আবারও চমকে দিলেন আফরান নিশো। প্রায় দুই বছর পর নতুন লুকে হাজির হলেন। মঙ্গলবার দুপুরে প্রকাশ পেয়েছে শিহাব শাহীনের ‘দাগি’ সিনেমার টিজার। তাতে ‘দাগি’ লুকে দেখা দিয়েছেন এই অভিনেতা। নতুন লুকে দেখা দিলেন তমা মির্জাও। প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে টিজার। মঙ্গলবার ‘দাগি’র টিজার শেয়ার হয়েছে চরকি, আলফা আই, এসভিএফের অফিশিয়াল পেজ থেকে। এ ছাড়া সিনেমার অভিনয়শিল্পীরা টিজারটি শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল হ্যান্ডল থেকে। এর মধ্যে শুধু চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিজারটি দেখা হয়েছে ৩ লাখ ৪৪ হাজার, সাড়ে ৩ হাজার মন্তব্য এবং ১৪ হাজার রিয়্যাক্ট। এসভিএফের ফেসবুকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৫৪ হাজার আর আলফা আইর ফেসবুকে ১০ হাজার ভিউ হয়েছে।

১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে আফরান নিশোকে পাওয়া গেছে। সিনেমায় তাঁর চরিত্রের নাম নিশান। প্রথমে বড় চুলে, মাঝখানে ছোট চুল আর একদম শেষে কয়েদির পোশাকে হাজির হন তিনি। তাঁর কয়েদি নম্বর ৭৮৬। টিজারের শুরুতেই নিশোকে বলতে শোনা যায়, ‘আব্বা আমাকে সব সময় বলত, “নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর।”’ এরপর নিশোর কণ্ঠে শোনা যায়, ‘এবার বুঝতে পারতেসি, জীবনের লক্ষ্য। জেলের দাগ একবার যার লাগছে, সে–ই দাগি। সারাটা জীবন।’

আরও পড়ুননিশোর ‘দাগি’ নিয়ে চিন্তিত নন প্রযোজক০১ মার্চ ২০২৫

এর আগে গত বছরের ডিসেম্বরে যখন ‘দাগি’ সিনেমার শুটিং শুরু হয়, তখন আফরান নিশো বলেছিলেন, ‘আমি সব সময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে চাই। যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে “দাগি”র গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।’ মঙ্গলবার প্রকাশ হওয়া টিজার দেখে দর্শকদের ধারণা, নিশোর কথার সঙ্গে বাস্তবের মিল রয়েছে। টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে।

‘দাগি’ সিনেমার শুটিংয়ে আফরান নিশো.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আফর ন ন শ

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ