম্পিয়নস ট্রফি থেকে।
তার পরিবর্তে অজিদের ১৫ সদস্যের দলে নেওয়া হয়েছে কুপার কনোলিকে। তার অন্তর্ভূক্তির বিষয়টিতে অনুমোদন দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি। বাহাতি ব্যাটসম্যান ও স্পিনার কনোলি অবশ্য অস্ট্রেলিয়া দলের সঙ্গে ট্রাভেল রিজার্ভ হিসেবে এতোদিন ছিলেন। কনোলি মাত্র তিনটি ওয়ানডে খেললেও দলে অফ স্পিনার কম থাকায় কনোলিকে চ্যাম্পিয়নস ট্রফির দলে রেখেছিল অস্ট্রেলিয়া।
কনোলিকে দলে নিলেও ধারনা করা হচ্ছে ভারতের বিপক্ষের ম্যাচে তাকে খেলানো হবে না। তার পরিবর্তে ট্র্যাভিস হেডের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে পারেন জ্যাক ফ্রাসার-ম্যাকগার্ক। তার বিস্ফোরক ব্যাটিং বৈশিষ্ট্যের কারণেই হয়তো সুযোগ দেওয়া হতে পারে ম্যাকগার্ককে। যাতে দুবাইর কন্ডিশনে অস্ট্রেলিয়া শুরুতে ভালো কিছু রান পেয়ে যায়।
আরো পড়ুন:
বিসিবির বোর্ড মিটিং
কেন্দ্রীয় চুক্তি, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতনবৃদ্ধিসহ আসছে যে সব সিদ্ধান্ত
‘ছাড় দিয়ে’ ঢাকা লিগে ক্রিকেটাররা
অবশ্য ম্যাকগার্কের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। তার সবশেষ সাত ম্যাচে ১৪ গড়ে রান করেছেন মাত্র ৯৮টি। নতুন বলে তাকে কিছুটা ধুকতেও দেখা গেছে। তারপরও নির্বাচকরা তার ওপর আস্থা রাখছেন। তাদের বিশ্বাস পাওয়ার প্লে’তে অস্ট্রেলিয়াকে একটি দুর্দান্ত সূচনা এনে দিতে পারবেন তিনি। আর সেটা যদি না হয় তাহলে মিডল অর্ডার থেকে কাউকে এসে ওপেনিং করতে হবে।
অস্ট্রেলিয়া ‘বি’ গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে শেষ চারে এসেছে। অন্যদিকে ভারত তিন ম্যাচের তিনটিতেই জিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে শেষ চারে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল
মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে রাইজিংবিডিতে ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি। গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।”
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা/চন্দন/এস