কবি ও সাহিত্যিক আজহারুল ইসলাম আর নেই
Published: 4th, April 2025 GMT
কবি ও সাহিত্যিক আজহারুল ইসলাম আর নেই। শুক্রবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়েইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, মেয়ে ও ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙা গ্রামে ১৯৫৩ সালের ১৫ জুলাই জন্মগ্রহণ করেন আজহারুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করে কিছুদিন সাংবাদিকতা করেন। এরপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে তিনি অবসর গ্রহণ করেন।
আজহারুল ইসলাম ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, গবেষক ও সংগঠক। তাঁর গ্রন্থের মধ্যে মানিকগঞ্জের শত মানিক, বিপ্লবীদের জীবন কথা, বিক্রমপুরের ইতিহাস ও ব্যক্তিত্ব, সমাপ্তির ইতিহাস, শুধু তোমার জন্যসহ বেশ কয়েকটি কবিতার বইও রয়েছে। এছাড়া তিনি মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এবং মানিকগঞ্জ জাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন।
শুক্রবার বাদ মাগরিব মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকায় মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সিঙ্গাইরের চারাভাঙা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছে।
ঢাকা/চন্দন/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আজহ র ল ইসল ম ম ন কগঞ জ
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫