মুহূর্তটা শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিলে কিংবা ম্যাচের ফলে প্রভাব ফেললে হয়তো আরও আলোচনা হতো। কিন্তু তেমন কিছু না হওয়ায় জল বেশি দূর গড়ায়নি। তারপরও ক্রিকেটপ্রেমীদের কৌতূহল তো আছেই।

কোন মুহূর্তের কথা বলা হচ্ছে, শিরোনাম পড়েই নিশ্চয় বুঝতে পারছেন। ঘটনাটা গতকাল রাতে কলকাতা নাইট রাইডার্স–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে আইপিএলের উদ্বোধনী ম্যাচের।

নিজেদের মাঠ ইডেন গার্ডেনে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল কলকাতা। ইনিংসের তখন অষ্টম ওভার চলছে। কলকাতার ওপেনার সুনীল নারাইন ১৬ বলে ১৮ রানে ব্যাট করছিলেন। বেঙ্গালুরুর পেসার রাসিখ সালাম চতুর্থ বলটা করেছিলেন শট লেংথের এবং অফ স্টাম্পের খানিকটা বাইরে। নারাইন তা খেলার চেষ্টা করেননি। বল চলে যায় উইকেটকিপার জিতেশ শর্মার গ্লাভসে। উচ্চতার কারণে বলটি নারাইনের নাগালের বাইরে দিয়ে চলে গেছে মনে হওয়ায় লেগ আম্পায়ার সেটিকে ওয়াইড দেন।

ঠিক সেই সময় নারাইনের ব্যাট স্টাম্পে লেগে একটি বেল পড়ে যায়। স্টাম্প ও বেলের জিং লাইটও জ্বলে ওঠে। বেঙ্গালুরুর বেশির ভাগ ফিল্ডারের তা দৃষ্টিগোচর হয়নি। কিন্তু টিম ডেভিড ও বিরাট কোহলি ব্যাপারটি টের পেয়ে হিট আউটের জন্য মৃদু আবেদন করেন। কিন্তু আম্পায়ার সাড়া দেননি।

নারইন তাঁর ব্যাট দিয়ে স্টাম্পের বেল ফেলার আগে লেগ আম্পায়ার ওয়াইড দেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র ইন

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ