কবি ও সাহিত্যিক আজহারুল ইসলাম আর নেই
Published: 4th, April 2025 GMT
কবি ও সাহিত্যিক আজহারুল ইসলাম আর নেই। শুক্রবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়েইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, মেয়ে ও ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙা গ্রামে ১৯৫৩ সালের ১৫ জুলাই জন্মগ্রহণ করেন আজহারুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করে কিছুদিন সাংবাদিকতা করেন। এরপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে তিনি অবসর গ্রহণ করেন।
আজহারুল ইসলাম ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, গবেষক ও সংগঠক। তাঁর গ্রন্থের মধ্যে মানিকগঞ্জের শত মানিক, বিপ্লবীদের জীবন কথা, বিক্রমপুরের ইতিহাস ও ব্যক্তিত্ব, সমাপ্তির ইতিহাস, শুধু তোমার জন্যসহ বেশ কয়েকটি কবিতার বইও রয়েছে। এছাড়া তিনি মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এবং মানিকগঞ্জ জাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন।
শুক্রবার বাদ মাগরিব মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকায় মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সিঙ্গাইরের চারাভাঙা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছে।
ঢাকা/চন্দন/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আজহ র ল ইসল ম ম ন কগঞ জ
এছাড়াও পড়ুন:
যেসব রোগ থাকলে ডাবের পানি পান করা উচিত নয়
ডাবের পানি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান থাকে যা আমাদের শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। ডাবের পানিতে থাকে ভিটামিন, খনিজ পদার্থ এবং পটাসিয়ামের মতো পুষ্টি। তাই ডাবের পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, শরীর হাইড্রেটেড থাকে এবং ত্বক উজ্জ্বল হয়। এর ব্যবহার শরীরের জন্য আরও অনেক কারণেই ভালো। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এত উপকারিতায় পরিপূর্ণ ডাবের পানি কিছু মানুষের জন্য ভালো নয়। আসুন জেনে নেওয়া যাক ডাবের পানি কাদের জন্য ক্ষতিকর।
ডায়াবেটিস
আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হোন তাহলে আপনার ডাবের পানি পান করা উচিত নয়। কারণ ডাবের পানি পান করলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে।
অ্যালার্জি
ডাবের পানি পান করার পরে যদি আপনার ত্বকে চুলকানি শুরু হয় বা লাল দাগ দেখা দেয়, তাহলে আপনার ডাবের পানি পান করা এড়িয়ে চলা উচিত।
আরো পড়ুন:
বিশেষজ্ঞের পরামর্শ: মুখের দুর্গন্ধ দূর করার উপায়
পেটের ওপরের অংশে ব্যথা, রেড ফ্ল্যাগ সিনড্রোমগুলো জেনে নিন
কিডনি রোগী
কিডনি রোগী এবং কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদেরও ডাবের পানি পান করা উচিত নয়। ডাবের পানিতে পটাশিয়াম থাকে যা কিডনি সঠিকভাবে ফিল্টার করতে পারে না। ফলে কিডনি সংক্রান্ত সমস্যা বাড়তে পারে।
সর্দি-কাশি
যদি আপনার সর্দি-কাশিতে আক্রান্ত হোন, তাহলে ডাবের পানি পান করবেন না। এই পানি পান করলে সর্দি-কাশি আরও বেড়ে যেতে পারে।
সূত্র: ইণ্ডিয়া টিভি
ঢাকা/লিপি