‘মার্চ ফর গাজা’ সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ১২
Published: 12th, April 2025 GMT
জামালপুর থেকে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ সমাবেশে যাওয়ার সময় টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তারা জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী।
শনিবার (১২ এপ্রিল) সকালে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, আজ সকালে ‘মার্চ ফর গাজা’ সমাবেশে যোগ দিতে মাদারগঞ্জ থেকে মাইক্রোবাসে ঢাকায় যাচ্ছিলেন ইসলামী আন্দোলনের কয়েকজন নেতাকর্মী। মাইক্রোবাসটিতে দলটির মাদারগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা সফিকুল ইসলামও ছিলেন। বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর মাইক্রোবাসের সঙ্গে নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাসটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ১২ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের মধ্যে ১১ জনকে জামালপুর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন:
প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না তাসিনের
সিলেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ধনবাড়ী থানার ওসি শহীদুল্লাহ বলেন, “দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস দুইটি উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে একজন গুরুত্বর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঢাকা/কাওছার/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন আহত দ র ঘটন
এছাড়াও পড়ুন:
সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।
আরো পড়ুন:
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’
ঢাকা/শংকর/রাজীব