যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দেশটির দুই জন জ্যেষ্ঠ কর্মকর্তা চার দিনের জন্য ঢাকা সফরে করবেন। 

সফরে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি, প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের পরিস্থিতি এবং রোহিঙ্গা সঙ্কট গুরুত্ব পাবে বলে জানা গেছে। এছাড়া, বাংলাদেশের চলমান সংস্কার কর্মসূচিসহ সম্পর্কের নানান বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ ঢাকা সফরে আসছেন।

এর মধ্যে মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের ঢাকায় পৌঁছান। এদিন তিনি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন। আর বুধবার (১৬ এপ্রিল) রাতে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ ঢাকায় আসার কথা ছিল। যদিও এখনো ঢাকার মার্কিন দূতাবাস তার আসার খবর নিশ্চিত করেনি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ঢাকা সফরে দেশটির মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মার্কিন দুই উচ্চ পর্যায়ের কর্মকর্তার এই সফরটি ঢাকার জন্য তাৎপর্যপূর্ণ। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরে দুইপক্ষের মধ্যে আঞ্চলিক এবং আর্ন্তজাতিক ইস্যুতে আলোচনা হবে। এরই মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে তাদের বৈঠক হওয়ার সময়-সূচি চূড়ান্ত হয়েছে। তারা প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এদিকে, বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে এনসিপি’র চার সদস্যের একটি প্রতিনিধি দল। বিকেল সাড়ে ৩টায় গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

ঢাকা/হাসান/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পরর ষ ট রমন ত র পরর ষ ট র উপসহক র উপদ ষ ট ব ষয়ক

এছাড়াও পড়ুন:

বিসিআইসির নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কারখানায় জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার এ ফলাফল প্রকাশ করা হয়েছে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১ আগস্ট অনুষ্ঠিত পরীক্ষা/বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীরা হলেন
* চিকিৎসা কর্মকর্তা: ১ জন; হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: ৪ জন; সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক): ১৪ জন; সহকারী রসায়নবিদ: ২ জন; সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১৯ জন; সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৮ জন; সহকারী প্রকৌশলী (সিভিল): ৪ জন; সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ১৩ জন; সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ৩ জন; সহকারী হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: ৮ জন; সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ১০ জন; উপসহকারী রসায়নবিদ: ২৯ জন; উপসহকারী প্রকৌশলী (কেমিক্যাল): ২ জন; উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৫ জন; উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১৬ জন এবং উপসহকারী প্রকৌশলী (সিভিল): ৪ জন।

নির্বাচিত প্রার্থীদের নামে পরবর্তী সময় নিয়োগপত্র ইস্যু করা হবে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি পরবর্তীকালে বিসিআইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিসিআইসির ফলাফল দেখুন এখানে

আরও পড়ুনডিপিডিসিতে চাকরি, পদ ১টি, বেতন ১ লাখ ৭৫ হাজারের সঙ্গে নানা সুযোগ২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • বিসিআইসির নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ