পুলিশ সদস্যদের বাগ্বিতণ্ডা মুঠোফোনে ভিডিও করায় সাংবাদিককে মারধর
Published: 20th, March 2025 GMT
রংপুরের বদরগঞ্জে পুলিশ সদস্যদের বাগ্বিতণ্ডার ভিডিও মুঠোফোনে ধারণ করার সময় এক সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে। পরে পুলিশ সদস্যরা ওই সাংবাদিককে চেংদোলা করে তুলে থানায় নিয়ে যান। গতকাল বুধবার বেলা তিনটার দিকে বদরগঞ্জ থানার মূল ফটক থেকে ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবদুস সালাম বিশ্বাস দৈনিক আমার দেশের বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি। তাঁকে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহসান হাবীব জানান, আবদুস সালামের বাঁ হাতে ও পায়ে আঘাতের কারণে কিছুটা ফুলে গেছে।
আবদুস সালাম বিশ্বাস বলেন, গতকাল বেলা তিনটার দিকে তিনি বদরগঞ্জ থানার মূল ফটক থেকে ১০০ গজ দূরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় থানার ভেতর থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান তাঁর সামনে এসে থামে। পিকআপ ভ্যানের ভেতরে কয়েকজন পুলিশ সদস্য বাগ্বিতণ্ডায় লিপ্ত হন। এ দৃশ্য তিনি মুঠোফোনে ভিডিও করছিলেন। তখন কনস্টেবল আল আমিন (২৩) তাঁকে ভিডিও করতে নিষেধ করেন।
সালাম বিশ্বাসের ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায়, ‘ওই পুলিশ সদস্য (আল আমিন) ক্ষিপ্ত হয়ে বলতে থাকেন, ‘ভিডিও বন্ধ না করলে পিটাব।’ একপর্যায়ে তিনি থাবা দিয়ে মুঠোফোনটি কেড়ে নেন।
আবদুস সালাম অভিযোগ করেন, ‘মুঠোফোন কেড়ে নেওয়ার পর পুলিশের ওই সদস্যসহ পিকআপ ভ্যান থেকে নেমে এসে আরও তিনজন পুলিশ সদস্য তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে কিলঘুষি মারেন। এরপর ওই পুলিশ সদস্যরা সেখান থেকে তাঁকে চেংদোলা করে ধরে থানার ভেতরে নিয়ে যান।
ওই ঘটনার খবর পেয়ে উপজেলায় কর্মরত অন্তত ১০ সংবাদকর্মী থানায় ছুটে যান। পরে পুলিশ সদস্যদের ওই কর্মকাণ্ডে দুঃখ প্রকাশ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান। অভিযুক্ত পুলিশ সদস্যরাও ক্ষমা চান।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কনস্টেবল আল আমিন বলেন, ‘আমরা নিজেদের সমস্যা নিয়ে উচ্চ স্বরে কথা বলছিলাম। এ সময় মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন আবদুস সালাম। তাঁর পরিচয় জানতে চেয়ে ভিডিও করতে বারণ করি। কিন্তু তিনি তা শোনেননি। এ কারণে মুঠোফোন কেড়ে নিয়ে তাঁকে থানার ভেতরে নিয়ে যাই। তাঁকে কোনো মারপিট করিনি। তবু ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে থানায় উপস্থিত সাংবাদিকদের কাছে মাফ চেয়েছি।’
ওসি এ কে এম আতিকুর রহমান বলেন, ওই পুলিশ সদস্যরা রংপুর পুলিশ লাইনস থেকে বদরগঞ্জ থানায় এসেছিলেন। দায়িত্ব পালন শেষে তাঁরা ওই সময়ে থানা থেকে রংপুরে যাচ্ছিলেন। থানা ক্যাম্পাসের বাইরে গিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যরা ওই সংবাদকর্মীর সঙ্গে অনাকাঙ্ক্ষিতভাবে অপেশাদারি আচরণ করেছেন। পরে তাৎক্ষণিকভাবে উপস্থিত সাংবাদিকদের মধ্যস্থতায় ঘটনাটি আপস–মীমাংসা করে দেওয়া হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আবদ স স ল ম প ল শ সদস য বদরগঞ জ ভ ড ও কর
এছাড়াও পড়ুন:
প্রতিষ্ঠার দেড় যুগ পর ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বেরোবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নিয়ে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে শিক্ষার্থীদের। গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের গেজেট প্রকাশ হয়ছে গঠনতন্ত্র।
এরই মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পর হতে যাচ্ছে কাঙিক্ষত কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ব্যাকসু নির্বাচন। তবে এর জন্য আমরণ অনশন থেকে শুরু করে সব ধরনের কর্মসুচিই পালন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আরো পড়ুন:
‘আমরা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে চাই’
বেরোবিতে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের মডেল প্রদর্শন
জুলাই অভ্যুত্থান পর গণরুম ও গেস্ট রুমের যে সাংস্কৃতি ছিল, তা এখন বন্ধ হয়েছে। কোনো রাজনৈতিক দলের কমকাণ্ডে সামিল হওয়াও বাধ্যতামুলক নয়।
তাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে এ ছাত্র সংসদ। যাতে শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ সুরক্ষিত হবে।
কেন্দ্রীয় ছাত্র সংসদ বেরোবির বিধিমালা অনুযায়ী, ১৩টি পদে সরাসরি নির্বাচন ও হল সংসদে নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যাতে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সব ধরনের কথা তুলে ধরতে পারবেন।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শেখর রায় বলেন, “সুষ্ঠু নিরপেক্ষ ও লেজুরবিত্তিক রাজনীতি ব্যতীত একটি নির্বাচন হোক। যোগ্য, আদর্শ, উত্তম চরিত্র ও মনের প্রার্থী বিজয়ী হোক। নির্বাচিত হয়ে তারা হয়ে উঠুক বেরোবির একেকজন যোগ্য প্রতিনিধি। তারা ন্যায়ের পক্ষে থাকুক । তাদের হাত ধরেই এগিয়ে যাক বেরোবি।”
গণিত বিভাগের শিক্ষার্থী জাওয়াদ সাজিদ বলেন, “ছাত্র সংসদ শিক্ষার্থীদের দাবি, অধিকার ও স্বার্থ রক্ষার প্রধান মঞ্চ। এটি প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, যাতে প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠ পৌঁছে যায় সিদ্ধান্ত গ্রহণের টেবিলে। কিন্তু এজন্য সংসদকে দলীয় প্রভাবমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে। প্রকৃত অর্থে ছাত্র সংসদ তখনই সফল, যখন তা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তাদের সমস্যার সমাধান ও কল্যাণে কাজ করে।”
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, “আমরা এমন ছাত্র সংসদ চাই, যেখানে যোগ্য নেতৃত্ব আসবে এবং সব শিক্ষার্থীর সমস্যা সমাধানের হাতিয়ার হয়ে কাজ করবে। সবমিলিয়ে সবার বিশ্বস্ত জায়গা হবে এই ছাত্র সংসদ।”
ঢাকা/সাজ্জাদ/মেহেদী