আইপিএলের উদ্বোধনী ম্যাচ ভেসে যাওয়ার শঙ্কায়
Published: 22nd, March 2025 GMT
কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে। ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনসে হওয়ার কথা।
তবে বৃষ্টির কারণে ম্যাচটি ভেসে যেতে পারে। কলকাতায় রাতে ভারি বৃষ্টি হয়েছে। সকালে আকাশ মেঘলা থাকলেও দেখা মিলেছিল সূর্যের। তবে আবহাওয়া পূর্বাভাস বলছে, দিনের অধিকাংশ সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বৃষ্টির কারণে শুক্রবার দুই দল ঠিক মতো অনুশীলন করতে পারেনি। এর আগে কেকেআর নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচের আয়োজন করেছিল। সেটাও বৃষ্টির কারণে সম্পন্ন হয়নি।
কলকাতা আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন দল। এবার ঘরের মাঠে মৌসুম শুরুর করার কথা ছিল তাদের। বেঙ্গালুরুর গত মৌসুমে শেষের দিকে দারুণ ক্রিকেট খেলে প্লে অফ নিশ্চিত করে। তবে এলিমিনেটর থেকে কোয়ালিফায়ারে যেতে পারেনি বিরাট কোহলির দল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: কলক ত
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহ উদ্ধার
ফতুল্লায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকালে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৮ বছর হবে।
তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার পড়নে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিকভাবে শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।