Risingbd:
2025-08-01@02:10:56 GMT
জামালপুরে ১১ মামলার আসামির মরদেহ উদ্ধার
Published: 18th, March 2025 GMT
জামালপুরের মাদারগঞ্জে ১১ মামলার আসামি মো. শাহীনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে উপজেলার বাজিতের পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাহীন জামালপুর সদর উপজেলার নাছিরপুর গ্রামের জাহেদ আলী নেদলের ছেলে।
শাহীনের মরদেহ উদ্ধারের আগে রাতে মো. জলিল নামে ৭ মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মো.
সাইদুর রহমান বলেন, “এরা মূলত সংঘবদ্ধ চোর। শাহীনের নামে জামালপুরের বিভিন্ন থানায় হত্যা, গরু চুরিসহ ১১টি মামলা রয়েছে। প্রাথমিক সুরতহালে শাহীনের মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হয়তো পড়ে গিয়ে মুখ থেতলে যেতে পারে। এছাড়াও মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে।”
জামালপুর/শোভন/এসবি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে