গাজীপুরে কারখানায় নিরাপত্তাকর্মীদের বেঁধে ডাকাতি, যন্ত্রপাতি লুট
Published: 19th, March 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ডাকাতি। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের বেকাসহরা এলাকায় ইকোট্রিমস বাংলাদেশ লিমিটেডের কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে গতকাল রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৌখিক অভিযোগ পেয়ে ডাকাতির ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
কারখানাটির ব্যবস্থাপক (সাপ্লাই চেইন অ্যান্ড ওয়্যার হাউস) মিজানুর রহমান বলেন, গতকাল রাতে ৯–১০ জনের একটি ডাকাত দল সীমানাপ্রাচীর টপকে কারখানার ভেতরে ঢোকে। তারা তিন নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে কারখানাটির ইউটিলিটি ভবনের দুটি দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। আরএম কেবল, ওয়েল্ডিং মেশিন ও বৈদ্যুতিক যন্ত্রপাতি পিকআপ ভ্যানে ভরে নিয়ে চলে যায় ডাকাত দল। কারখানার ৩০ লাখ টাকার বৈদ্যুতিক তার ও যন্ত্রপাতি লুট হয়েছে।
কারখানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গতকাল রাত দুইটার পর কারখানার পশ্চিম পাশের একটি দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। এ সময় একজন নিরাপত্তাকর্মী এগিয়ে এলে তাঁকে দেশি ধারালো অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে আরও দুজন নিরাপত্তাকর্মী এগিয়ে আসেন, তাঁদেরও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। তিনজনের হাত-পা ও চোখ বেঁধে ফেলা হয়। এরপর কারখানাটির অন্য নিরাপত্তাকর্মীদের জড়ো করে বেঁধে রেখে লুটপাট শুরু করে ডাকাত দল। পরে মূল ফটক খুলে ওই পথে একটি পিকআপ ভ্যান ভেতরে প্রবেশ করে। লুটপাট করা জিনিসপত্র পিকআপে ভরে মূল ফটক দিয়েই বেরিয়ে যায় ডাকাত দল।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল আজ বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমি সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখেছি। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আমরা তদন্ত শুরু করেছি। মালামাল উদ্ধার ও ডাকাত দলের সদস্যদের আটকের চেষ্টা চলছে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জব্দ করা জাটকা এতিমখানায় বিতরণ, সেই মাছ লুট করলেন আড়তদারেরা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জব্দ করা ৭০ কেজি জাটকা দুটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছিল। তবে সেই মাছ লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন আড়তদারের বিরুদ্ধে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মৎস্য কার্যালয়ের উদ্যোগে পরিচালিত জাটকা রক্ষার অভিযানে আমিরাবাদ ও দশানী বাজার থেকে ৭০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। পরে আমিরাবাদ এলাকায় জব্দ করা জাটকা উপজেলার হাজীপুর ও ফরাজীকান্দি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় কিছু দুস্থ মানুষকেও কিছু জাটকা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই জাটকা নিয়ে ওই দুই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কমিটির লোকজন সন্ধ্যায় আমিরাবাদের বেড়িবাঁধ এলাকায় পৌঁছান। তখন আমিরাবাদ বাজারের মাছের আড়তদার আবুল প্রধান, আরিফ গাজী, সেরু প্রধানিয়া, দেলু বেপারীসহ আরও কয়েকজন তাঁদের পথরোধ করেন এবং জাটকাগুলো লুট করে নিয়ে যান।
হাজীপুর মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও ফরাজীকান্দি মাদ্রাসার শিক্ষক মো. আল আমিন অভিযোগ করেন, মাছের ওই আড়তদারেরা তাঁদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাঁদের কাছ থেকে জাটকা লুট করে নিয়ে যান। বাধা দিয়েও কাজ হয়নি। বিষয়টি মৎস্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন।
এ অভিযোগের বিষয়ে আবুল প্রধান, আরিফ গাজী ও সেরু প্রধানিয়ার মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে দেলু ব্যাপারী মুঠোফোনে বলেন, জাটকা লুট করা তাঁদের উচিত হয়নি। ওই জাটকা আজ (বৃহস্পতিবার) তাঁরা ফেরত দেবেন। এটি তাঁদের বড় ভুল হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছেন। জাটকা উদ্ধারে ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে।
ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, অভিযোগ পাওয়ার পর জাটকা উদ্ধারে তিনি থানার ওসি ও মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বিষয়টির তদন্ত চলছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতিমদের জাটকা লুট হওয়ার বিষয়টি খুব দুঃখজনক।