Risingbd:
2025-08-01@14:44:52 GMT

হবিগঞ্জে কখন কোথায় ঈদের জামাত

Published: 30th, March 2025 GMT

হবিগঞ্জে কখন কোথায় ঈদের জামাত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি বাংলাদেশের আকাশে আজ শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে মঙ্গলবার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মানুষ।

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে হবিগঞ্জ জেলার বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে মাঠে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

চৌধুরীবাজার সুন্নী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, সওদাগর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, বায়তুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, রাজনগর জামে মসজিদে সকাল ৮টায়, দানিয়ালপুর জামে মসজিদে সকাল ৯টায়, উমেদনগর তাওয়াকুলীয়া জামে মসজিদে সকাল ৯টায়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে সকাল ৮টায়, রেলওয়ে জামে মসজিদে জামাত সকাল ৯টায় ও পিটিআই জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

ঢাকা/মামুন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মসজ দ

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ