ইংলিশ প্রিমিয়ার লিগে কাল হেরেছে পয়েন্ট তালিকার শীর্ষ দল লিভারপুল। লা লিগায় সর্বশেষ রাউন্ডে জিততে পারেনি শিরোপার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সিরি ‘আ’র শীর্ষ দল ইন্টার মিলানও সর্বশেষ ম্যাচে জয় পায়নি। শিরোপাপ্রত্যাশীদের বাজে এক সপ্তাহে অবশ্য জিতেছে বুন্দেসলিগার এক নম্বর দল বায়ার্ন মিউনিখ।

এ সপ্তাহেই ছয় ম্যাচ হাতে রেখে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে চ্যাম্পিয়ন হয়ে গেছে পিএসজি। ফুলহামের কাছে সর্বশেষ ম্যাচে হারলেও ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল এখনো নিকট প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে। তবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অন্য দুটিতে শিরোপা লড়াই এখনো জমজমাট।

হোঁচট খেল লিভারপুল, প্রতিদ্বন্দ্বীরাও

সপ্তাহের প্রথম ম্যাচে আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করে নগর প্রতিদ্বন্দ্বী লিভারপুলকে ১৪ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল এভারটন। ফুলহামের কাছে হেরে সুযোগটা নিতে পারেনি লিভারপুল। তবে এখনো আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থাকা লিভারপুলই শিরোপা জয়ে অবিসংবাদিত ফেবারিট। চ্যাম্পিয়ন হতে শেষ সাত ম্যাচে ১১ পয়েন্ট দরকার দলটির। তবে আর্সেনাল যেভাবে ‘সাহায্য’ করে যাচ্ছে, তাতে এত পয়েন্ট না–ও লাগতে পারে আর্নে স্লটের দলের। শিরোপার লড়াইটা প্রায় একপেশে হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াইটাকে জমজমাটই বলতে হয়। শীর্ষ তিন দল লিভারপুল, আর্সেনাল ও নটিংহাম ছাড়াও লড়াইয়ে আছে চেলসি, ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল।

আরও পড়ুনম্যারাডোনা: কখনো দেবতা, কখনো বিপ্লবী, আবার কখনো জোচ্চোর ও মাদকসেবী২ ঘণ্টা আগেলড়াইটা এখন চিরপ্রতিদ্বন্দ্বীদের

কিছুদিন আগেও ত্রিমুখী শিরোপার লড়াই ছিল লা লিগায়। তবে হঠাৎই খেই হারিয়ে ফেলা আতলেতিকো মাদ্রিদ একটু পিছিয়ে পড়েছে। টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর অবশ্য এ সপ্তাহে জিতেছে আতলেতিকো। মাদ্রিদের আরেক ক্লাব রিয়াল এ সপ্তাহে হেরে গেছে ভ্যালেন্সিয়ার কাছে। তাতে বার্সেলোনা সুযোগ পেয়েছিল ৬ পয়েন্টে এগিয়ে যাওয়ার। কিন্তু হান্সি ফ্লিকের দল রিয়াল বেতিসের সঙ্গে ড্র করায় বার্সা ও রিয়ালের ব্যবধান এখন ৪ পয়েন্টের। আগামী মাসের এল ক্লাসিকোই হয়তো নির্ধারণ করে দেবে কারা চ্যাম্পিয়ন হবে এবারের লা লিগায়।

আরও পড়ুনডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিতে বিপদের মুখে ২০২৬ বিশ্বকাপ৪ ঘণ্টা আগেইন্টারের ঘাড়ে নাপোলির তপ্ত নিশ্বাস

সিরি ‘আ’তে লড়াইটা এখন দ্বিমুখী। ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইন্টার মিলান সর্বশেষ ম্যাচে ড্র করেছে পার্মার সঙ্গে। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্টে পিছিয়ে থাকা নাপোলি সুযোগটা নিতে পারে কি না, দেখার বিষয় সেটিই। আজ রাতে পয়েন্ট তালিকার চারে থাকা বোলোনিয়াকে হারালে ইন্টারের সঙ্গে ব্যবধানটা ১ পয়েন্টে নামিয়ে আনবে নাপোলি। ইতালিতেও চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইটা জমজমাট। সাত-আটটি দলের সুযোগ আছে ইউরোপের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার।

আরও পড়ুন১৫ বলে ফিফটি করে যত রেকর্ড পারভেজ হোসেনের২০ ঘণ্টা আগেবায়ার্নই শীর্ষে, তবে…

ছয় ম্যাচ হাতে থাকতে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে বায়ার্ন মিউনিখ। টানা তিন ম্যাচে জিতে লেভারকুসেন অবশ্য ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। তবে লাগামটা এখনো জার্মানির সবচেয়ে সফল ক্লাব বায়ার্নের হাতেই। শেষ ছয় ম্যাচের দুটিতে বায়ার্নের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড ও লাইপজিগ। এই দুই বাধা পেরোতে পারলে বায়ার্নের হাতেই হয়তো উঠবে শিরোপা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর স ন ল ইন ট র

এছাড়াও পড়ুন:

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনগুলোয় প্রথম আলোর জমজমাট আয়োজন

২৭ বছর পূর্ণ হতে যাচ্ছে প্রথম আলোর। ৪ নভেম্বর ২০২৫ সংখ্যাটিতে লেখা থাকবে বর্ষ ২৮, সংখ্যা ১। যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো—এই স্লোগান নিয়ে ১৯৯৮ সালের ৪ নভেম্বরে বেরিয়েছিল প্রথম আলোর প্রথম সংখ্যা। ঝকঝকে ছাপা, রঙিন ছবি, ১২ পৃষ্ঠার কাগজ, প্রতিদিন নতুন নতুন ফিচার পাতা, দলনিরপেক্ষতার অঙ্গীকার, বস্তুনিষ্ঠতার চর্চা, পেশাদারত্বের উৎকর্ষ আর নতুনকে মেনে নেওয়ার অবিরাম প্রয়াস—সব মিলিয়ে প্রথম আলো হয়ে ওঠে বাংলাদেশের মানুষের এক অপরিহার্য সঙ্গী। হয়ে ওঠে পরিবারেরই একজন। অল্প কয়েক বছরের মধ্যে প্রথম আলো লাভ করে সর্বাধিক প্রচারিত দৈনিকের সম্মান। নানা রকমের বাধা, প্রতিকূলতা পেরিয়ে সত্যে তথ্যে প্রথম আলো আজ শুধু একটা কাগজ নয়, একটা ডিজিটাল প্ল্যাটফর্মও। দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে প্রথম আলো লাভ করেছে বাংলাভাষী পাঠকদের উষ্ণ অভ্যর্থনা, তেমনি ওয়ান–ইফরা বা ইনমার মতো আন্তর্জাতিক সংগঠন থেকে এ গণমাধ্যম লাভ করছে সম্মানজনক স্বীকৃতি, বিশ্বসেরা আর এশিয়া সেরার পুরস্কার।

প্রথম আলোর ঢাকা অফিস থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় এরই মধ্যে বেজে উঠেছে উৎসবের আনন্দলহরী। জেলায় জেলায় চলছে প্রথম আলোর লেখক–সুধী পাঠক আর শুভানুধ্যায়ীদের সম্মিলনীর প্রস্তুতি। কাগজে, অনলাইনে, ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য কর্মী আর অংশীজনদের মধ্যে দেখা যাচ্ছে কর্মচাঞ্চল্য।

প্রথম আলো কাগজটি মোট ৪ দিন প্রকাশিত হবে বর্ধিত কলেবরে। ৪ দিনে থাকবে ৪টি ক্রোড়পত্র। লিখবেন নিজ নিজ ক্ষেত্রে সেরা লেখকেরা। থাকবে দেশবরেণ্য শিল্পীদের আঁকা প্রচ্ছদ।

৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার বের হবে ‘বৈষম্য পেরিয়ে’

২০২৪ সালের বিপুল অভ্যুত্থানে ছাত্র–জনতা পথে এসেছিল বৈষম্যের বিলোপ চেয়ে। এই ক্রোড়পত্রে লেখকেরা খুঁজে দেখছেন রাষ্ট্রের ক্ষমতাকাঠামোয়, বিভিন্ন প্রতিষ্ঠানে ও রাজনীতির অঙ্গনে বৈষম্যের রূপ। খোঁজার চেষ্টা করেছেন উত্তরণের উপায়।

৫ নভেম্বর ২০২৫, বুধবার প্রকাশ পাবে ‘বৈষম্যের অন্দরে’

সমাজ আর জনগোষ্ঠীর গভীরে থেকে যাওয়া বৈষম্য প্রতিফলিত হয় রাষ্ট্রে। আবার রাষ্ট্রীয় বৈষম্য সামাজিক বৈষম্যকে ভিত্তি দেয়। দেশের নারী–লেখক ও ভাবুকেরা উন্মোচন করে দেখিয়েছেন সমাজে ছড়িয়ে থাকা নানা বৈষম্যের চেহারা।

৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার আসছে ‘তারুণ্যের দিগন্ত’

তরুণদের সামনে নতুন পৃথিবীর আহ্বান। কিন্তু সে আহ্বানে সাড়া দেওয়ার পথে শত বাধা ও বৈষম্যের প্রাচীর। আবার তরুণেরাই সেসব বৈষম্যের বাধা উপড়ে ফেলে এগিয়ে চলেন। তরুণদের পথের সেসব বাধা আর বাধা পেরোনোর গল্প নিয়ে এই ক্রোড়পত্র।

৭ নভেম্বর ২০২৫, শুক্রবার প্রকাশিত হবে ‘আলোর গল্প’

সাংবাদিকতা শেষ পর্যন্ত জনমানুষের জন্য। সত্য ও তথ্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য প্রথম আলো সেসব মানুষের প্রতি দায়বদ্ধ। প্রথম আলোর নানা উদ্যোগের লক্ষ্যও মানুষ। এই ক্রোড়পত্র গত একটি বছরে প্রথম আলোর সঙ্গে মানুষের সম্পর্কের গল্পের সমাবেশ।

অনলাইনে থাকছে আকর্ষণীয় আয়োজন

লেখা, ছবি, ভিডিও, পডকাস্টসহ নানা কনটেন্ট দিয়ে সাজানো হবে প্রথম আলো ডটকম, প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দালোকিত দিনগুলোতে প্রথম আলো ডটকম থাকবে জমজমাট। পাশাপাশি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকসহ সামাজিক মাধ্যমগুলোতে প্রথম আলোর ফলোয়ারদের জন্য থাকবে বাড়তি কিছু, উৎসবের উপহার।

প্রথম আলোর কর্মীরা মিলবেন প্রীতিসম্মিলনীতে

৪ নভেম্বর প্রথম আলো তার সব কর্মীকে নিয়ে আয়োজন করতে যাচ্ছে প্রীতিসম্মিলনী। রাজধানীর একটি বড় মিলনায়তনের একাধিক হলরুমজুড়ে বসবে এই আসর। তাতে সারা দেশের প্রথম আলো প্রতিনিধি, ঢাকার সর্বস্তরের স্টাফদের সঙ্গে যোগ দেবেন প্রথম আলোর আন্তর্জাতিক প্রতিনিধিরাও। থাকবেন অতিথি বক্তা ও শিল্পীরা।

প্রথম আলো বন্ধুসভার একটি করে ভালো কাজ

এরই মধ্যে সারা দেশে প্রথম আলোর শতাধিক বন্ধুসভা ‘একটি করে ভালো কাজ’ শীর্ষক কর্মসূচি পালন করেছে। দেশের বিভিন্ন স্থানে সুধী সম্মিলনী আয়োজনের জন্য প্রথম আলোর প্রতিনিধিদের সঙ্গে বন্ধুসভা কাজ করে চলেছে উৎসাহের সঙ্গে। ঢাকা বন্ধুসভাও ১৩ নভেম্বর আয়োজন করতে যাচ্ছে বন্ধুদের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব।

২০২৩ সালে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল ‘হারবে না বাংলাদেশ।’ গত বছর প্রথম আলো বলেছিল ‘জেগেছে বাংলাদেশ’। সত্যে তথ্যে ২৫, সত্যে তথ্যে ২৬ পেরিয়ে এল ২৭ বছর পূর্তির উৎসব।

প্রথম আলো আজকের দিনে, যখন চারদিকে ভুয়া খবরের ছড়াছড়ি, যখন দেশবাসী অনিশ্চয়তার ধোঁয়াশার মধ্যে দিগন্তে তাকিয়ে আছেন আলোকরেখার জন্য, তখন প্রথম আলো ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কী স্লোগান নিয়ে আসছে? জানা যাবে আর কয়েক ঘণ্টা পরই।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রতিষ্ঠাবার্ষিকীর দিনগুলোয় প্রথম আলোর জমজমাট আয়োজন
  • প্রদর্শনী, কুইজ, সুডোকুতে জমজমাট বিজ্ঞান উৎসব