ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা, দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ
Published: 7th, April 2025 GMT
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। রাইজিংবিডি ডটকমের নিজস্ব প্রতিবেদক, জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন।
মিছিলে উত্তাল ময়মনসিংহ
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মিছিলে মিছিলে উত্তাল ময়মনসিংহ নগরী। সোমবার সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ নগরীর টাউন হল মোড়ে জড়ো হন। এ সময় মাথায় কালো কাপড় ও হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানানো হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান বলেন, “গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি সকাল থেকে চলমান রয়েছে। সেসব কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে শেষ হয় সে লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
কক্সবাজারে মিছিল
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কক্সবাজার জেলায় বিভিন্ন উপজেলা ও শহরে প্রতিবাদ মিছিল হয়েছে। সোমবার দুপুরে এসব মিছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কক্সবাজারের বিভিন্ন উপজেলায় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
আরো পড়ুন:
মার্কিন শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি
বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি
কুষ্টিয়ায় বিক্ষোভ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলে অংশ নেন বিভিন্ন সংগঠন ও সাধারণ জনতা। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব আহমদ আলী, সাধারণ সম্পাদক জি এম তাওহীদ আনোয়ার প্রমুখ।
আশুলিয়ায় বিক্ষোভ
গাজার জনগণের প্রতি সংহতি জানাতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) শিক্ষার্থীরা। সোমবার দুপুরে ক্যাম্পাসের ‘ইয়ার্ন শেড’ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কালীগঞ্জে বিক্ষোভ মিছিল
গাজীপুরের কালীগঞ্জে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। সোমবার কালীগঞ্জের সর্বস্তরের জনগণের আয়োজনে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কালীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণে শেষে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় মিলিত হয়।
কিশোরগঞ্জে বিক্ষোভ
কিশোরগঞ্জে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহীদি মসজিদ চত্বরে কিশোরগঞ্জ সর্বস্তরের ছাত্র-জনতার উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে সবার অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানারে হাজার হাজার মানুষ অংশ নেন।
যশোরে বিক্ষোভ
ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে ফুঁসে উঠেছে যশোরের ছাত্র-জনতা। সকাল ১১টায় শহরের দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর ঈদগাহ মোড়ে গিয়ে শেষ হয়।
ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদ নাটোরে
দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে নাটোরে ফিলিস্তিনি হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সর্বদলীয় তৌহিদি জনতা। কয়েক ঘণ্টাব্যাপী সমাবেশটি সঞ্চালনা করেন হেফাজতে ইসলাম নাটোর জেলা সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম।
ধামরাইয়ে মিছিল-সমাবেশ
ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনগণ অংশ নেয়। সোমবার উপজেলার থানা রোড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এসে জড়ো হয়ে প্রতিবাদ জানান তারা। পরে মিছিল নিয়ে ঢুলিভিটা হয়ে ধামরাই বাজারসহ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নরসিংদীতে ক্লাস বর্জন
গাজায় গণহত্যার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন নরসিংদীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্কুল কলেজসহ বিভিন্ন উপজেলার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
ঝিনাইদহে বিক্ষোভ
ফিলিস্তিনে হামলা ও গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
বিক্ষোভে উত্তাল রাঙামাটি
রাঙামাটিতে সকালে ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচির পর দুপুরে শহরের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাধারণ মানুষ শহরের দোয়েল চত্ত্বরে যোগ দেন। সেখানে প্রতিবাদকারীরা ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে শ্লোগান দেন। এছাড়া সকালে পূর্বঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে রাঙাামটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।
গোপালগঞ্জে বিক্ষোভ
গোপালগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ। এছাড়া সমাবেশে বক্তারা ইসরাইল-আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।
[ প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন কাঞ্চন, মিলন, সাব্বির, রফিক, রুমন, রিটন, আরিফুল, হৃদয়, সোহাগ, শংকর, বাদল ও তারেকুর ]
ঢাকা/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ব ক ষ ভ কর ইসর য় ল স মব র ব র হয় শহর র উপজ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।
ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”
জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।
ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”
ঢাকা/শাহেদ