‘মার্চ ফর গাজা’ সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ১২
Published: 12th, April 2025 GMT
জামালপুর থেকে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ সমাবেশে যাওয়ার সময় টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তারা জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী।
শনিবার (১২ এপ্রিল) সকালে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, আজ সকালে ‘মার্চ ফর গাজা’ সমাবেশে যোগ দিতে মাদারগঞ্জ থেকে মাইক্রোবাসে ঢাকায় যাচ্ছিলেন ইসলামী আন্দোলনের কয়েকজন নেতাকর্মী। মাইক্রোবাসটিতে দলটির মাদারগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা সফিকুল ইসলামও ছিলেন। বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর মাইক্রোবাসের সঙ্গে নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাসটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ১২ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের মধ্যে ১১ জনকে জামালপুর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন:
প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না তাসিনের
সিলেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ধনবাড়ী থানার ওসি শহীদুল্লাহ বলেন, “দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস দুইটি উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে একজন গুরুত্বর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঢাকা/কাওছার/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন আহত দ র ঘটন
এছাড়াও পড়ুন:
আহতদের চিকিৎসা দিয়ে ফিরে গেছে ভারতীয় চিকিৎসকরা
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান শেষে দেশে ফিরে গেছে ভারতীয় চিকিৎসক দল।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানায়, সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সফদরজং হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত চার সদস্যের দলটি ঢাকা ছেড়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় গত ২৩ জুলাই বাংলাদেশে আসে এই চিকিৎসক দল।
গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে বহু মানুষ হতাহত হন। দুর্ঘটনার পরপরই ভারত বাংলাদেশের প্রতি সহানুভূতি জানিয়ে চিকিৎসা সহায়তার আশ্বাস দেয়। সেই পরিপ্রেক্ষিতেই বিশেষজ্ঞ চিকিৎসক দলটি বাংলাদেশে পাঠানো হয়।
ঢাকায় অবস্থানকালে ভারতীয় চিকিৎসক দলটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে একযোগে কাজ করে। তারা মাইলস্টোন দুর্ঘটনায় গুরুতর দগ্ধ ও আহতদের চিকিৎসায় কারিগরি পরামর্শ প্রদান করেন এবং জটিল কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞ মতামত বিনিময় করেন।
ভারতীয় চিকিৎসকরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গৃহীত চিকিৎসা পদ্ধতি ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে ইনস্টিটিউটের বার্ন কেয়ার ইউনিট ও ক্রিটিক্যাল কেস ম্যানেজমেন্টে বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করেন তারা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বাংলাদেশ যদি চায় তাহলে ভারত আরো চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত। প্রয়োজনে ভারতীয় হাসপাতালগুলোতেও চিকিৎসা ব্যবস্থার সুযোগ দেওয়া হবে।
ভারতীয় হাইকমিশন জানায়, দেশটির মেডিকেল টিমের এই সফর দুই দেশের মানুষের মধ্যকার পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সহানুভূতির চিরন্তন বন্ধনের প্রতিফল।
ঢাকা/হাসান/মেহেদী